চুঁচুড়া, 5 নভেম্বর: তৃণমূল বিধায়ককে বিজেপিতে নেওয়া চলবে না । পোস্টার পড়ল চুঁচুড়া শহরে । তৃণমূল বিধায়কের পালটা দাবি, তাঁর কাছে খবর আছে বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দেবেন (Chinsurah TMC MLA Poster)।
জানা গিয়েছে, বিজেপিতে তৃণমূল বিধায়ককে নেওয়া যাবে না, এই মর্মে শনিবার পোস্টার পড়ল হুগলি স্টেশন-সহ কয়েকটি জায়গায় । পোস্টারে লেখা, হুঁশিয়ার অত্যাচারী অহংকারী চুঁচুঁড়া তৃণমূল এমএলএ-কে বিজেপিতে নেওয়া চলবে না । আমরা বিজেপির সৈনিক । তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, বিজেপি পাগলের দল ৷ কিছু মদ্যপ এই কাজ করতে পারে । তিনি শুনেছেন লকেট চট্টোপাধ্যায় নাকি তৃণমূলে যোগ দেবেন । বিধায়কের বিজেপিতে যাওয়ার কোনও প্রশ্নই নেই । আসলে এই ধরনের পোস্টার মেরে জলঘোলা করতে চাইছে কেউ ।
আরও পড়ুন: 'মন্ত্রী হলে আজকাল যা যা করতে হয় তা আমার আসে না', অকপট অরিন্দম
বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার জানান, কেউ বা কারা এসব পোস্টার লাগিয়েছে । আমাদের এসব কাজ নয় । কাকে দলে নেবে, না-নেবে সেটা দল ঠিক করবে । আর ওনার মতো অত্যাচারী ও অহংকারী লোক এখানে নেই ।