ETV Bharat / state

Women Security in Durga Puja: পুজোয় চন্দননগরে নারী সুরক্ষায় রাতভর মোতায়েন উইনার্স বাহিনী

Chandannagar Commissionerate Winners Bahini for Women Security: উৎসবের মরশুমে মহিলাদের নিরাপত্তায় বাড়তি জোড় চন্দননগর পুলিশ কমিশনারেটের ৷ সেই কারণে, কমিশনারেটের অন্তর্গত 2টি উইনার্স বাহিনীকে আরও সক্রিয় করা হচ্ছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 9:35 PM IST

নারী সুরক্ষায় রাতভর মোতায়েন উইনার্স বাহিনী

চুঁচুড়া, 18 অক্টোবর: দুর্গাপুজোয় মহিলাদের সুরক্ষার জন্য তৎপর থাকবে চন্দননগর কমিশনারেটের উইনার্স বাহিনী ৷ কোনরকম আগ্নেয়াস্ত্র ছাড়াই দুষ্কৃতীদের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম রাজ্য পুলিশের মহিলা কর্মীদের নিয়ে তৈরি এই বিশেষ দল ৷ মার্শাল আর্ট থেকে জুডো সবরকম প্রশিক্ষণে প্রশিক্ষিত তাঁরা ৷ সারা বছরই উইনার্স বাহিনী কাজ করলেও, বিশেষ করে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো ও অন্যান্য উৎসবে তাঁদের অনেক বেশি সক্রিয় করা হয় ৷ যেখানেই ভিড় হবে, সেখানে মহিলাদের সঙ্গে অপরাধ হওয়ার সম্ভাবনা বাড়ে ৷ সেই সব ভিড়ের মধ্যেই থাকবেন উইনার্সের সদস্যরা ৷

চন্দননগর কমিশনারেটে দু’টি টিমে বিভক্ত আছে উইনার্স বাহিনী ৷ তার মধ্যে চুঁচুড়া ও শ্রীরামপুর মিলিয়ে 20 জন কনস্টেবল পদমর্যাদা সম্পন্ন মহিলা পুলিশকর্মী রয়েছে ৷ একটি টিমে দশ জন করে পাঁচটি বাইকে করে টহল দেন তাঁরা ৷ পুজোর সময় মহিলাদের সঙ্গে ইভটিজিং, ছিনতাই বা যে কোনরকম অপরাধের ক্ষেত্রে সহজেই মোকাবিলা করতে তাঁরা প্রস্তুত থাকবেন ৷ অস্ত্র না-থাকলেও হাতকে অস্ত্র করে অনেকজনকে ঘায়েল করার ক্ষমতা রাখে উইনার্স বাহিনী ৷ আর তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগে থাকে স্থানীয় থানাগুলি ৷ কোনরকম বড় অপ্রীতিকর ঘটনার আভাস পেলে যোগাযোগ করা হয় স্থানীয় পুলিশের সঙ্গে ৷ এছাড়া বাহিনীর সঙ্গে চুঁচুড়া হেড কোয়ার্টারের সরাসরি যোগাযোগ থাকে ৷ মহিলা থানার একজন ইন্সপেক্টরের নেতৃত্বে কাজ করে এই উইনার্স বাহিনী ৷

চন্দননগর কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর বর্ণালী গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমাদের একটি টিমে পাঁচটি গাড়িতে বিভিন্ন অলিগলি টহল দেওয়া হয় ৷ মূলত নারী সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি দেখা হয় ৷ কোনরকম আগ্নেয়াস্ত্র ছাড়াই এই টিম কাজ করে ৷ সে ক্ষেত্রে আমাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া থাকে ৷ চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি তাঁদের ট্রেনিং করিয়েছেন ৷ এই টিমের মহিলারা সদস্যরা নিজেদের হাত ও পা-কে হাতিয়ার বানিয়ে যে কোনও পরিস্থিতিতে মোকাবিলা করতে সক্ষম ৷ মে মাসের শুরুতেই বাঘিনী ট্রেনিং করান হয়েছে ৷’’

আরও পড়ুন: নারী সুরক্ষায় চন্দননগর পুলিশের উইনার্স টিম

চুঁচুড়ার উইনার্স টিমের সদস্য শিপ্রা রাজবংশী বলেন, ‘‘যে কোনও অপ্রীতিকর ঘটনার দেখলেই আমরা প্রতিরোধ করি ৷ এছাড়াও দুর্গাপুজো বা অন্যান্য অনুষ্ঠানে সময় ইভটিজিং বা চুরি ছিনতাই হলে এগিয়ে যাই ৷ আমরা যে কোনও পরিস্থিতিতে মোকাবিলা করতে সক্ষম ৷ নির্দিষ্ট নিয়ম মেনে সময় অনুযায়ী চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর থানা এলাকায় টহল দেওয়া হয় ৷ এছাড়া কোনও বড় ঘটনা ঘটলে আমরা আমাদের মতো করে চেষ্টা করি সামাল দেওয়ার ৷ সেই সঙ্গে স্থানীয় থানা এবং আমাদের ঊর্ধ্বতন আধিকারিককে জানিয়ে দিলেই পুলিশ চলে আসে ৷’’

নারী সুরক্ষায় রাতভর মোতায়েন উইনার্স বাহিনী

চুঁচুড়া, 18 অক্টোবর: দুর্গাপুজোয় মহিলাদের সুরক্ষার জন্য তৎপর থাকবে চন্দননগর কমিশনারেটের উইনার্স বাহিনী ৷ কোনরকম আগ্নেয়াস্ত্র ছাড়াই দুষ্কৃতীদের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম রাজ্য পুলিশের মহিলা কর্মীদের নিয়ে তৈরি এই বিশেষ দল ৷ মার্শাল আর্ট থেকে জুডো সবরকম প্রশিক্ষণে প্রশিক্ষিত তাঁরা ৷ সারা বছরই উইনার্স বাহিনী কাজ করলেও, বিশেষ করে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো ও অন্যান্য উৎসবে তাঁদের অনেক বেশি সক্রিয় করা হয় ৷ যেখানেই ভিড় হবে, সেখানে মহিলাদের সঙ্গে অপরাধ হওয়ার সম্ভাবনা বাড়ে ৷ সেই সব ভিড়ের মধ্যেই থাকবেন উইনার্সের সদস্যরা ৷

চন্দননগর কমিশনারেটে দু’টি টিমে বিভক্ত আছে উইনার্স বাহিনী ৷ তার মধ্যে চুঁচুড়া ও শ্রীরামপুর মিলিয়ে 20 জন কনস্টেবল পদমর্যাদা সম্পন্ন মহিলা পুলিশকর্মী রয়েছে ৷ একটি টিমে দশ জন করে পাঁচটি বাইকে করে টহল দেন তাঁরা ৷ পুজোর সময় মহিলাদের সঙ্গে ইভটিজিং, ছিনতাই বা যে কোনরকম অপরাধের ক্ষেত্রে সহজেই মোকাবিলা করতে তাঁরা প্রস্তুত থাকবেন ৷ অস্ত্র না-থাকলেও হাতকে অস্ত্র করে অনেকজনকে ঘায়েল করার ক্ষমতা রাখে উইনার্স বাহিনী ৷ আর তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগে থাকে স্থানীয় থানাগুলি ৷ কোনরকম বড় অপ্রীতিকর ঘটনার আভাস পেলে যোগাযোগ করা হয় স্থানীয় পুলিশের সঙ্গে ৷ এছাড়া বাহিনীর সঙ্গে চুঁচুড়া হেড কোয়ার্টারের সরাসরি যোগাযোগ থাকে ৷ মহিলা থানার একজন ইন্সপেক্টরের নেতৃত্বে কাজ করে এই উইনার্স বাহিনী ৷

চন্দননগর কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর বর্ণালী গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমাদের একটি টিমে পাঁচটি গাড়িতে বিভিন্ন অলিগলি টহল দেওয়া হয় ৷ মূলত নারী সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি দেখা হয় ৷ কোনরকম আগ্নেয়াস্ত্র ছাড়াই এই টিম কাজ করে ৷ সে ক্ষেত্রে আমাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া থাকে ৷ চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি তাঁদের ট্রেনিং করিয়েছেন ৷ এই টিমের মহিলারা সদস্যরা নিজেদের হাত ও পা-কে হাতিয়ার বানিয়ে যে কোনও পরিস্থিতিতে মোকাবিলা করতে সক্ষম ৷ মে মাসের শুরুতেই বাঘিনী ট্রেনিং করান হয়েছে ৷’’

আরও পড়ুন: নারী সুরক্ষায় চন্দননগর পুলিশের উইনার্স টিম

চুঁচুড়ার উইনার্স টিমের সদস্য শিপ্রা রাজবংশী বলেন, ‘‘যে কোনও অপ্রীতিকর ঘটনার দেখলেই আমরা প্রতিরোধ করি ৷ এছাড়াও দুর্গাপুজো বা অন্যান্য অনুষ্ঠানে সময় ইভটিজিং বা চুরি ছিনতাই হলে এগিয়ে যাই ৷ আমরা যে কোনও পরিস্থিতিতে মোকাবিলা করতে সক্ষম ৷ নির্দিষ্ট নিয়ম মেনে সময় অনুযায়ী চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর থানা এলাকায় টহল দেওয়া হয় ৷ এছাড়া কোনও বড় ঘটনা ঘটলে আমরা আমাদের মতো করে চেষ্টা করি সামাল দেওয়ার ৷ সেই সঙ্গে স্থানীয় থানা এবং আমাদের ঊর্ধ্বতন আধিকারিককে জানিয়ে দিলেই পুলিশ চলে আসে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.