ETV Bharat / state

বহিরাগতদের ভিড়, সংক্রমণের আশঙ্কায় মদের দোকানে তালা ঝোলালেন বাসিন্দারা - wb_hgl_01_chanditala_wine shop tala_copi_10007

গঙ্গাধরপুরে মদের দোকানে ভিড় জমাচ্ছিলেন হাওড়া, ডোমজুড়, ডানকুনি, উত্তরপাড়া, শ্রীরামপুর থেকে আসা অনেকেই । তাই সংক্রমণের আশঙ্কায় মদের দোকানে তালা দিলেন স্থানীয় বাসিন্দারা ।

chanditala wine shop closed by villagers in hoogly
বহিরাগতদের ভিড়, কোরোনা সংক্রমণের আশঙ্কায় মদের দোকানে তালা দিল গ্রামবাসীরা
author img

By

Published : May 7, 2020, 5:56 PM IST

গঙ্গাধরপুর, 7 মে : দোকানে বহিরাগতদের ভিড় ৷ তাই কোরোনা সংক্রমণের আশঙ্কায় মদের দোকানে তালা দিলেন গ্রামের বাসিন্দারা । তাঁদের বক্তব্য, রেড জ়োন ও কনটেনমেন্ট জ়োন থেকে বহিরাগতদের ভিড় জমছে মদের দোকানে । তাই দোকানে তালা দেওয়ার পাশাপাশি পুলিশের কাছে স্মারকলিপিও জমা দিলেন চণ্ডীতলার গঙ্গাধরপুরের বাসিন্দারা ।

গঙ্গাধরপুরে মদের দোকানে ভিড় জমাচ্ছিলেন হাওড়া, ডোমজুড়, ডানকুনি, উত্তরপাড়া, শ্রীরামপুর থেকে আসা অনেকেই । তাই গঙ্গাধরপুর পঞ্চায়েতের প্রধান কাবেরী দাসের কাছে তাঁদের আপত্তির কথা লিখিতভাবে জানাতে গিয়েছিলেন বাসিন্দারা । পঞ্চায়েত বন্ধ আছে বলে তাঁদের ফিরিয়ে দেন প্রধান । এরপর আজ মদের দোকান খুললে প্রতিদিনের মতোই ভিড় জমান বহিরাগতরা । স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয় । খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থানে যায় । তাদের সামনেও চলে বিক্ষোভ । পরে মদের দোকানে তালা দিয়ে দেওয়া হয় ।

স্থানীয় বাসিন্দা দুলাল বাগ, বিমল মালিকরা বলেন, "গতকাল থেকে এখানে মদের দোকান খুলে দেওয়া হয়েছে । অনেকে ভিড় জমাচ্ছেন । রেড জ়োন বা কনটেনমেন্ট জ়োন হাওড়া, উত্তরপাড়া, শ্রীরামপুর থেকেও অনেকে মদ কিনতে আসছেন । আমাদের আশঙ্কা এর থেকে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে । তাই আপাতত মদের দোকান বন্ধ রাখা হোক । লকডাউন উঠে গেলে বা কোরোনা সংক্রমণের আশঙ্কা না থাকলে মদের দোকান খুললে আমাদের কোনও আপত্তি নেই । তবে এই মুহূর্তে মদ বিক্রি করলে ভোটার কার্ড বা আধার কার্ড দেখিয়ে মদ কিনুক যাতে অন্য এলাকার মানুষ এখানে প্রবেশ করতে না পারে ।"

গঙ্গাধরপুর, 7 মে : দোকানে বহিরাগতদের ভিড় ৷ তাই কোরোনা সংক্রমণের আশঙ্কায় মদের দোকানে তালা দিলেন গ্রামের বাসিন্দারা । তাঁদের বক্তব্য, রেড জ়োন ও কনটেনমেন্ট জ়োন থেকে বহিরাগতদের ভিড় জমছে মদের দোকানে । তাই দোকানে তালা দেওয়ার পাশাপাশি পুলিশের কাছে স্মারকলিপিও জমা দিলেন চণ্ডীতলার গঙ্গাধরপুরের বাসিন্দারা ।

গঙ্গাধরপুরে মদের দোকানে ভিড় জমাচ্ছিলেন হাওড়া, ডোমজুড়, ডানকুনি, উত্তরপাড়া, শ্রীরামপুর থেকে আসা অনেকেই । তাই গঙ্গাধরপুর পঞ্চায়েতের প্রধান কাবেরী দাসের কাছে তাঁদের আপত্তির কথা লিখিতভাবে জানাতে গিয়েছিলেন বাসিন্দারা । পঞ্চায়েত বন্ধ আছে বলে তাঁদের ফিরিয়ে দেন প্রধান । এরপর আজ মদের দোকান খুললে প্রতিদিনের মতোই ভিড় জমান বহিরাগতরা । স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয় । খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থানে যায় । তাদের সামনেও চলে বিক্ষোভ । পরে মদের দোকানে তালা দিয়ে দেওয়া হয় ।

স্থানীয় বাসিন্দা দুলাল বাগ, বিমল মালিকরা বলেন, "গতকাল থেকে এখানে মদের দোকান খুলে দেওয়া হয়েছে । অনেকে ভিড় জমাচ্ছেন । রেড জ়োন বা কনটেনমেন্ট জ়োন হাওড়া, উত্তরপাড়া, শ্রীরামপুর থেকেও অনেকে মদ কিনতে আসছেন । আমাদের আশঙ্কা এর থেকে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে । তাই আপাতত মদের দোকান বন্ধ রাখা হোক । লকডাউন উঠে গেলে বা কোরোনা সংক্রমণের আশঙ্কা না থাকলে মদের দোকান খুললে আমাদের কোনও আপত্তি নেই । তবে এই মুহূর্তে মদ বিক্রি করলে ভোটার কার্ড বা আধার কার্ড দেখিয়ে মদ কিনুক যাতে অন্য এলাকার মানুষ এখানে প্রবেশ করতে না পারে ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.