হুগলি, 7 ডিসেম্বর : হুগলির চণ্ডীতলায় একই পরিবারের 3 সদস্য খুনের ঘটনায় নয়া মোড় ৷ ঘটনায় সন্দেহের তালিকায় থাকা মূল অভিযুক্ত শ্রীকান্ত ঘোষের দেহ উদ্ধার হল ৷ মঙ্গলবার সকালে গোবরা স্টেশনের (Hooghly Murder) রেললাইন থেকে তাঁর গলাকাটা দেহ উদ্ধার করেছে জিআরপি ৷ বর্ধমান কর্ড শাখার তিন নম্বর লাইনে শ্রীকান্তর দেহ পড়েছিল ৷ চণ্ডীতলা থানার পুলিশ মৃতের পরিবারকে দিয়ে দেহ শনাক্ত করিয়েছে ৷ শ্রীকান্ত ঘোষের দেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ প্রাথমিক তদন্তে আত্মহত্যা (Hooghly Triple Murder Accused Commits Suicide) বলে মনে হলেও, পুলিশ খুনের বিষয়টি নিয়েও তদন্ত শুরু করেছে ৷
প্রসঙ্গত, সম্প্রতি মুম্বই থেকে ফেরা শ্রীকান্ত সোমবার সকালে খুড়তুতো দাদা সঞ্জয় ঘোষের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন ৷ স্থানীয়দের দাবি ছিল, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই দাদা সঞ্জয়, তাঁর স্ত্রী মিতালি এবং তাঁদের মেয়ে শিল্পা ঘোষকে নৃশংসভাবে খুন করেন ৷ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শ্রীকান্ত ৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সোমবার সকালে সঞ্জয়ের বাড়িতে ঢুকে প্রথমে তাঁর উপরেই হামলা করেন শ্রীকান্ত ৷ শাবল দিয়ে সঞ্জয়ের মাথায় আঘাত করা হয় ৷ তারপর ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় ৷ স্বামীকে বাঁচাতে গিয়ে একইভাবে শ্রীকান্তর হাতে প্রাণ হারান মিতালি ঘোষ ৷ তাঁদের মেয়ে প্রাণে বাঁচতে প্রতিবেশীর বাড়ির দিকে ছুটে যেতে যায় ৷ কিন্তু, রাস্তাতেই তার উপরে হামলা চালায় অভিযুক্ত শ্রীকান্ত ৷ নৃশংসভাবে ভাইঝি শিল্পাকেও কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ (Hooghly News) ৷
আরও পড়ুন : Hooghly Murder : হুগলিতে বাবা-মা সহ মেয়েকে কুপিয়ে খুন, আটক আত্মীয়
এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শ্রীকান্ত ঘোষ ৷ পুলিশ তাঁর খোঁজ শুরু করেছিল ৷ এমনকি শ্রীকান্তর পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ ৷ তারই মধ্যে আজ সকালে শ্রীকান্তর দেহ উদ্ধার হওয়ায়, আরও ধন্দে পুলিশ ৷ প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সঞ্জয় ঘোষ এবং তাঁর পরিবারকে নৃশংসভাবে খুনের পর মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন শ্রীকান্ত ঘোষ ৷ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷