ETV Bharat / state

লকডাউন কার্যকর করতে গেলে পুলিশকে বাধা, আটক কোন্নগরের তৃণমূল কাউন্সিলর - আটক তৃণমূল কাউন্সিলার

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হল কোন্নগরের তৃণমূল কাউন্সিলর তন্ময় দেবকে ।

Broke the lock down rules
কাউন্সিলার
author img

By

Published : Mar 24, 2020, 7:01 PM IST

Updated : Mar 24, 2020, 8:19 PM IST

কোন্নগর, 24 মার্চ: লকডাউন কার্যকর করতে গেলে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ। আটক করা হল কোন্নগরের তৃণমুল কাউন্সিলরকে । এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি বলেন, আইন না মানলে পুলিশ ব্যবস্থা নেবে । কাউকে রেয়াত করা হবে না । যদিও তৃণমূল কাউন্সিলর তন্ময় দেব তাঁর আটক হওয়ার কথা অস্বীকার করেছেন।

লকডাউনের মাঝেও আজ কোন্নগরের ১২১ নম্বর ইন্দিরা গান্ধি রোডে দেশপ্রাণ নামের একটি মিষ্টি দোকান খোলা ছিল । পুলিশ খবর পেয়ে ওই দোকান বন্ধ করতে এলেই বিপত্তি বাধে। উত্তরপাড়া থানার পুলিশকে বাধা দেন কোন্নগর পৌরসভার কাউন্সিলর তন্ময় দেব । অভিযোগ, শুধু বাধা নয়, পুলিশকে রীতিমতো হেনস্থাও করেন ওই কাউন্সিলর ।

ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ও আরও কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে । এর আগেও কোন্নগর হীরালাল পাল কলেজে অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়ের নিগ্রহের ঘটনাতেও নাম জড়িয়েছিল তন্ময় দেবের ।

লকডাউনে বাধা, আটক তৃণমূল কাউন্সিলর৷

হুগলির তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "আইন প্রত্যেকের জন্য এক । তৃণমূল করে বলে তাঁকে ছাড় দেওয়া হবে এরকম লাইসেন্স দেওয়া হয়নি ৷ আমি শুনেছি, ওঁর বিরদ্ধে পুলিশ মামলা দিয়েছে । আইনসম্মত নয় এমন কাজ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই । সে যেই হোক না কেন ।"

কোন্নগর, 24 মার্চ: লকডাউন কার্যকর করতে গেলে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ। আটক করা হল কোন্নগরের তৃণমুল কাউন্সিলরকে । এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি বলেন, আইন না মানলে পুলিশ ব্যবস্থা নেবে । কাউকে রেয়াত করা হবে না । যদিও তৃণমূল কাউন্সিলর তন্ময় দেব তাঁর আটক হওয়ার কথা অস্বীকার করেছেন।

লকডাউনের মাঝেও আজ কোন্নগরের ১২১ নম্বর ইন্দিরা গান্ধি রোডে দেশপ্রাণ নামের একটি মিষ্টি দোকান খোলা ছিল । পুলিশ খবর পেয়ে ওই দোকান বন্ধ করতে এলেই বিপত্তি বাধে। উত্তরপাড়া থানার পুলিশকে বাধা দেন কোন্নগর পৌরসভার কাউন্সিলর তন্ময় দেব । অভিযোগ, শুধু বাধা নয়, পুলিশকে রীতিমতো হেনস্থাও করেন ওই কাউন্সিলর ।

ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ও আরও কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে । এর আগেও কোন্নগর হীরালাল পাল কলেজে অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়ের নিগ্রহের ঘটনাতেও নাম জড়িয়েছিল তন্ময় দেবের ।

লকডাউনে বাধা, আটক তৃণমূল কাউন্সিলর৷

হুগলির তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "আইন প্রত্যেকের জন্য এক । তৃণমূল করে বলে তাঁকে ছাড় দেওয়া হবে এরকম লাইসেন্স দেওয়া হয়নি ৷ আমি শুনেছি, ওঁর বিরদ্ধে পুলিশ মামলা দিয়েছে । আইনসম্মত নয় এমন কাজ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই । সে যেই হোক না কেন ।"

Last Updated : Mar 24, 2020, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.