ETV Bharat / state

কেন পদত্যাগ করলেন, কী বলছেন হুমায়ুন কবীর ?

হুমায়ূন কবীরের স্ত্রী কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন । এবার কি তবে হুমায়ুন কবীরেরও রাজনীতিতে অভিষেক হতে চলেছে ?

হুমায়ূন কবির
হুমায়ূন কবির
author img

By

Published : Jan 29, 2021, 8:26 PM IST

চন্দননগর, 29 জানুয়ারি : 2019 সালের 29 জুলাই ব্যান্ডেলের তৃণমূল নেতা দিলীপ রাম খুন হন । সেই সময় চন্দননগরের পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী । তাঁকে সরিয়ে হুমায়ুন কবীরকে পুলিশ কমিশনার করা হয় অগাস্ট মাসে । সেই থেকে চন্দননগর পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি । চলতি বছরে এপ্রিল মাসে অবসর নেওয়ার কথা ছিল তাঁর । একজন দুঁদে পুলিশ আধিকারিক হিসেবে যথেষ্টই নামডাক রয়েছে দপ্তরে । তবে হঠাৎ করে কেন তিনি পদত্যাগ করলেন ?

পুলিশের উর্দির বাইরেও একটি পরিচয় রয়েছে হুমায়ুন কবিরের । লেখক হিসেবে তাঁর পরিচিতি যথেষ্ট । তাঁর লেখা আলেয়া গল্প নিয়ে সিনেমাও তৈরি হয়েছে । বাম জামানায় ষষ্ঠী দুলের বাড়ি থেকে হাতকাটা দিলীপকে গ্রেপ্তার, সল্টলেকের কুখ্যাত পিনাকী ভট্টাচার্যের ঘুম কেড়ে নেওয়া... একের পর এক সাফল্য রয়েছে হুমায়ুন কবীরের উর্দিতে । চন্দননগরের পুলিশ কমিশনার হয়েও হুগলির কুখ্যাত দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছেন ।

আরও পড়ুন : হুমায়ুন কবীরের ইস্তফার পর চন্দননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা

কিছুদিন আগে তাঁর স্ত্রী অনিন্দিতা কবীর তৃণমূলে যোগ দিয়েছেন । তবে কি এবার হুমায়ুন কবীরও ঘাসফুলে যোগ দিচ্ছেন ? এই নিয়েই এখন শুরু হয়েছে জল্পনা । এই বিষয়ে তিনি নিজে অবশ্য প্রকাশ্যে কিছু বলছেন না । বলছেন, পুলিশের উর্দি ছেড়ে ব্যক্তিগত জীবনে আরও বেশি করে সময় দিতে চান তিনি । নিজের পছন্দের কাজগুলি নিয়ে আরও বেশি করে সময় দিতে চান । বললেন, "লেখালিখি করার সময় পাচ্ছিলাম না । আমার লেখা গল্প নিয়ে কয়েকটি সিনেমাও তৈরি করার কথা রয়েছে ।"

কেন পদত্যাগ করলেন হুমায়ূন কবির ?

তবে কি রাজনীতিতে আসছেন না তিনি ? হুমায়ুন কবীর অবশ্য বলছেন, তিনি এখনই রাজনীতি নিয়ে কিছু ভাবছেন না । বললেন, "আগামী দিনে যদি রাজনীতিতে যাই, তবে তো জানতেই পারবেন ।" নিজে মুখে কিছু না বললেও হুমায়ুন কবীরের রাজনীতিতে পা রাখা নিয়ে জল্পনা কিন্তু শেষ হওয়ার নয় । তাঁর রাজনীতিতে অভিষেক নিয়ে জল্পনা অব্যাহত ।

চন্দননগর, 29 জানুয়ারি : 2019 সালের 29 জুলাই ব্যান্ডেলের তৃণমূল নেতা দিলীপ রাম খুন হন । সেই সময় চন্দননগরের পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী । তাঁকে সরিয়ে হুমায়ুন কবীরকে পুলিশ কমিশনার করা হয় অগাস্ট মাসে । সেই থেকে চন্দননগর পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি । চলতি বছরে এপ্রিল মাসে অবসর নেওয়ার কথা ছিল তাঁর । একজন দুঁদে পুলিশ আধিকারিক হিসেবে যথেষ্টই নামডাক রয়েছে দপ্তরে । তবে হঠাৎ করে কেন তিনি পদত্যাগ করলেন ?

পুলিশের উর্দির বাইরেও একটি পরিচয় রয়েছে হুমায়ুন কবিরের । লেখক হিসেবে তাঁর পরিচিতি যথেষ্ট । তাঁর লেখা আলেয়া গল্প নিয়ে সিনেমাও তৈরি হয়েছে । বাম জামানায় ষষ্ঠী দুলের বাড়ি থেকে হাতকাটা দিলীপকে গ্রেপ্তার, সল্টলেকের কুখ্যাত পিনাকী ভট্টাচার্যের ঘুম কেড়ে নেওয়া... একের পর এক সাফল্য রয়েছে হুমায়ুন কবীরের উর্দিতে । চন্দননগরের পুলিশ কমিশনার হয়েও হুগলির কুখ্যাত দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছেন ।

আরও পড়ুন : হুমায়ুন কবীরের ইস্তফার পর চন্দননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা

কিছুদিন আগে তাঁর স্ত্রী অনিন্দিতা কবীর তৃণমূলে যোগ দিয়েছেন । তবে কি এবার হুমায়ুন কবীরও ঘাসফুলে যোগ দিচ্ছেন ? এই নিয়েই এখন শুরু হয়েছে জল্পনা । এই বিষয়ে তিনি নিজে অবশ্য প্রকাশ্যে কিছু বলছেন না । বলছেন, পুলিশের উর্দি ছেড়ে ব্যক্তিগত জীবনে আরও বেশি করে সময় দিতে চান তিনি । নিজের পছন্দের কাজগুলি নিয়ে আরও বেশি করে সময় দিতে চান । বললেন, "লেখালিখি করার সময় পাচ্ছিলাম না । আমার লেখা গল্প নিয়ে কয়েকটি সিনেমাও তৈরি করার কথা রয়েছে ।"

কেন পদত্যাগ করলেন হুমায়ূন কবির ?

তবে কি রাজনীতিতে আসছেন না তিনি ? হুমায়ুন কবীর অবশ্য বলছেন, তিনি এখনই রাজনীতি নিয়ে কিছু ভাবছেন না । বললেন, "আগামী দিনে যদি রাজনীতিতে যাই, তবে তো জানতেই পারবেন ।" নিজে মুখে কিছু না বললেও হুমায়ুন কবীরের রাজনীতিতে পা রাখা নিয়ে জল্পনা কিন্তু শেষ হওয়ার নয় । তাঁর রাজনীতিতে অভিষেক নিয়ে জল্পনা অব্যাহত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.