ETV Bharat / state

ISC Result 2023: বাবার মতো গবেষক হতে চান আইএসসিতে তৃতীয় চুঁচুড়ার মেঘমালা - আইএসসি রেজাল্ট 2023

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দেশের মধ্যে তৃতীয় স্থান পেয়েছেন চুঁচুড়ার মেয়ে মেঘমালা দাশগুপ্ত ৷ ভবিষ্যতে কী ইচ্ছে রয়েছে তাঁর ?

Etv Bharat
মায়ের সঙ্গে মেঘমালা
author img

By

Published : May 15, 2023, 10:13 AM IST

আইএসসিতে তৃতীয় স্থানাধিকারী মেঘমালা ও তাঁর মায়ের বক্তব্য

চুঁচুড়া, 15 মে: পড়াশোনা ভালো ছিলেন প্রথম থেকেই । করোনার কারণে দশম শ্রেণির পরীক্ষা দিতে পারেননি । তবে আইএসসির রেজাল্ট বেরোতেই দেখা গেল দেশের মধ্যে তৃতীয় স্থান পেয়েছেন মেঘমালা দাশগুপ্ত ৷ তাঁর প্রাপ্ত নম্বর 397 । দশমের পরীক্ষা না দেওয়ার আফসোস পূরণ হয়ে গিয়েছে, এমনটাই জানাচ্ছেন মেঘমালা । হুগলির চুঁচুড়া আমড়াতলা লেনের বাসিন্দা মেঘমালার পছন্দের বিষয় কেমিস্ট্রি ৷ এই নিয়েই পড়াশোনা করে বাবার মতো অধ্যাপনা অথবা গবেষণা করতে চান তিনি ।

ছোটবেলা থেকেই পড়াশোনার পরিবেশ রয়েছে পরিবারে । বাড়ির সকলেই উচ্চ শিক্ষিত । দাদু মানস দাশগুপ্ত চুঁচুড়া মল্লিকবাটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন । ঠাকুমা শিবানী দাশগুপ্ত বঙ্গ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন স্কুল শিক্ষিকা । বাবা শমীক দাশগুপ্ত খন্যান ইটাচুনা কলেজের ইংরেজির অধ্যাপক । মা সুরঞ্জনা অর্থনীতিতে গোল্ড মেডেলিস্ট । পড়াশোনার জন্য কোনওদিনই মেঘমালাকে বলতে হয়নি । তবে তিনি জানান, বাবা-মা ও স্কুলের শিক্ষিকারা সকলেই সাহায্য করেছেন ।মেঘমালা ছোট থেকেই ব্যান্ডেল অক্সিলিয়াম স্কুলে পড়েছেন । স্কুলে ভালো রেজাল্ট করতেন ।

তবে পড়াশোনা ছাড়াও রবীন্দ্রসঙ্গীত, ফেলুদার মতো গোয়েন্দার ভক্ত মেঘমালা । এছাড়াও নিজে ভালো গান করার পাশাপাশি ছবি আঁকা ক্যারাটে শেখা তাঁর পছন্দের । মেয়ের সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত মা সুরঞ্জনা দাশগুপ্ত ৷ তাঁর কথায়, "মেয়ে খুব পরিশ্রম করার ফল পেয়েছে । করোনাকালে ক্লাস টেনে বোর্ডের পরীক্ষা দিতে পারেনি । মানসিকভাবে খুব যন্ত্রণায় ছিল ও ৷ আমরাও ছিলাম । সেই জায়গা থেকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে তাতেই আমরা খুশি ।"
মেঘমালা বলেন, "পরীক্ষা দিতে না পেরে কান্নাকাটি করেছিলাম । কেমিস্ট্রি ছাড়াও বিজ্ঞানের প্রতিটি বিষয় আমার ভালো লাগে । একটানা পড়াশোনা করতে ভালো লাগে না । আমরা ইচ্ছা বাবার মতো গবেষণা করে বিদেশে যাওয়া । প্রথমে বিশ্বাস হচ্ছিল না তারপর আমি খুব খুশি হয়েছি । পরিবারের সকলেই খুব খুশি ।"
আরও পড়ুন : দেশে প্রথম বাংলা ! আইসিএসই-তে বর্ধমানের সম্বিত, আইএসসি-তে কলকাতার মান্য

আইএসসিতে তৃতীয় স্থানাধিকারী মেঘমালা ও তাঁর মায়ের বক্তব্য

চুঁচুড়া, 15 মে: পড়াশোনা ভালো ছিলেন প্রথম থেকেই । করোনার কারণে দশম শ্রেণির পরীক্ষা দিতে পারেননি । তবে আইএসসির রেজাল্ট বেরোতেই দেখা গেল দেশের মধ্যে তৃতীয় স্থান পেয়েছেন মেঘমালা দাশগুপ্ত ৷ তাঁর প্রাপ্ত নম্বর 397 । দশমের পরীক্ষা না দেওয়ার আফসোস পূরণ হয়ে গিয়েছে, এমনটাই জানাচ্ছেন মেঘমালা । হুগলির চুঁচুড়া আমড়াতলা লেনের বাসিন্দা মেঘমালার পছন্দের বিষয় কেমিস্ট্রি ৷ এই নিয়েই পড়াশোনা করে বাবার মতো অধ্যাপনা অথবা গবেষণা করতে চান তিনি ।

ছোটবেলা থেকেই পড়াশোনার পরিবেশ রয়েছে পরিবারে । বাড়ির সকলেই উচ্চ শিক্ষিত । দাদু মানস দাশগুপ্ত চুঁচুড়া মল্লিকবাটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন । ঠাকুমা শিবানী দাশগুপ্ত বঙ্গ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন স্কুল শিক্ষিকা । বাবা শমীক দাশগুপ্ত খন্যান ইটাচুনা কলেজের ইংরেজির অধ্যাপক । মা সুরঞ্জনা অর্থনীতিতে গোল্ড মেডেলিস্ট । পড়াশোনার জন্য কোনওদিনই মেঘমালাকে বলতে হয়নি । তবে তিনি জানান, বাবা-মা ও স্কুলের শিক্ষিকারা সকলেই সাহায্য করেছেন ।মেঘমালা ছোট থেকেই ব্যান্ডেল অক্সিলিয়াম স্কুলে পড়েছেন । স্কুলে ভালো রেজাল্ট করতেন ।

তবে পড়াশোনা ছাড়াও রবীন্দ্রসঙ্গীত, ফেলুদার মতো গোয়েন্দার ভক্ত মেঘমালা । এছাড়াও নিজে ভালো গান করার পাশাপাশি ছবি আঁকা ক্যারাটে শেখা তাঁর পছন্দের । মেয়ের সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত মা সুরঞ্জনা দাশগুপ্ত ৷ তাঁর কথায়, "মেয়ে খুব পরিশ্রম করার ফল পেয়েছে । করোনাকালে ক্লাস টেনে বোর্ডের পরীক্ষা দিতে পারেনি । মানসিকভাবে খুব যন্ত্রণায় ছিল ও ৷ আমরাও ছিলাম । সেই জায়গা থেকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে তাতেই আমরা খুশি ।"
মেঘমালা বলেন, "পরীক্ষা দিতে না পেরে কান্নাকাটি করেছিলাম । কেমিস্ট্রি ছাড়াও বিজ্ঞানের প্রতিটি বিষয় আমার ভালো লাগে । একটানা পড়াশোনা করতে ভালো লাগে না । আমরা ইচ্ছা বাবার মতো গবেষণা করে বিদেশে যাওয়া । প্রথমে বিশ্বাস হচ্ছিল না তারপর আমি খুব খুশি হয়েছি । পরিবারের সকলেই খুব খুশি ।"
আরও পড়ুন : দেশে প্রথম বাংলা ! আইসিএসই-তে বর্ধমানের সম্বিত, আইএসসি-তে কলকাতার মান্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.