ETV Bharat / state

Piyali Basak Conquered Makalu: অন্নপূর্ণার পর মাকালু জয় চন্দননগরের পিয়ালীর - মাকালু শৃঙ্গ জয় করলেন পিয়ালী বসাক

8 হাজার 481 মিটার উঁচু মাকালু শৃঙ্গ জয় করলেন পিয়ালী বসাক ৷ বুধবার তাঁর বাড়িতে শৃঙ্গ জয়ের খবর দেয় এজেন্সি ৷ মেয়ের জয়ে উচ্ছ্বসিত মা ৷ তাঁর সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷

ETV Bharat
পিয়ালী বসাক
author img

By

Published : May 17, 2023, 9:37 PM IST

মেয়ে পিয়ালীর মাকালু শৃঙ্গ জয় নিয়ে কী বললেন মা স্বপ্না বসাক ?

চন্দননগর, 17 মে: অন্নপূর্ণা জয়ের পর মাকালু জয় করলেন পিয়ালী বসাক । এই নিয়ে 6টি আট হাজারি শৃঙ্গ জয় করলেন হুগলির চন্দননগরের এই পর্বতারোহী । সব কিছু প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে এবারেও সফলতা পেয়েছেন তিনি । তাঁর মা স্বপ্না বসাক বলেন, "পিয়ালীর আশা এবার টার্গেট চৌ ইউ । 2022 সালে অক্টোবর-নভেম্বর মাসে নেপালের দিক থেকে চেষ্টা করেছিল এই পর্বতশৃঙ্গ জয়ের কিন্তু 7 হাজার 200 মিটার ওঠার পর মাঝপথে থেকে ফিরে আসতে হয় ওকে । এবার আবার চিনের দিক থেকে শৃঙ্গ জয়ের চেষ্টা করবে । বিভিন্ন বেসরকারি-সরকারি সংস্থা ও প্রিয়াঙ্কা গান্ধি-সহ অনেক শুভাকাঙ্খীই সাহায্য করেছে ওকে ৷ তবে অন্নপূর্ণা সামিটের জন্য প্রিয়াঙ্কা গান্ধি 5 লাখ ও মাকালু জয়ের জন্য 2 লাখ টাকা দিয়েছেন ৷ এর মধ্যে অন্নপূর্ণার সব টাকা জোগাড় হলেও মাকালুর পুরো টাকা এখনও পেমেন্ট করা হয়নি এজেন্সিকে । 3 লক্ষ 30 হাজার টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে । প্রায় 16 লক্ষ টাকার বেশি দেওয়ার কথা এই সামিটে । কীভাবে হবে তা নিয়ে চিন্তায় আছি ৷ সবাইকে বলছি আমার মেয়ের পাশে দাঁড়াতে ৷"

পিয়ালীর অসুস্থ বাবাকে নিয়ে কোনও ক্রমে দিন কাটাচ্ছেন মা স্বপ্না বসাক । তবে মেয়ের এই পর্বতশৃঙ্গ জয় নিয়ে তিনি বলেন, "পিয়ালীর মাকালু জয় নিয়ে উদ্বিগ্ন ছিলাম । দুটি পর্বতারোহণ যথেষ্টই কঠিন শোনার পর থেকে ভয় পাচ্ছিলাম । ওঠা যেমন কঠিন নামার সময়ও দুর্ঘটনার সম্ভাবনা থাকে । কিন্ত পর্বত পাগল মেয়ে কোনও কথাই শুনতে চায় না । এখনও পর্যন্ত সকলের আর্থিক সহায়তার জন্য এতদূর গিয়েছে । আমরা চাই কেন্দ্র ও রাজ্য সরকারিভাবে সাহায্য করুক । তাহলে বিপুল লোনের বোঝা থেকে মুক্তি পাওয়া যাবে ।"

গত 9 মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বতশৃঙ্গ জয় করার লক্ষ্যে বাড়ি থেকে বেড়িয়েছিলেন পিয়ালী । 17 এপ্রিল সোমবার সকালে পৃথিবীর দশম উচ্চতম (8,091 মিটার) অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় করেন । বাবার অসুস্থতার জন্য বাড়ি ফিরতে হয় পিয়ালীকে । এরপর 27 এপ্রিল ফের যান মাকালু জয়ের জন্য । বুধবার সকাল 7 টা থেকে 8 টা নাগাদ মাকালু (8,481 মিটার) শৃঙ্গ জয় করেন তিনি । প্রথম দিকে জানা যায়নি ৷ তবে পরে এজেন্সি পাইওনিয়ার গ্রুপ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে পিয়ালীর শৃঙ্গ জয়ের কথা ।

আরও পড়ুন : অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের অভিজ্ঞতা কেমন? ইটিভি ভারতকে জানালেন পিয়ালী

এর আগে 2018 সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছিলেন পিয়ালী । তারপর 2021 সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় । 2022 সালে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে ওঠেন পিয়ালী । তার দু'দিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন । এই নিয়ে 6টি আট হাজারী পর্বতশৃঙ্গ জয় করলেন পিয়ালী ।

পিয়ালীর মা স্বপ্না বসাক বলেন, "মেয়ের সাফল্যে মা হিসেবে গর্বিত । তবে মেয়ের সাফল্য হলেও উৎকণ্ঠা থেকেই যায় । প্রতিটা মুহূর্ত কাটে উৎকণ্ঠার মধ্যে । যতক্ষণ না মেয়ের সঙ্গে কথা বলতে পারি ততক্ষণ এই উৎকণ্ঠা থেকেই যায় । আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ খবর পাই মেয়ে মাকালু শৃঙ্গ জয় করেছে । এর আগে নেপাল হয়ে চৌ ইউ শৃঙ্গ জয় করতে বেরিয়েছিল ৷ কিন্তু 7 হাজার 200 মিটার যাওয়ার পর আর যেতে পারেনি । ফলে চৌ ইউ শৃঙ্গ জয় করা হয়ে ওঠেনি পিয়ালীর । তবে শুধু পিয়ালী নয়, তার সঙ্গে 30 জন শেরপাও নেমে আসতে বাধ্য হয় । এদিকে মাকালু শৃঙ্গ জয় করলেও তার টাকা এখনও সেভাবে জোগাড় হয়নি । এজেন্সি থেকে বারবার বলছে টাকার কথা । সরকারি সাহায্য এখনও পায়নি । মন্ত্রী সুজিত বসু, মদন মিত্রদের কাছেও গিয়েছিল । সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কাছেও গিয়েছিল, তাঁরা যদি এগিয়ে আসেন ভালো হয় ।"

আরও পড়ুন : বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গজয় হুগলির পিয়ালীর, এবার মিশন মাকালু

মেয়ে পিয়ালীর মাকালু শৃঙ্গ জয় নিয়ে কী বললেন মা স্বপ্না বসাক ?

চন্দননগর, 17 মে: অন্নপূর্ণা জয়ের পর মাকালু জয় করলেন পিয়ালী বসাক । এই নিয়ে 6টি আট হাজারি শৃঙ্গ জয় করলেন হুগলির চন্দননগরের এই পর্বতারোহী । সব কিছু প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে এবারেও সফলতা পেয়েছেন তিনি । তাঁর মা স্বপ্না বসাক বলেন, "পিয়ালীর আশা এবার টার্গেট চৌ ইউ । 2022 সালে অক্টোবর-নভেম্বর মাসে নেপালের দিক থেকে চেষ্টা করেছিল এই পর্বতশৃঙ্গ জয়ের কিন্তু 7 হাজার 200 মিটার ওঠার পর মাঝপথে থেকে ফিরে আসতে হয় ওকে । এবার আবার চিনের দিক থেকে শৃঙ্গ জয়ের চেষ্টা করবে । বিভিন্ন বেসরকারি-সরকারি সংস্থা ও প্রিয়াঙ্কা গান্ধি-সহ অনেক শুভাকাঙ্খীই সাহায্য করেছে ওকে ৷ তবে অন্নপূর্ণা সামিটের জন্য প্রিয়াঙ্কা গান্ধি 5 লাখ ও মাকালু জয়ের জন্য 2 লাখ টাকা দিয়েছেন ৷ এর মধ্যে অন্নপূর্ণার সব টাকা জোগাড় হলেও মাকালুর পুরো টাকা এখনও পেমেন্ট করা হয়নি এজেন্সিকে । 3 লক্ষ 30 হাজার টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে । প্রায় 16 লক্ষ টাকার বেশি দেওয়ার কথা এই সামিটে । কীভাবে হবে তা নিয়ে চিন্তায় আছি ৷ সবাইকে বলছি আমার মেয়ের পাশে দাঁড়াতে ৷"

পিয়ালীর অসুস্থ বাবাকে নিয়ে কোনও ক্রমে দিন কাটাচ্ছেন মা স্বপ্না বসাক । তবে মেয়ের এই পর্বতশৃঙ্গ জয় নিয়ে তিনি বলেন, "পিয়ালীর মাকালু জয় নিয়ে উদ্বিগ্ন ছিলাম । দুটি পর্বতারোহণ যথেষ্টই কঠিন শোনার পর থেকে ভয় পাচ্ছিলাম । ওঠা যেমন কঠিন নামার সময়ও দুর্ঘটনার সম্ভাবনা থাকে । কিন্ত পর্বত পাগল মেয়ে কোনও কথাই শুনতে চায় না । এখনও পর্যন্ত সকলের আর্থিক সহায়তার জন্য এতদূর গিয়েছে । আমরা চাই কেন্দ্র ও রাজ্য সরকারিভাবে সাহায্য করুক । তাহলে বিপুল লোনের বোঝা থেকে মুক্তি পাওয়া যাবে ।"

গত 9 মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বতশৃঙ্গ জয় করার লক্ষ্যে বাড়ি থেকে বেড়িয়েছিলেন পিয়ালী । 17 এপ্রিল সোমবার সকালে পৃথিবীর দশম উচ্চতম (8,091 মিটার) অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় করেন । বাবার অসুস্থতার জন্য বাড়ি ফিরতে হয় পিয়ালীকে । এরপর 27 এপ্রিল ফের যান মাকালু জয়ের জন্য । বুধবার সকাল 7 টা থেকে 8 টা নাগাদ মাকালু (8,481 মিটার) শৃঙ্গ জয় করেন তিনি । প্রথম দিকে জানা যায়নি ৷ তবে পরে এজেন্সি পাইওনিয়ার গ্রুপ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে পিয়ালীর শৃঙ্গ জয়ের কথা ।

আরও পড়ুন : অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের অভিজ্ঞতা কেমন? ইটিভি ভারতকে জানালেন পিয়ালী

এর আগে 2018 সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছিলেন পিয়ালী । তারপর 2021 সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় । 2022 সালে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে ওঠেন পিয়ালী । তার দু'দিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন । এই নিয়ে 6টি আট হাজারী পর্বতশৃঙ্গ জয় করলেন পিয়ালী ।

পিয়ালীর মা স্বপ্না বসাক বলেন, "মেয়ের সাফল্যে মা হিসেবে গর্বিত । তবে মেয়ের সাফল্য হলেও উৎকণ্ঠা থেকেই যায় । প্রতিটা মুহূর্ত কাটে উৎকণ্ঠার মধ্যে । যতক্ষণ না মেয়ের সঙ্গে কথা বলতে পারি ততক্ষণ এই উৎকণ্ঠা থেকেই যায় । আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ খবর পাই মেয়ে মাকালু শৃঙ্গ জয় করেছে । এর আগে নেপাল হয়ে চৌ ইউ শৃঙ্গ জয় করতে বেরিয়েছিল ৷ কিন্তু 7 হাজার 200 মিটার যাওয়ার পর আর যেতে পারেনি । ফলে চৌ ইউ শৃঙ্গ জয় করা হয়ে ওঠেনি পিয়ালীর । তবে শুধু পিয়ালী নয়, তার সঙ্গে 30 জন শেরপাও নেমে আসতে বাধ্য হয় । এদিকে মাকালু শৃঙ্গ জয় করলেও তার টাকা এখনও সেভাবে জোগাড় হয়নি । এজেন্সি থেকে বারবার বলছে টাকার কথা । সরকারি সাহায্য এখনও পায়নি । মন্ত্রী সুজিত বসু, মদন মিত্রদের কাছেও গিয়েছিল । সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কাছেও গিয়েছিল, তাঁরা যদি এগিয়ে আসেন ভালো হয় ।"

আরও পড়ুন : বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গজয় হুগলির পিয়ালীর, এবার মিশন মাকালু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.