ETV Bharat / state

BJP নেতার বাড়িতে বোমাবাজি ;অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - tmcp

BJP করার অপরাধে স্থানীয় নেতার বাড়িতে বোমাবাজি । অভিযুক্ত তৃণমূল কংগ্রেস ।

চিত্র
author img

By

Published : Jun 6, 2019, 3:14 PM IST

Updated : Jun 6, 2019, 3:20 PM IST

তারকেশ্বর, 6 জুন : লোকসভা ভোটের ফল বেরিয়েছে কয়েকদিন আগে । রাজ্যজুড়ে চলছে ভোট পরবর্তী হিংসা । এবার তারকেশ্বরে স্থানীয় BJP নেতার বাড়িতে বোমাবাজি হল । এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস । ঘটনাটি বুধবার রাতে হুগলির তারকেশ্বরের গুরেভাটা গ্রামের।

স্থানীয় BJP নেতা যদুনাথ বাগ অভিযোগ করেন যে, বুধবার রাত একটা নাগাদ একদল দুষ্কৃতী তার বাড়িতে বোমাবাজি করে । দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের লোকজন । কিছুদিন আগেই BJP করার অপরাধে যদুনাথবাবুর উপর হামলা হয়েছিল । থানায় অভিযোগ করার পর দুষ্কৃতীরা হুমকি দিয়েছিল অভিযোগ তুলে নেওয়ার জন্য। সেই অভিযোগ না তোলার কারণেই তাঁর বাড়িতে বোমাবাজি করা হয় বলে যদুনাথবাবুর অভিযোগ ।

দেখুন ভিডিয়ো

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে । তৃণমূলের তারকেশ্বর অঞ্চলের ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডু বলেন, "কে বা কারা বোমাবাজি করেছে তা জানি না । কিন্তু তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। আমরা চাই প্রশাসন এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিক।"

তারকেশ্বর, 6 জুন : লোকসভা ভোটের ফল বেরিয়েছে কয়েকদিন আগে । রাজ্যজুড়ে চলছে ভোট পরবর্তী হিংসা । এবার তারকেশ্বরে স্থানীয় BJP নেতার বাড়িতে বোমাবাজি হল । এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস । ঘটনাটি বুধবার রাতে হুগলির তারকেশ্বরের গুরেভাটা গ্রামের।

স্থানীয় BJP নেতা যদুনাথ বাগ অভিযোগ করেন যে, বুধবার রাত একটা নাগাদ একদল দুষ্কৃতী তার বাড়িতে বোমাবাজি করে । দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের লোকজন । কিছুদিন আগেই BJP করার অপরাধে যদুনাথবাবুর উপর হামলা হয়েছিল । থানায় অভিযোগ করার পর দুষ্কৃতীরা হুমকি দিয়েছিল অভিযোগ তুলে নেওয়ার জন্য। সেই অভিযোগ না তোলার কারণেই তাঁর বাড়িতে বোমাবাজি করা হয় বলে যদুনাথবাবুর অভিযোগ ।

দেখুন ভিডিয়ো

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে । তৃণমূলের তারকেশ্বর অঞ্চলের ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডু বলেন, "কে বা কারা বোমাবাজি করেছে তা জানি না । কিন্তু তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। আমরা চাই প্রশাসন এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিক।"

Last Updated : Jun 6, 2019, 3:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.