আরামবাগ, 17 মার্চ : গতকাল হয়েছে আরামবাগ পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান (taking oath Ceremony of arambagh municipality) ৷ সেই সরকারি অনুষ্ঠানের মঞ্চে তৃণমূলের প্রতীক চিহ্নের ব্যানার লাগানো ছিল এবং তার নিচে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানানো হয়েছে। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে মহকুমা শাসক হাসিম জাহেরা রিজভি-সহ সরকারি আধিকারিকরাও উপস্থিত ছিলেন ৷ আর সেই নিয়ে বিতর্ক ওঠে তুঙ্গে ।
আরামবাগের মহকুমা শাসক (SDO of arambagh) এদিন পৌরসভার কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান । সরকারি এই ধরনের অনুষ্ঠানে তৃণমূলের ব্যানার কেন থাকবে, সেই নিয়ে উঠেছে প্রশ্ন। এই বিতর্কে কটাক্ষ করতে ছাড়েনি আরামবাগ বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, শাসকদলের কোনও কিছুই ভ্রুক্ষেপ নেই। এমনকি এই মঞ্চে বিজেপির জয়ী কাউন্সিলরকেও শপথবাক্য পাঠ করানো হয়।
এ বিষয়ে আরামবাগ মহকুমা শাসক হাসিম জাহেরা রিজভিকে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক দিলীপ যাদব। তিনি বলেন, ‘‘অতি উৎসাহী হয়ে কেউ এই কাজটি করেছে, বিষয়টি নজরে আসতেই ভুল সংশোধন করতে বলা হয়।’’
আরও পড়ুন : শপথ নিলেন বারাসত এবং মধ্যমগ্রামের নবনির্বাচিত পৌরপ্রতিনিধিরা
বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরার অভিযোগ, দল আর প্রশাসনে তফাৎ অনেক আগেই তুলে দিয়েছে তৃণমূল। একটা শপথ অনুষ্ঠানে সব দল এবং প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকেন, সেখানে এটা কেন হবে ? আরামবাগে বিজেপির একজন কাউন্সিলর জয়ী হয়েছেন। তিনি দলের কর্মীদের নিয়ে শপথ নিতে গিয়ে দেখতে পান এই ঘটনা। বিষয়টি নিয়ে আগামী কাল মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানাবে বিজেপি।