ETV Bharat / state

পুলিশের বাড়িতে চুরি, অভিযোগ দায়ের 12 ঘণ্টা পর - পুলিশের বাড়িতে চুরি

হুগলির ধনেখালিতে এক পুলিশ অফিসারের বাড়িতে লক্ষাধিক টাকাসহ গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা । ধনেখালি থানায় অভিযোগ দায়ের হল তবে তা 12 ঘণ্টা পর ।

ভাঙা হয়েছে দরজা
author img

By

Published : Oct 13, 2019, 7:17 PM IST

ধনেখালি, 13 অক্টোবর : পুলিশ অফিসারের বাড়িতে লক্ষাধিক টাকা ও গয়না চুরি ৷ অভিযোগ দায়ের হল 12 ঘণ্টা পর ৷ হুগলির ধনেখালি থানার নারায়ণপুরের ঘটনা ।

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার SI সুপ্রিয় রং । তিনি সপরিবারে থাকেন টালিগঞ্জ পুলিশ কোয়ার্টারে । তাঁর বাড়ি ধনেখালির নারায়ণপুরে । তাঁর নারায়ণপুরের বাড়ি গতরাতে ফাঁকাই ছিল । ফাঁকা বাড়ি পেয়ে দুষ্কৃতীরা আলমারি ভেঙে সোনার গয়না সহ প্রায় চার লাখ টাকা নিয়ে চম্পট দেয় ।

সুপ্রীতি রঙের বক্তব্য

আজ সকালে সুপ্রিয়বাবুর ভাইয়ের স্ত্রী সকালে ঘর পরিষ্কার করতে এসে দেখেন বাড়ির দরজা-জানালা ভাঙা । জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে । ভাঙা আলমারিও । সঙ্গে সঙ্গে তিনি সুপ্রিয়বাবুর স্ত্রী সুপ্রীতি দেবীকে ফোন করেন । আজ সকাল 11টা নাগাদ সপরিবারে নারায়ণপুরের বাড়িতে আসেন সুপ্রিয়বাবু । খবর দেওয়া হয় ধনেখালি থানায় । 12 ঘণ্টা পর দায়ের হয় অভিযোগ৷ পুলিশ ঘটনাস্থানে গিয়ে নমুনা সংগ্রহ করে ।

সুপ্রীতি দেবী বলেন, "আমরা টালিগঞ্জ পুলিশ কোয়ার্টারে থাকি । মাঝে মাঝে নারায়ণপুরের বাড়িতে আসি । বাড়ির দেখাশোনা করেন আত্মীয়া । আজ সকালে তিনিবাড়িতে পরিষ্কার করতে এসে দেখেন দরজা জানালা সব ভাঙা । ফোন করে জানাতেই বাড়ি আসি । আলমারি ভেঙে সোনার গয়নাসহ নগদ মিলিয়ে প্রায় চার লাখ টাকা চুরি হয়েছে । ধনেখালি থানার পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ এসে দেখে যায় ।" চুরি হওয়ার প্রায় 12 ঘণ্টা পর অভিযোগ দায়ের হওয়ায় উঠেছে প্রশ্ন ৷

ধনেখালি, 13 অক্টোবর : পুলিশ অফিসারের বাড়িতে লক্ষাধিক টাকা ও গয়না চুরি ৷ অভিযোগ দায়ের হল 12 ঘণ্টা পর ৷ হুগলির ধনেখালি থানার নারায়ণপুরের ঘটনা ।

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার SI সুপ্রিয় রং । তিনি সপরিবারে থাকেন টালিগঞ্জ পুলিশ কোয়ার্টারে । তাঁর বাড়ি ধনেখালির নারায়ণপুরে । তাঁর নারায়ণপুরের বাড়ি গতরাতে ফাঁকাই ছিল । ফাঁকা বাড়ি পেয়ে দুষ্কৃতীরা আলমারি ভেঙে সোনার গয়না সহ প্রায় চার লাখ টাকা নিয়ে চম্পট দেয় ।

সুপ্রীতি রঙের বক্তব্য

আজ সকালে সুপ্রিয়বাবুর ভাইয়ের স্ত্রী সকালে ঘর পরিষ্কার করতে এসে দেখেন বাড়ির দরজা-জানালা ভাঙা । জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে । ভাঙা আলমারিও । সঙ্গে সঙ্গে তিনি সুপ্রিয়বাবুর স্ত্রী সুপ্রীতি দেবীকে ফোন করেন । আজ সকাল 11টা নাগাদ সপরিবারে নারায়ণপুরের বাড়িতে আসেন সুপ্রিয়বাবু । খবর দেওয়া হয় ধনেখালি থানায় । 12 ঘণ্টা পর দায়ের হয় অভিযোগ৷ পুলিশ ঘটনাস্থানে গিয়ে নমুনা সংগ্রহ করে ।

সুপ্রীতি দেবী বলেন, "আমরা টালিগঞ্জ পুলিশ কোয়ার্টারে থাকি । মাঝে মাঝে নারায়ণপুরের বাড়িতে আসি । বাড়ির দেখাশোনা করেন আত্মীয়া । আজ সকালে তিনিবাড়িতে পরিষ্কার করতে এসে দেখেন দরজা জানালা সব ভাঙা । ফোন করে জানাতেই বাড়ি আসি । আলমারি ভেঙে সোনার গয়নাসহ নগদ মিলিয়ে প্রায় চার লাখ টাকা চুরি হয়েছে । ধনেখালি থানার পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ এসে দেখে যায় ।" চুরি হওয়ার প্রায় 12 ঘণ্টা পর অভিযোগ দায়ের হওয়ায় উঠেছে প্রশ্ন ৷

Intro:Body:পুলিশ অফিসারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য হুগলীর ধনেখালী থানার নারায়ণপুর গ্রামে।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার এস আই সুপ্রিয় রঙ এর ধনেখালীর নারায়ণ পুরের বাড়িতে কেউ না থাকার সুযোগে আলমারি ভেঙে সোনার গহনা সহ প্রায় চার লক্ষ টাকার চুরির ঘটনা ঘটে।

গত কাল রাতে সুপ্রিয় বাবু পরিবারের সাথে টালিগঞ্জ পুলিশ কোয়ার্টারে ছিলেন।আজ সকালে তার ভাইয়ের বউ সকালে ঘর পরিষ্কার করতে এসে দেখেন দরজা জলনা ভাঙা এবং ঘরের মধ্যে থাকা আলমারি ও ভাঙা অবস্থায় থাকতে দেখেন।সঙ্গে সঙ্গে সুপ্রিয় বাবুর স্ত্রী সুপ্রীতি দেবী কে ফোন করে ঘটনার কথা জানান।আজ সকাল এগারোটায় সপরিবারে বাড়ি ফেরেন সুপ্রিয় বাবু।এর পরই ধোনেখালি থানায় অভিযোগ জানান।
সোনা এবং নগদ মিলিয়ে প্রায় চার লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।
বাড়িতে বেশ কয়েক দিন কেউ না থাকার সুযোগ কাজে লাগিয়ে বড়সড় চুরির ঘটনা ঘটে।
তদন্তে ধনেখালী থানার পুলিশ।
এস আই সুপ্রিয় বাবুর স্ত্রী সুপ্রীত দেবী বলেন আমরা টালিগঞ্জ পুলিশ কোয়াটারে থাকি মাঝে মাঝে বাড়তি আসি।বাড়ির দেখাশোনা করে জা।
আজ সকালে আমার জা বাড়িতে পরিষ্কার করতে এসে দেখে দরজা জানালা সব ভাঙা।আমাকে ফোন করে জানাতেই বাড়ি এসে দেখি সব দরজা জানালা ভাঙা এবং আলমারি ভেঙে সোনার গহনা সহ নগদ মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার চুরি হয়েছে।ধনেখালী থানার পুলিশ কে খবর দেওয়া হয়।পুলিশ এসে দেখে যায়।আমরা থানায় অভিযোগ জানাবো যাতে চুরি যাওয়া সমস্ত জিনিস ফেরৎ পাই।

wb_hgl_01_dhanekhali_police churi_copi_10007

B_1_সুপ্রীতি রঙ(এস এই এর স্ত্রী)
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.