ETV Bharat / state

Durga Puja 2022: কাগজের প্রতিমা গড়ে দশভূজার আরাধনা করেন চুঁচুড়ার দীপ্তরূপ - কাগজের দুর্গা

হুগলির (Hooghly) চুঁচুড়ার (Chinsurah) সত্যপীরতলার বাসিন্দা দীপ্তরূপ ঘোষ ৷ প্রতি বছর কাগজের দুর্গা প্রতিমা (Paper Made Durga) তৈরি করেন তিনি ৷ এবারও (Durga Puja 2022) সেই রীতির ব্যতিক্রম হয়নি ৷ এর পিছনে কী কারণ রয়েছে ? খোঁজ নিল ইটিভি ভারত ৷

Chinsurah College Student makes Paper Made Idol for Durga Puja 2022
Durga Puja 2022: কাগজের প্রতিমা গড়ে দশভূজার আরাধনা করেন চুঁচুড়ার দীপ্তরূপ
author img

By

Published : Sep 29, 2022, 9:09 PM IST

চুঁচুড়া, 29 সেপ্টেম্বর: হুগলির (Hooghly) চুঁচুড়ার (Chinsurah) সত্যপীরতলার ঘোষ বাড়ি ৷ এই পরিবারের সদস্যরা দুর্গাপুজো শুরু করেছিলেন 2008 সালে ৷ মাটির একচালা প্রতিমায় হত দেবীর আরাধনা ৷ কিন্তু, পুজো শুরুর পর ছ'বছর কাটতে কাটতেই পরিবারের এক সদস্যের অকালমৃত্যু হয় ৷ তাতেই পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ বেঁকে বসে শুধু একজন ৷ সেদিনের সেই কিশোর আজকের সদ্য যুবক ৷ তাঁর নাম দীপ্তরূপ ঘোষ ৷ বাড়ির বড়রা দশভূজার পুজো বন্ধ করার সিদ্ধান্ত নিতেই সম্পূর্ণ নিজের উদ্যোগে পুজো শুরু করেন দীপ্তরূপ ৷ গত আট বছর ধরে সেই ধারাই চলছে ৷ ফলে মাতৃ আবাহন এই পরিবারে আর বন্ধ হয়নি কখনও ৷ শুধু বদলে গিয়েছে প্রতিমা তৈরির উপাদান ৷

আগে অন্য়দের মতো ঘোষ বাড়ির প্রতিমাও আনা হত কুমোরপাড়া থেকে ৷ একচালা প্রতিমা গড়ে উঠত বাঁশ-খড়ের কাঠামোয় মাটি লেপে ৷ কিন্তু, দীপ্তরূপ মূর্তি তৈরি করেন পুরনো খবরের কাগজ দিয়ে (Paper Made Idol) ৷ সঙ্গে তাঁর লাগে আরও কিছু রঙিন কাগজ, রং, তুলি, জরি, চুমকি- এইসব ৷ প্রতিবছর নিজেই প্রতিমা গড়েন এই তরুণ ৷ পুজোও করেন নিজেই ৷ বেহালা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপ্তরূপ উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ নেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে ৷ কলেজে তাঁর বিষয় প্রাণীবিদ্য়া ৷ সবদিক সামলেই চলে প্রতিমা নির্মাণ ৷ তবে, এই কাজের কোনও প্রথাগত প্রশিক্ষণ দীপ্তরূপের নেই ৷

কাগজের প্রতিমা গড়ে দশভূজার আরাধনা

আরও পড়ুন: 75 বছরে পা দিল রায়গঞ্জের দত্ত বাড়ির পুজো

দীপ্তরূপ খুব সুন্দর গান গাইতে পারেন ৷ উচ্চাঙ্গ সঙ্গীতের পেশাদার তালিম থাকায় সংস্কৃত স্তোত্রপাঠ বা মন্ত্রোচ্চারণ করতেও তাঁর কোনও সমস্য়া হয় না ৷ যাবতীয় রীতি মেনেই বাড়িতে মায়ের পুজো করেন দীপ্তরূপ ৷ তাঁর এই পুজোয় আত্মীয়, বন্ধুদের পাশাপাশি প্রতিবেশীরাও সামিল হন ৷ তাঁদের সকলেরই আগ্রহ থাকে প্রতিমা নিয়ে ৷ কাগজের তৈরি দুর্গা প্রতিবছরই অবাক করে তাঁদের ৷ এবারের প্রতিমার উচ্চতা প্রায় সাত ফুট ৷ তৈরি করতে সময় লেগেছে মাত্র 25 দিন ৷

ষষ্ঠীতে দেবীর বোধন (Durga Puja 2022) ৷ তার আগে তাই ব্যস্ততা তুঙ্গে চুঁচুড়ার এই ঘোষ পরিবারে ৷ সঙ্গে রয়েছে শারদোৎসবে মেতে ওঠার আনন্দ ৷ একইসঙ্গে আছে মন খারাপের অনুভূতিও ৷ প্রতিবার দুর্গাপুজো এলেই পরিবারের হারিয়ে যাওয়া সেই সদস্যটির কথা সকলের মনে পড়ে যায় ৷ তাছাড়া, পুজো যত এগোয়, ততই এগিয়ে আসে উমাকে বিদায় জানানোর পালা ৷ নিয়ম মেনেই নিজের সৃষ্টিকে বিসর্জন দেন দীপ্তরূপ ৷ অপেক্ষা শুরু হয় আগামী এক বছরের ৷

চুঁচুড়া, 29 সেপ্টেম্বর: হুগলির (Hooghly) চুঁচুড়ার (Chinsurah) সত্যপীরতলার ঘোষ বাড়ি ৷ এই পরিবারের সদস্যরা দুর্গাপুজো শুরু করেছিলেন 2008 সালে ৷ মাটির একচালা প্রতিমায় হত দেবীর আরাধনা ৷ কিন্তু, পুজো শুরুর পর ছ'বছর কাটতে কাটতেই পরিবারের এক সদস্যের অকালমৃত্যু হয় ৷ তাতেই পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ বেঁকে বসে শুধু একজন ৷ সেদিনের সেই কিশোর আজকের সদ্য যুবক ৷ তাঁর নাম দীপ্তরূপ ঘোষ ৷ বাড়ির বড়রা দশভূজার পুজো বন্ধ করার সিদ্ধান্ত নিতেই সম্পূর্ণ নিজের উদ্যোগে পুজো শুরু করেন দীপ্তরূপ ৷ গত আট বছর ধরে সেই ধারাই চলছে ৷ ফলে মাতৃ আবাহন এই পরিবারে আর বন্ধ হয়নি কখনও ৷ শুধু বদলে গিয়েছে প্রতিমা তৈরির উপাদান ৷

আগে অন্য়দের মতো ঘোষ বাড়ির প্রতিমাও আনা হত কুমোরপাড়া থেকে ৷ একচালা প্রতিমা গড়ে উঠত বাঁশ-খড়ের কাঠামোয় মাটি লেপে ৷ কিন্তু, দীপ্তরূপ মূর্তি তৈরি করেন পুরনো খবরের কাগজ দিয়ে (Paper Made Idol) ৷ সঙ্গে তাঁর লাগে আরও কিছু রঙিন কাগজ, রং, তুলি, জরি, চুমকি- এইসব ৷ প্রতিবছর নিজেই প্রতিমা গড়েন এই তরুণ ৷ পুজোও করেন নিজেই ৷ বেহালা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপ্তরূপ উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ নেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে ৷ কলেজে তাঁর বিষয় প্রাণীবিদ্য়া ৷ সবদিক সামলেই চলে প্রতিমা নির্মাণ ৷ তবে, এই কাজের কোনও প্রথাগত প্রশিক্ষণ দীপ্তরূপের নেই ৷

কাগজের প্রতিমা গড়ে দশভূজার আরাধনা

আরও পড়ুন: 75 বছরে পা দিল রায়গঞ্জের দত্ত বাড়ির পুজো

দীপ্তরূপ খুব সুন্দর গান গাইতে পারেন ৷ উচ্চাঙ্গ সঙ্গীতের পেশাদার তালিম থাকায় সংস্কৃত স্তোত্রপাঠ বা মন্ত্রোচ্চারণ করতেও তাঁর কোনও সমস্য়া হয় না ৷ যাবতীয় রীতি মেনেই বাড়িতে মায়ের পুজো করেন দীপ্তরূপ ৷ তাঁর এই পুজোয় আত্মীয়, বন্ধুদের পাশাপাশি প্রতিবেশীরাও সামিল হন ৷ তাঁদের সকলেরই আগ্রহ থাকে প্রতিমা নিয়ে ৷ কাগজের তৈরি দুর্গা প্রতিবছরই অবাক করে তাঁদের ৷ এবারের প্রতিমার উচ্চতা প্রায় সাত ফুট ৷ তৈরি করতে সময় লেগেছে মাত্র 25 দিন ৷

ষষ্ঠীতে দেবীর বোধন (Durga Puja 2022) ৷ তার আগে তাই ব্যস্ততা তুঙ্গে চুঁচুড়ার এই ঘোষ পরিবারে ৷ সঙ্গে রয়েছে শারদোৎসবে মেতে ওঠার আনন্দ ৷ একইসঙ্গে আছে মন খারাপের অনুভূতিও ৷ প্রতিবার দুর্গাপুজো এলেই পরিবারের হারিয়ে যাওয়া সেই সদস্যটির কথা সকলের মনে পড়ে যায় ৷ তাছাড়া, পুজো যত এগোয়, ততই এগিয়ে আসে উমাকে বিদায় জানানোর পালা ৷ নিয়ম মেনেই নিজের সৃষ্টিকে বিসর্জন দেন দীপ্তরূপ ৷ অপেক্ষা শুরু হয় আগামী এক বছরের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.