ETV Bharat / state

Congress Human Chain: সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর পথশ্রী উদ্বোধন চলাকালীন শিল্পের দাবিতে মানববন্ধন কংগ্রেসের - Mamata Banerjee in Singur

সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee in Singur) পথশ্রী উদ্বোধন চলাকালীন শিল্পের দাবিতে মানববন্ধন (Congress Human Chain) কর্মসূচি পালন করল কংগ্রেস ৷

Human Chain by Congress ETV bharat
শিল্পের দাবিতে মানববন্ধন কংগ্রেসের
author img

By

Published : Mar 28, 2023, 6:45 PM IST

সিঙ্গুর, 28 মার্চ: সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী উদ্বোধন চলাকালীন শিল্পের দাবিতে মানববন্ধন (Congress Human Chain) করল কংগ্রেস । সিঙ্গুরের সাত মন্দিরতলায় সিঙ্গুরের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয় । তাদের দাবি সিঙ্গুরের শিল্প পরিত্যক্ত জমিতে কারখানা করতে হবে । এর জন্য গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মানববন্ধন করা হয় । যদিও কংগ্রেসের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি (Mamata Banerjee in Singur)৷

কংগ্রেসের যুব নেতা অমিতাভ দে মঙ্গলবার তাঁদের দাবির কথা তুলে ধরে বলেন, সিঙ্গুরে শিল্পের জমিতে শিল্প হোক । রাজ্যে যুবকদের কাজ নেই । মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প উদ্বোধন করছেন, অথচ ছেলেমেয়েদের কাজকর্মের ব্যবস্থা কিছু করছেন না বলে তোপ দাগেন তিনি । তাঁর কথায়, "আমরা কৃষি ও শিল্প দুটোই চাই ।"

যদিও কংগ্রেসের এই মানববন্ধন কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেয় তারা ৷ সিঙ্গুরের বিজেপির নেতা সঞ্জয় পাণ্ডে বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের কর্মীদের চাঙ্গা করতেই এসেছিলেন মুখ্যমন্ত্রী । বিজেপি নেতার অভিযোগ, শিল্পকে ধ্বংস করার মূল কারিগর মমতা বন্দ্যোপাধ্যায় । যে কংগ্রেস এক সময়ে মমতার সঙ্গে যুক্ত ছিল, তারাই আজ মানববন্ধন করে শিল্পের দাবি করছে । কংগ্রেসের এই কর্মসূচির কোনও মূল্য নেই বলে দাবি সঞ্জয় পাণ্ডের ।

আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় বসার আগে সিঙ্গুরের মাটি ছুঁতে এসেছেন, জানালেন মমতা

পথশ্রী প্রকল্পে কোনও রাজ্য সড়ক নির্মাণের কথা নেই বলে অভিযোগ করে তিনি আরও বলেন যে, "এই রাস্তার কত কিলোমিটার রাজ্য সড়ক । এই উদ্বোধনে রাজ্য সরকারের টাকা খরচ করে রাজনৈতিক প্রচার হল, তা ছাড়া কিছুই হয়নি ।"

সিঙ্গুরের তৃণমূল নেতা দুধকুমার ধারা কংগ্রেসের কর্মসূচি নিয়ে বলেন, "সিঙ্গুরে কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই । তাই মানুষকে কিছু বলতে হবে বলে তারা এটা বলছে । সিঙ্গুরে উন্নত চাষ হয় । সেটাকে বাঁচিয়ে রাখার লড়াই আমরা করেছিলাম। শিল্প সবাই চায় । কিন্তু তাদের চাওয়ার পেছনে কোনও যৌগিকতা নেই । কংগ্রেস এবং সিপিএম দীর্ঘদিন রাজত্ব করলেও ভালো শিল্প তারা নিয়ে আসতে পারেনি ।"

সিঙ্গুরে রতনপুরের মোড়ে সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের জন্য অনুদান বন্ধ হয়নি । সরকারি প্রকল্পের জন্য মানুষ সাহায্য পাচ্ছে । রাজ্যজুড়ে 12 হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা হচ্ছে । রাজ্যে 8 একরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে । কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার উন্নয়ন করেছে বলে দাবি করেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন, "সিঙ্গুরে জমি ফিরে পেলেও এখনও অনিচ্ছুক কৃষক পিছু দু হাজার টাকা ও 16 কেজি করে চাল দিয়ে যাচ্ছি । মনে রাখবেন, ভুলে যাওয়ার লোক নই ।"

সিঙ্গুর, 28 মার্চ: সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী উদ্বোধন চলাকালীন শিল্পের দাবিতে মানববন্ধন (Congress Human Chain) করল কংগ্রেস । সিঙ্গুরের সাত মন্দিরতলায় সিঙ্গুরের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয় । তাদের দাবি সিঙ্গুরের শিল্প পরিত্যক্ত জমিতে কারখানা করতে হবে । এর জন্য গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মানববন্ধন করা হয় । যদিও কংগ্রেসের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি (Mamata Banerjee in Singur)৷

কংগ্রেসের যুব নেতা অমিতাভ দে মঙ্গলবার তাঁদের দাবির কথা তুলে ধরে বলেন, সিঙ্গুরে শিল্পের জমিতে শিল্প হোক । রাজ্যে যুবকদের কাজ নেই । মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প উদ্বোধন করছেন, অথচ ছেলেমেয়েদের কাজকর্মের ব্যবস্থা কিছু করছেন না বলে তোপ দাগেন তিনি । তাঁর কথায়, "আমরা কৃষি ও শিল্প দুটোই চাই ।"

যদিও কংগ্রেসের এই মানববন্ধন কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেয় তারা ৷ সিঙ্গুরের বিজেপির নেতা সঞ্জয় পাণ্ডে বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের কর্মীদের চাঙ্গা করতেই এসেছিলেন মুখ্যমন্ত্রী । বিজেপি নেতার অভিযোগ, শিল্পকে ধ্বংস করার মূল কারিগর মমতা বন্দ্যোপাধ্যায় । যে কংগ্রেস এক সময়ে মমতার সঙ্গে যুক্ত ছিল, তারাই আজ মানববন্ধন করে শিল্পের দাবি করছে । কংগ্রেসের এই কর্মসূচির কোনও মূল্য নেই বলে দাবি সঞ্জয় পাণ্ডের ।

আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় বসার আগে সিঙ্গুরের মাটি ছুঁতে এসেছেন, জানালেন মমতা

পথশ্রী প্রকল্পে কোনও রাজ্য সড়ক নির্মাণের কথা নেই বলে অভিযোগ করে তিনি আরও বলেন যে, "এই রাস্তার কত কিলোমিটার রাজ্য সড়ক । এই উদ্বোধনে রাজ্য সরকারের টাকা খরচ করে রাজনৈতিক প্রচার হল, তা ছাড়া কিছুই হয়নি ।"

সিঙ্গুরের তৃণমূল নেতা দুধকুমার ধারা কংগ্রেসের কর্মসূচি নিয়ে বলেন, "সিঙ্গুরে কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই । তাই মানুষকে কিছু বলতে হবে বলে তারা এটা বলছে । সিঙ্গুরে উন্নত চাষ হয় । সেটাকে বাঁচিয়ে রাখার লড়াই আমরা করেছিলাম। শিল্প সবাই চায় । কিন্তু তাদের চাওয়ার পেছনে কোনও যৌগিকতা নেই । কংগ্রেস এবং সিপিএম দীর্ঘদিন রাজত্ব করলেও ভালো শিল্প তারা নিয়ে আসতে পারেনি ।"

সিঙ্গুরে রতনপুরের মোড়ে সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের জন্য অনুদান বন্ধ হয়নি । সরকারি প্রকল্পের জন্য মানুষ সাহায্য পাচ্ছে । রাজ্যজুড়ে 12 হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা হচ্ছে । রাজ্যে 8 একরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে । কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার উন্নয়ন করেছে বলে দাবি করেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন, "সিঙ্গুরে জমি ফিরে পেলেও এখনও অনিচ্ছুক কৃষক পিছু দু হাজার টাকা ও 16 কেজি করে চাল দিয়ে যাচ্ছি । মনে রাখবেন, ভুলে যাওয়ার লোক নই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.