ETV Bharat / state

কলেজ চত্বরেই ছিলেন তৃণমূল কাউন্সিলর, ধরা পড়ল CCTV-তে - tanmoy dev

কোন্নগরের হীরালাল কলেজের নিগৃহীত অধ্যাপক সুব্রত চ্যাটার্জি অভিযোগ করেছিলেন, শাসকদলের এক কাউন্সিলরের উসকানিতে বহিরাগতরা তাঁকে মারধর করে ৷ তাঁর এই অভিযোগ যে ঠিক CCTV ফুটেজ খতিয়ে দেখে গতকাল তা স্পষ্ট হয়ে যায় ৷ ফুটেজে ঘটনার দিন কলেজ চত্বরে সবুজ জামা পরে ঘোরাঘুরি করতে দেখা যায় তৃণমূল কাউন্সিলর তন্ময় দেবকে ৷

তন্ময় দেব
author img

By

Published : Jul 26, 2019, 12:08 PM IST

Updated : Jul 26, 2019, 2:14 PM IST

কোন্নগর, 26 জুলাই : শাসকদলের বহিরাগতরা কোন্নগরের এক কাউন্সিলরের উসকানিতে হামলা চালিয়েছে ৷ অভিযোগ করেছিলেন হীরালাল কলেজের নিগৃহীত অধ্যাপক সুব্রত চ্যাটার্জি ৷ সুব্রতবাবুর অভিযোগ যে ভুল নয় তা কলেজের CCTV ফুটেজ খতিয়ে দেখার পর গতকাল পরিষ্কার হয়ে যায় ৷ ফুটেজে ঘটনার দিন কলেজ চত্বরে সবুজ জামা পরে ঘোরাঘুরি করতে দেখা যায় অভিযুক্ত কাউন্সিলর তন্ময় দেবকে ৷ ঘটনার পর অবশ্য জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব শোকজ় করেছেন তন্ময়বাবুকে ৷

cctv footage, hiralal paul college, tanmay dev, tmc councilor
অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তন্ময় দেব

সুব্রতবাবু জানান, চলতি মাসের 24 তারিখ হীরালাল কলেজে MA কোর্সের চতুর্থ সেমিস্টারের শেষদিনের পরীক্ষা ছিল ৷ পরীক্ষার পর ছাত্রছাত্রীরা ক্লাসরুমে বসে গল্প করছিল, সেলফি তুলছিল ৷ তখন ইউনিয়নের সঙ্গে যুক্ত কয়েকজন ছাত্রী সেখানে আসে ৷ জানতে চায় তারা ক্লাসরুমে কী করছে ? এই নিয়ে প্রাথমিকভাবে উভয়পক্ষের মধ্যে বচসা বাধে ৷ ইউনিয়নের ছাত্রীরা MA-এর ছাত্রীদের উপর চড়াও হয় ৷ সেই সময় কয়েকজন MA-এর ছাত্রী এসে তাঁকে বিষয়টি জানায় ৷ ইতিমধ্যেই ইউনিয়নের ছাত্র-ছাত্রীরা কলেজের গেটে তালা লাগিয়ে দেয় ৷ MA-এর ছাত্রছাত্রীদের বের হতে দেবে না ৷ সুব্রতবাবু আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিতে বলেন ৷ অভিযোগ, এরপর কয়েকজন TMCP সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলার জন্য MA-র ছাত্রীদের চাপ দেয় ৷ MA-র ছাত্রীরা এর বিরোধ করে ৷ বলে ,"আমরা এটা বলব না "৷ তারপরই এক MA-র ছাত্রীকে ইউনিয়নের এক ডিগ্রি কোর্সের ছাত্রী চড় মারে ৷ বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে অন্য অধ্যাপকদের সঙ্গে নিয়ে প্রিন্সিপালের ঘরে যান সুব্রতবাবু ৷ সেখানে MA-র ছাত্রী ও ইউনিয়নের ছাত্রছাত্রীদের ডেকে পাঠানো হয় ৷ উভয়পক্ষই ক্ষমা চেয়ে নেয় ৷ বিষয়টি মিটেও যায় ৷ কলেজের গেটও খুলে দেওয়া হয় ৷

ভিডিয়োয় দেখুন

আরও পড়ুন : কোন্নগর কলেজে অধ্যাপককে মারধর, অভিযুক্ত TMCP

এরপর সবাই যখন বেরোতে যাবে তখন কোন্নগরের এক কাউন্সিলরকে ছাত্র সংসদে বসে ছাত্রদের উসকানি দিতে দেখা যায় ৷ নাম না করেই এই অভিযোগ করেন সুব্রতবাবু ৷ তিনি বলেন, "ওই কাউন্সিলর এর আগে অধ্যাপক পুলক চক্রবর্তীকে মারতে গেছেন ৷ বহু কাণ্ড ঘটিয়েছেন ৷ কিন্তু আমরা কোনও কিছু করতে পারিনি কারণ ছবি ছিল না ৷ কাল ছবি ছিল বলে প্রতিবাদ করতে পেরেছি ৷ ছবি না থাকলে আমি মরতাম কালকে ৷ আমার নামে FIR হত ৷ ওই মেয়েটিকে বলতে বলা হত যে তার শ্লীলতাহানি করা হয়েছে ৷ আর সেজন্যই ওই ছেলেরা আমাকে গণধোলাই দিয়েছে ৷ গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা এমনই ৷" শিক্ষামন্ত্রীকে তাঁর প্রশ্ন, "দু'বছর নির্বাচন না হওয়া সত্ত্বেও স্টুডেন্ড ইউনিয়ন কী ভাবে থাকতে পারে ৷ কারণ ইউনিয়নের মেয়াদ তো এক বছর ৷"

আরও পড়ুন : অধ্যাপককে ফোন মমতার, হাত ধরে ক্ষমাপ্রার্থনা তৃণমূল জেলা সভাপতির

গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুব্রতবাবুকে ফোন করে দুঃখপ্রকাশ করেন ৷ সুব্রতবাবু বলেন, "উনি (মুখ্যমন্ত্রী ) বলেছেন আমরা ব্যবস্থা নিয়েছি ৷ দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আপনি চিন্তা করবেন না ৷ আমি আপনার পাশে আছি ৷ "

আরও পড়ুন : অসভ্যতা করেছে তৃণমূল কাউন্সিলর, নাম নিলে কলেজে ঢুকতে পারব না ; আতঙ্কিত অধ্যাপক

এবিষয়ে তৃণমূল জেলা সভাপতি দিলীপবাবু বলেন, "শিক্ষকদের কাছে ভুল হলে ক্ষমা চাইলে অপরাধের কিছু নেই । স্যার যখন বলেছেন আমাদের দলের কর্মীযুক্ত তখন আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি ৷ যদি কেউ জড়িত থাকে তদন্ত হবে । উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । আশা করি এই ধরনের ঘটনা আর না ঘটুক । এরপরও যদি কোনও ঘটনা ঘটে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"


তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলেন, "ছাত্ররা অধ্যাপককে মারধর করেনি । এটা লজ্জাজনক ঘটনা । যারা এসব করেছে তাদের আমরা শাস্তি দাবি করছি । আগামীদিনে যদি কেউ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে ।
"

SFI-এর জেলা সম্পাদক অম্রতেন্দু দাস বলেন, "আজ এক ঘণ্টা GT রোড অবরোধ করেছি । তন্ময় দেব গ্রেপ্তার না হলে আরও বড় আন্দোলন হবে । "

কোন্নগর, 26 জুলাই : শাসকদলের বহিরাগতরা কোন্নগরের এক কাউন্সিলরের উসকানিতে হামলা চালিয়েছে ৷ অভিযোগ করেছিলেন হীরালাল কলেজের নিগৃহীত অধ্যাপক সুব্রত চ্যাটার্জি ৷ সুব্রতবাবুর অভিযোগ যে ভুল নয় তা কলেজের CCTV ফুটেজ খতিয়ে দেখার পর গতকাল পরিষ্কার হয়ে যায় ৷ ফুটেজে ঘটনার দিন কলেজ চত্বরে সবুজ জামা পরে ঘোরাঘুরি করতে দেখা যায় অভিযুক্ত কাউন্সিলর তন্ময় দেবকে ৷ ঘটনার পর অবশ্য জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব শোকজ় করেছেন তন্ময়বাবুকে ৷

cctv footage, hiralal paul college, tanmay dev, tmc councilor
অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তন্ময় দেব

সুব্রতবাবু জানান, চলতি মাসের 24 তারিখ হীরালাল কলেজে MA কোর্সের চতুর্থ সেমিস্টারের শেষদিনের পরীক্ষা ছিল ৷ পরীক্ষার পর ছাত্রছাত্রীরা ক্লাসরুমে বসে গল্প করছিল, সেলফি তুলছিল ৷ তখন ইউনিয়নের সঙ্গে যুক্ত কয়েকজন ছাত্রী সেখানে আসে ৷ জানতে চায় তারা ক্লাসরুমে কী করছে ? এই নিয়ে প্রাথমিকভাবে উভয়পক্ষের মধ্যে বচসা বাধে ৷ ইউনিয়নের ছাত্রীরা MA-এর ছাত্রীদের উপর চড়াও হয় ৷ সেই সময় কয়েকজন MA-এর ছাত্রী এসে তাঁকে বিষয়টি জানায় ৷ ইতিমধ্যেই ইউনিয়নের ছাত্র-ছাত্রীরা কলেজের গেটে তালা লাগিয়ে দেয় ৷ MA-এর ছাত্রছাত্রীদের বের হতে দেবে না ৷ সুব্রতবাবু আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিতে বলেন ৷ অভিযোগ, এরপর কয়েকজন TMCP সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলার জন্য MA-র ছাত্রীদের চাপ দেয় ৷ MA-র ছাত্রীরা এর বিরোধ করে ৷ বলে ,"আমরা এটা বলব না "৷ তারপরই এক MA-র ছাত্রীকে ইউনিয়নের এক ডিগ্রি কোর্সের ছাত্রী চড় মারে ৷ বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে অন্য অধ্যাপকদের সঙ্গে নিয়ে প্রিন্সিপালের ঘরে যান সুব্রতবাবু ৷ সেখানে MA-র ছাত্রী ও ইউনিয়নের ছাত্রছাত্রীদের ডেকে পাঠানো হয় ৷ উভয়পক্ষই ক্ষমা চেয়ে নেয় ৷ বিষয়টি মিটেও যায় ৷ কলেজের গেটও খুলে দেওয়া হয় ৷

ভিডিয়োয় দেখুন

আরও পড়ুন : কোন্নগর কলেজে অধ্যাপককে মারধর, অভিযুক্ত TMCP

এরপর সবাই যখন বেরোতে যাবে তখন কোন্নগরের এক কাউন্সিলরকে ছাত্র সংসদে বসে ছাত্রদের উসকানি দিতে দেখা যায় ৷ নাম না করেই এই অভিযোগ করেন সুব্রতবাবু ৷ তিনি বলেন, "ওই কাউন্সিলর এর আগে অধ্যাপক পুলক চক্রবর্তীকে মারতে গেছেন ৷ বহু কাণ্ড ঘটিয়েছেন ৷ কিন্তু আমরা কোনও কিছু করতে পারিনি কারণ ছবি ছিল না ৷ কাল ছবি ছিল বলে প্রতিবাদ করতে পেরেছি ৷ ছবি না থাকলে আমি মরতাম কালকে ৷ আমার নামে FIR হত ৷ ওই মেয়েটিকে বলতে বলা হত যে তার শ্লীলতাহানি করা হয়েছে ৷ আর সেজন্যই ওই ছেলেরা আমাকে গণধোলাই দিয়েছে ৷ গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা এমনই ৷" শিক্ষামন্ত্রীকে তাঁর প্রশ্ন, "দু'বছর নির্বাচন না হওয়া সত্ত্বেও স্টুডেন্ড ইউনিয়ন কী ভাবে থাকতে পারে ৷ কারণ ইউনিয়নের মেয়াদ তো এক বছর ৷"

আরও পড়ুন : অধ্যাপককে ফোন মমতার, হাত ধরে ক্ষমাপ্রার্থনা তৃণমূল জেলা সভাপতির

গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুব্রতবাবুকে ফোন করে দুঃখপ্রকাশ করেন ৷ সুব্রতবাবু বলেন, "উনি (মুখ্যমন্ত্রী ) বলেছেন আমরা ব্যবস্থা নিয়েছি ৷ দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আপনি চিন্তা করবেন না ৷ আমি আপনার পাশে আছি ৷ "

আরও পড়ুন : অসভ্যতা করেছে তৃণমূল কাউন্সিলর, নাম নিলে কলেজে ঢুকতে পারব না ; আতঙ্কিত অধ্যাপক

এবিষয়ে তৃণমূল জেলা সভাপতি দিলীপবাবু বলেন, "শিক্ষকদের কাছে ভুল হলে ক্ষমা চাইলে অপরাধের কিছু নেই । স্যার যখন বলেছেন আমাদের দলের কর্মীযুক্ত তখন আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি ৷ যদি কেউ জড়িত থাকে তদন্ত হবে । উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । আশা করি এই ধরনের ঘটনা আর না ঘটুক । এরপরও যদি কোনও ঘটনা ঘটে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"


তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলেন, "ছাত্ররা অধ্যাপককে মারধর করেনি । এটা লজ্জাজনক ঘটনা । যারা এসব করেছে তাদের আমরা শাস্তি দাবি করছি । আগামীদিনে যদি কেউ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে ।
"

SFI-এর জেলা সম্পাদক অম্রতেন্দু দাস বলেন, "আজ এক ঘণ্টা GT রোড অবরোধ করেছি । তন্ময় দেব গ্রেপ্তার না হলে আরও বড় আন্দোলন হবে । "

Intro:কোন্নগর কলেজে শিক্ষকে মারধরের ঘটনায় স্টেশন চত্ত্বরে সেভ এডুকেশন ফোরাম হুগলি জেলা শাখার উদ্যোগে ধিক্কার সমাবেশ করা হয়।বৃষ্টির মধ্যেই এই সমাবেশ চলে।নিগৃহত অধ্যাপক সুব্রত চ্যাটার্জী তার বক্তব্যে পরিষ্কার জানিয়েদেন শাসক দলের বেশ কিছু বহিরাগত তাকে মারধর করেছে।হামলা চালিয়েছে।তারা কেউ তার ছাত্র নয়।তার ছাত্রীরা তাকে রক্ষা করেছে।যে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ সেই তন্ময় দেবের ছবি ধরা পড়েছে কলেজের CCTV ক্যামেরায়।যেখানে কচি কলাপাতা রঙের জামা পরে কলেজের মধ্যে ঘোরাঘুরি করছিল।এতে পরিষ্কার হয়ে গেছে সুব্রত বাবু কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সত্য।কাউন্সিলরের মদতেই এই মারধরের ঘটনা হয়ে সেটা ও পরিষ্কার হয়ে গেছে।তবে অবশ্য জেলা সভাপতি দিলীপ বাবু শোকজ করেছে কাউন্সিলর তন্ময় দেবকে।আগামী দিনে প্রমাণিত হলে সাসপেন্ট করা হবে বলে জানিয়েছেন তিনি।
আজ হীরালাল পাল কলেজে সুব্রত বাবু বলেন দুবছরে কোন ছাত্র ইউনিয়ন না থাকা সত্বেও সংসদে কিছু বহিরাগত আশ্রয় নিয়েছে।নাম না করে কোন্নগর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলের তন্ময় দেবের দিকে আঙুল তোলেন তিনি।ছাত্রদের উত্তেজিত করে তার উপর হামলা চালায় সন্দীপ পাল ও বিজয় সরকার সহ বেশ কয়েকজন।এই কাউন্সিলর এর আগে আমাদের অধ্যাপক পুলক চক্রবর্তীকে মারতে গেছে।কলেজে অনেক ঘটনা ঘটিয়েছে।শুধুমাত্র ছবি নেই বলে কিছু করতে পারেনি।কাল ছবি ছিল বলে প্রতিবাদ করতে পেরেছি।মারধরের ছবি না থাকলে আমাকে শীলতাহানি কেস দিয়ে জেল খাটাত।সুব্রত বাবু বলেন গোটা পশ্চিম বঙ্গে শিক্ষা ব্যবস্থা এমনি।তার বক্তব্য এমন কোন কলেজ আছে যেখানে ছাত্র ইউনিয়ন নেই।শিক্ষামন্ত্রী কে তার প্রশ্ন দুবছর ভোট নাহলে কলেজে ছাত্র ইউনিয়ন কি ভাবে থাকে।মুখ্যমন্ত্রী আজ প্রহৃত অধ্যাপক কে ফোন করেছিলেন।মুখ্যমন্ত্রী ফোন করে দুঃখ প্রকাশ করেন।দুজন গ্রেফতার হয়েছে সুব্রত বাবুকে চিন্তা না করার কথা বলেছেন।মুখ্যমন্ত্রী ফোনে কৃতজ্ঞ এই অধ্যাপক।তার দাবি এই শাসক দল যে প্রতিশ্রুতি দিয়ে ছিল দল তন্ত্র নয় গণতন্ত্র ।সেটা শাসক দল অনুসরণ করুন।
এই প্রসঙ্গে জেলা সভাপতি বলেন দিলীপ যাদব বলেন শিক্ষকদের কাছে ভুল হলে ক্ষমা চাইলে অপরাধ কিছু নেই।জেলা সভাপতি বলেন স্যার যখন বলেছেন আমাদের দলের কর্মী যুক্ত।তাই আমি দলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি তার কাছে।এবং বলেছি যদি কেউ জড়িত থাকে তদন্ত হবে।উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।আশা করি এই ধরনের ঘটনা না ঘটুক।এরপর ও যদি কোন ঘটনা ঘটে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তৃণমূল ছাত্র পরির্ষদের সভাপতি জানিয়েছেন ছাত্ররা অধ্যাপক কে মারধর করেনি।এটা লজ্জা জনক ঘটনা।যারা এসব করেছে তাদের আমরা শাস্তি দাবি করছি।আগামী দিনে যদি কেউ করে তার দৃষ্টান্ত মূলক শাস্তি হবে।
SFI এর জেলা সম্পাদক অম্রতেন্দু দাস বলেন আজ এক ঘন্টা GT রোড অবরোধ করেছি।তন্ময় দেব গ্রেফতার নাহলে আরো বড় আন্দোলন হবে।একদিকে জয়শ্রী রাম না বললে মারধর ।অন্যদিকে তৃণমূল ও মমতা ব্যানার্জী না বললে মারধর করা হচ্ছে।সব একই।Body:WB_HGL_SUBRATA CHATTERJEE TIKTAK_7203418
RAP ছবি বাইট গেছে।Conclusion:
Last Updated : Jul 26, 2019, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.