চন্দননগর, 1 জুন : চন্দননগর ফ্রেঞ্চ ইনস্টিটিউটে উড়ছিল ছেঁড়া জাতীয় পতাকা ৷ সেই ছবি তুলে ধরা হয় একমাত্র ইটিভি ভারতে । খবর প্রকাশিত হওয়ার পরই নড়ে চড়ে বসল ফ্রেঞ্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ । তড়িঘড়ি ছেঁড়া পতাকা সরিয়ে নতুন পতাকা লাগানো হল (Chandannagar French Institute situation hopes to recover soon)।
ফ্রেঞ্চ ইনস্টিটিউট বাংলা তথা দেশের গর্ব । তা সত্ত্বেও এই ঐতিহাসিক স্থান অবহেলায় পরে আছে । চন্দননগরবাসী ও বিশেষজ্ঞদের দাবি এই গুরুত্বপূর্ণ ঐতিহ্যকে পুনরুজ্জীবনের করা ব্যবস্থা করুক কর্তৃপক্ষ । যেমনভাবে চন্দননগর ফ্রেঞ্চ ইনস্টিটিউটের নতুন পতাকা লাগানো হল ঠিক সেই ভাবেই এই ব্যাপারে যত্নশীল হোক সরকার । ফরাসি ভাষায় পড়ানো মান উন্নয়ন হোক । সেই সঙ্গে এতো বড় মিউজিয়াম, লাইবেরি ও আবাসনের দিকে লক্ষ্য দেওয়া হোক । যাতে এখানকার মূল্যবান বই ও অন্যান্য কাগজপত্র ব্যবহার করে পড়াশোনা করতে পারে গবেষজ্ঞরা । তাছাড়াও ইনস্টিটিউটের মাধ্যমে ফরাসিদের সঙ্গে ভারতের সাংস্কৃতিক আদান প্রদান হত । এখন পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে ।
কর্তৃপক্ষের তরফে বলা হয়, সমস্ত ব্যাপারে সরকারি দফতরে জানান হয়েছে । তাদের ধারণা পুজোর মধ্যে ফ্রেঞ্চ ইনস্টিটিউটে তার পুরানো ঐতিহ্য ফিরে পাবে । এ বিষয়ে পরিবেশ আক্যাডেমির বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, "চন্দননগরের ফরাসি মিউজিয়াম ঐতিহ্য বহন করে চলেছে । কিন্তু সেখানে পড়াশোনা থেকে গ্রন্থাগার ও মিউজিয়ামের উন্নতি হওয়া শীঘ্র প্রয়োজন । বিশেষ করে পাশে একটি হল ঘর আছে, সেখানে আগে নানা অনুষ্ঠান ও প্রদর্শনী হত, তাও বন্ধ করে দেওয়া হয়েছে । আগামিদিনে এখানের স্থানীয় বিধায়ক ও প্রশাসনিক কর্তাদের বিষয়টি খতিয়ে দেখা উচিত ।"
আরও পড়ুন : Chandannagar French Institute : অবহেলায়, অযত্নে ঐতিহাসিক গৌরব হারাচ্ছে চন্দননগর ফ্রেঞ্চ ইনস্টিটিউট
চন্দননগর সরকারি কলেজের ফরাসি বিভাগীয় প্রধান বাসবী পাল বলেন, "নতুন পতাকা লাগানো হয়েছে তাতে আমি খুশি । তাতে ভারতের মর্যাদা ফিরেছে । সেই সঙ্গে অন্যান্য বিষয়ে সরকারি তরফে দেখা উচিত ।" চন্দননগর ফ্রেঞ্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ফাল্গুনী মুখোপাধ্যায় বলেন, "পতাকার বিষয়ে আমার নজরে আশা মাত্রই পদক্ষেপ নেওয়া হয়েছে । ফরাসি আবাসনের অবস্থা খারাপের জন্য ও সিসিটিভি বিষয়ে এজেন্সি দিয়ে এস্টিমেট করা হয়েছে আগেই । যে অডিটোরিয়াম আছে সেটা ভগ্নপ্রায়, সেটায় কোনও অনুষ্ঠান করা সম্ভব নয় । এএসআই-কে আবাসনের ব্যাপারে বারবার বলা হচ্ছে সারানোর জন্য । কিন্ত এখনও সারানো হচ্ছে না । ফরাসি বিভাগে পড়াশোনা করোনার কারণে একটু সমস্যা ছিল এখন তা মিটে গিয়েছে । আমি সর্বত্রভাবে চেষ্টা করছি ফ্রেঞ্চ ইনস্টিটিউটের উন্নতি যাতে হয় । আশা করি, পুজোর মধ্যে ফ্রেঞ্চ ইনস্টিটিউট নতুন রূপে ফিরবে ।"