ETV Bharat / state

হাওড়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের - uluberia

হাওড়ার জেলাশাসকের কাছে তৃণমূল কর্মী খুনের ঘটনার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 24, 2019, 11:55 AM IST

কলকাতা, ২৪ মার্চ: হাওড়ার জেলাশাসকের কাছে উলুবেড়িয়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এবিষয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে বলেছে বলে সূত্রের খবর।

গতরাতে উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে রাস্তায় কুপিয়ে খুন করে কিছু দুষ্কৃতী। নাম গোবিন্দ প্রামাণিক (৩৮)। অভিযোগ, BJP নেতা-কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। গোবিন্দবাবুর বাড়ি রাজাপুর থানা এলাকার কমলাচকে। তিনি পেশায় অটোচালক ছিলেন।

মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, BJP-র নেতা-কর্মীরাই গোবিন্দকে খুন করেছে। যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের হাওড়া গ্রামীণ জেলার জেনেরাল সেক্রেটারি প্রত্যূষ মণ্ডলের পালটা বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই গোবিন্দকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।

এই খুনের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে না অন্যকিছু, তা খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে।

কলকাতা, ২৪ মার্চ: হাওড়ার জেলাশাসকের কাছে উলুবেড়িয়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এবিষয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে বলেছে বলে সূত্রের খবর।

গতরাতে উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে রাস্তায় কুপিয়ে খুন করে কিছু দুষ্কৃতী। নাম গোবিন্দ প্রামাণিক (৩৮)। অভিযোগ, BJP নেতা-কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। গোবিন্দবাবুর বাড়ি রাজাপুর থানা এলাকার কমলাচকে। তিনি পেশায় অটোচালক ছিলেন।

মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, BJP-র নেতা-কর্মীরাই গোবিন্দকে খুন করেছে। যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের হাওড়া গ্রামীণ জেলার জেনেরাল সেক্রেটারি প্রত্যূষ মণ্ডলের পালটা বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই গোবিন্দকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।

এই খুনের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে না অন্যকিছু, তা খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে।

রায়গঞ্জ, ২৪ মার্চ, প্রসুন মৈত্র : " কেউ উচ্চমাধ্যমিক পাশ করেছে বা কেউ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে " এবারের সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রথমবার ভোট দেবেন তারা। এবারই তাদের নাম ভোটার তালিকায় উঠেছে। পাড়ায় পাড়ায় বাবা কাকাদের ভোট দিতে দেখেছেন নতুন ভোটাররা। কিন্তু ভোটার তালিকায় নাম ওঠায় ভোটাধিকারের সুযোগ আসে। ভোট দেওয়া সেই অপেক্ষার অবসান হল তাদের। এবারের রায়গঞ্জ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে তারা আগামী ১৮ এপ্রিল জীবনের প্রথমবার তারা গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।সেই দিনটার জন্য তাকিয়ে আছেন এসমস্ত নতুন ভোটাররা। দেশের রাজনীতি এবং অর্থনীতি নিয়ে খুব একটা ধ্যান ধারনা না থাকলেও ভারতবাসি হিসেবে নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করা জরুরী এটা বুঝেছেন নতুন ভোটাররা। দেশে এমন একটা সরকার গঠিত হওয়া দরকার যে সরকার যুবসমাজের কাছে নতুন দিশা দেখাতে পারে। শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেবার দাবি করেছেন এই সমস্ত নতুন ভোটাররা। শিক্ষায় আঙ্গিনায় আসার পর তারা দেখেছেন উচ্চশিক্ষিতরাও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। দাদা দিদিরা উচ্চ শিক্ষা লাভ করে বেকার হয়ে জীবন কাটাচ্ছেন। আগামীতে যে দলেই সরকার গঠন করুক তারা যাতে শিক্ষাকে মর্যদা দিয়ে শিক্ষিত বেকারদের কাজের সুযোগ করে দেবার দাবি করে নতুন ভোটার। নতুন ভোটার জানিয়েছেন, এবার প্রথম ভোট দিব ভালো লাগছে। এবারের ভোটটা ভালো জায়গায় দিব যাতে আমার ভোটটা কাজে লাগে। আগে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কেউ চায়ের দোকান চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে তাদের দিকে একটু তাকানো উচিত সরকারকে। আমরা পড়াশোনা করে যাচ্ছি যানি না আমাদের ভবিষ্যতে কি হবে। পাশাপাশি তারা আরও বলেন, ছোট ছোট ভোট দিয়েই একটি নতুন সরকার গঠন হয়। ওই সরকারই দেশটাকে চালাই। আঠারো বছর হলে সবাইকে ভোট দেওয়া দরকার। আমাদের পড়াশোনা শেষ হলে যেন আমাদের শিক্ষার গুরুত্বটা যেন পাই সেটাই আমাদের নতুন সরকারের কাছে আবেদন থাকবে বলে জানান নতুন ভোটাররা। বাইট : সন্দীপ দাস (নতুন ভোটার) বাইট : রাহুল দত্ত (নতুন ভোটার) বাইট : দেবপ্রিয় চক্রবর্তী (নতুন ভোটার) বাইট : উর্মিলা সরকার ( নতুন ভোটার)

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.