আরামবাগ, 9 ফেব্রুয়ারি : বোলেরো ও লরির মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ মৃত দুই। গুরুতর আহত তিনজন । সকাল সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে আরামবাগের কাবেলি মোড়ে ।
বাঁকুড়ার তালডাংরা থেকে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর চার মহিলা যাচ্ছিলেন নবান্নের উদ্দেশে । সেখানে তাঁদের বিভিন্ন দাবি-দাওয়ার ভিত্তিতে একটি ডেপুটেশন কর্মসূচি ছিল । সেখানেই অংশগ্রহণ করতে যাচ্ছিলেন তাঁরা । নবান্ন যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো গাড়িটিকে সজোরে ধাক্কা মারে উলটোদিক থেকে আসা একটি লরিতে । দুমড়ে-মুচড়ে যায় বোলেরোটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার ও বোলেরো চালকের । মৃতা মহিলার নাম ঊষা গিরি(32) । মৃত চালকের নাম ইসমাইল দালাল(36) । গুরুতর আহত হন বাকি তিনজন মহিলা ।
আরও পড়ুন: কেষ্টপুরে ওভারলোডিং লরি উলটে বিপত্তি
স্থানীয় সূত্রে খবর, লরিটি ফাঁকা রাস্তা ধরে দ্রুত গতিতে আসছিল । উলটোদিক থেকে আসা বোলেরো গাড়িটিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লরিটি । ধাক্কা মারার পরই লরির চালক পালিয়ে যায় । নিহত ও আহতদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পুলিশকে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে উপস্থিত হয় আরামবাগ থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, নিহতদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে । আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে । লরিটিকে আটক করেছে পুলিশ । চালকের খোঁজ তল্লাশি শুরু করা হয়েছে ।