ETV Bharat / state

নৈহাটি বিস্ফোরণে ধৃত ব্যক্তি তৃণমূলের সক্রিয় কর্মী : দিলীপ - Hoogly

নৈহাটি বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় কোনও সংস্থাকে দিয়ে তদন্তের দাবি করলেন দিলীপ ঘোষ ৷

caa-support-rally-in-srirampur-by-bjp
দিলীপ ঘোষ
author img

By

Published : Jan 10, 2020, 8:05 PM IST

Updated : Jan 10, 2020, 10:58 PM IST

শ্রীরামপুর, 10 জানুয়ারি : নৈহাটি বিস্ফোরণে যে ধরা পড়েছে সে তৃণমূলেরই কর্মী, বললেন দিলীপ ঘোষ ৷ আজ CAA-এর সমর্থনে শ্রীরামপুরে অভিনন্দন যাত্রা করে BJP ৷ শ্রীরামপুরের মহেশ থেকে শুরু হয়ে শ্রীরামপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেওড়াফুলি ফাঁড়িতে মিছিল শেষ হয় ৷ মিছিলে হুডখোলা গাড়িতে ছিলেন দিলীপ ঘোষ ৷ সেখানেই তাঁকে নৈহাটির বিস্ফোরণ প্রসঙ্গে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা ৷ দিলীপবাবু বলেন, "যে ধরা পড়েছে সে তৃণমূলের একজন সক্রিয় কর্মী ।"

দেখুন ভিডিয়ো

তাঁর আরও সংযোজন, "সরকারকে বলব মানুষের জীবনের দায় আপনাদের উপরে । মানুষ যাতে নিশ্চিন্তে, শান্তিতে, নির্ভয় থাকতে পারে তার ব্যবস্থা করুন । একাধিকবার এই ধরনের বিস্ফোরণ ঘটেছে । তার পিছনে কারা বা কে আছে সেটা সামনে আনার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের প্রয়োজন ৷ এদের নিজেদের লোকেরাই এতে যুক্ত । যে ধরা পড়েছে সে তৃণমূলের একজন সক্রিয় কর্মী । সর্ষের মধ্যেই ভূত আছে । তাই কেন্দ্রের কাছে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করানোর আবেদন জানাব ৷ এখান থেকে বাজির নামে যেসব বোমা তৈরি হয় সেগুলি বাংলার বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ৷"

শ্রীরামপুর, 10 জানুয়ারি : নৈহাটি বিস্ফোরণে যে ধরা পড়েছে সে তৃণমূলেরই কর্মী, বললেন দিলীপ ঘোষ ৷ আজ CAA-এর সমর্থনে শ্রীরামপুরে অভিনন্দন যাত্রা করে BJP ৷ শ্রীরামপুরের মহেশ থেকে শুরু হয়ে শ্রীরামপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেওড়াফুলি ফাঁড়িতে মিছিল শেষ হয় ৷ মিছিলে হুডখোলা গাড়িতে ছিলেন দিলীপ ঘোষ ৷ সেখানেই তাঁকে নৈহাটির বিস্ফোরণ প্রসঙ্গে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা ৷ দিলীপবাবু বলেন, "যে ধরা পড়েছে সে তৃণমূলের একজন সক্রিয় কর্মী ।"

দেখুন ভিডিয়ো

তাঁর আরও সংযোজন, "সরকারকে বলব মানুষের জীবনের দায় আপনাদের উপরে । মানুষ যাতে নিশ্চিন্তে, শান্তিতে, নির্ভয় থাকতে পারে তার ব্যবস্থা করুন । একাধিকবার এই ধরনের বিস্ফোরণ ঘটেছে । তার পিছনে কারা বা কে আছে সেটা সামনে আনার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের প্রয়োজন ৷ এদের নিজেদের লোকেরাই এতে যুক্ত । যে ধরা পড়েছে সে তৃণমূলের একজন সক্রিয় কর্মী । সর্ষের মধ্যেই ভূত আছে । তাই কেন্দ্রের কাছে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করানোর আবেদন জানাব ৷ এখান থেকে বাজির নামে যেসব বোমা তৈরি হয় সেগুলি বাংলার বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ৷"

Intro:[1/10, 16:51] CHOTO: যে ধরা পড়েছে সে টিএমসির একজন সক্রিয় কর্মী। নৈহাটি বিস্ফোরণ প্রসঙ্গে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার শ্রীরামপুরে অভিনন্দন যাত্রায় যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন , সরকারকে বলব মানুষজনের জীবনের দায় আপনাদের উপরে। তারা যাতে নিশ্চিন্তে, শান্তিতে, নির্ভয় থাকতে পারেন তার ব্যবস্থা করুন। একাধিকবার এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে। তার পিছনে কারা বা কে আছে সেটা যদি সামনে আছে তার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করা হোক। এদের নিজেদের লোকের এতে যুক্ত। যারা বাজি কারখানায় একাধিকবার বন্ধ হবার পর খুলে গেছে সে ধরা পড়েছে। সে টিএমসির একজন সক্রিয় কর্মী। সর্ষের মধ্যে ভূত আছে। তাই কেন্দ্রের কাছে জানাব যাতে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত হয় । এখান থেকে বাজি নামে যেসব বোম তৈরি হয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বাংলার বাইরে।
সিএএর সমর্থনে শ্রীরামপুরে অভিনন্দন যাত্রা করল বিজেপি। শুক্রবার শ্রীরামপুরের মহেশ থেকে মিছিল শুরু হয় শ্রীরামপুরে বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল শেষে শেওড়াফুলি ফাঁড়িতে। প্রায় চার কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিক্রমা করে বিজেপি কর্মীরা। এদিন হুড খোলা গাড়িতে চড়ে অভিনন্দন যাত্রায় শামিল হন বিজেপি নেতা দিলীপ ঘোষ।Body:WB_HGL_SREERAMPUR DILIP GHOSH_7203418Conclusion:
Last Updated : Jan 10, 2020, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.