ETV Bharat / state

হিন্দমোটরে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ - হিন্দমোটরে উদ্ধার 20 বছরের যুবকের দেহ

হিন্দমোটর অ্যাম্বাসাডর কারখানার পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার হয় । তিনি উমেশচন্দ্র কলেজের ছাত্র ছিলেন ।

hindmotor
hindmotor
author img

By

Published : Sep 27, 2020, 6:24 PM IST

হিন্দমোটর, 27 সেপ্টেম্বর : হিন্দমোটর অ্যাম্বাসাডর কারখানার পুকুর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ । উমেশচন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন অনিরুদ্ধ সরফ (20) । গতকাল দুপুরে বাড়ি থেকে বের হন । তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি । পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ।

দীর্ঘদিন বন্ধ হয়েছে এই কারখানা । কোয়ার্টারে অনেক অংশে আলোর ব্যবস্থা নেই । বারবার আলোর দাবি করলেও আলো লাগানো হয়নি বলে অভিযোগ । তবে কারখানার ভিতর প্রবেশ নিষিদ্ধ হয়নি । নিরাপত্তারক্ষীরা থাকার পরেও কীভাবে অনিরুদ্ধ সেই পুকুরে নামলেন, উঠেছে সেই প্রশ্নই । নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে ।

হিন্দমোটর নিউ স্টেশন রোডের বাসিন্দা ছিলেন অনিরুদ্ধ । শনিবার দুপুরে ফোন করে ডাকেন বন্ধুরা । হিন্দমোটর অ্যাম্বাসাডর কারখানার ভিতরে পুকুরে স্নান করতে নামেন । স্থানীয় বাসিন্দারা দেখেন, জলাশয়ের পাশে কয়েকজন যুবক উদভ্রান্তের মতো ঘুরছেন । কী হয়েছে জানতে চান । তাঁরা জানান, অনিরুদ্ধ জলে তলিয়ে গেছেন । পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা ।

নৌকা নিয়ে পুকুরে খোঁজ শুরু হয় । উদ্ধার হয় ছাত্রের দেহ । উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । তবে কীভাবে এই মৃত্যু তা স্পষ্ট নয় । উত্তরপাড়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার বন্ধুকে আটক করেছে ।

অনিরুদ্ধর মা সুমিতা সরফ জানান, "পড়তে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে । কোনওদিনও পুকুরে স্নান করতে যায়নি । আজ বন্ধুদের পাল্লায় পড়ে কী হয়ে গেল বুঝতে পারছি না । কী হয়েছে আমি বুঝতে পারছি না । "

স্থানীয় বাসিন্দা পঙ্কজ রায় বলেন, "ওর বন্ধুরা বলে আমাদের এক বন্ধু জলে ডুবে গিয়েছে । স্থানীয় কিছু মানুষকে দিয়ে নৌকা করে যুবককে উদ্ধার করা হয় । হিন্দ মোটরের কারখানার মধ্যে কীভাবে বাইরে থেকে লোকজন ঘুরে বেড়াচ্ছে । সেটাই বোঝা যাচ্ছে না । হিন্দ মোটর কারখানার মধ্যে বিভিন্ন দু'নম্বরি কাজ হচ্ছে । পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতারা কিছুই দেখছে না । অবশ্যই তদন্ত হওয়া উচিত ।"

হিন্দমোটর, 27 সেপ্টেম্বর : হিন্দমোটর অ্যাম্বাসাডর কারখানার পুকুর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ । উমেশচন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন অনিরুদ্ধ সরফ (20) । গতকাল দুপুরে বাড়ি থেকে বের হন । তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি । পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ।

দীর্ঘদিন বন্ধ হয়েছে এই কারখানা । কোয়ার্টারে অনেক অংশে আলোর ব্যবস্থা নেই । বারবার আলোর দাবি করলেও আলো লাগানো হয়নি বলে অভিযোগ । তবে কারখানার ভিতর প্রবেশ নিষিদ্ধ হয়নি । নিরাপত্তারক্ষীরা থাকার পরেও কীভাবে অনিরুদ্ধ সেই পুকুরে নামলেন, উঠেছে সেই প্রশ্নই । নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে ।

হিন্দমোটর নিউ স্টেশন রোডের বাসিন্দা ছিলেন অনিরুদ্ধ । শনিবার দুপুরে ফোন করে ডাকেন বন্ধুরা । হিন্দমোটর অ্যাম্বাসাডর কারখানার ভিতরে পুকুরে স্নান করতে নামেন । স্থানীয় বাসিন্দারা দেখেন, জলাশয়ের পাশে কয়েকজন যুবক উদভ্রান্তের মতো ঘুরছেন । কী হয়েছে জানতে চান । তাঁরা জানান, অনিরুদ্ধ জলে তলিয়ে গেছেন । পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা ।

নৌকা নিয়ে পুকুরে খোঁজ শুরু হয় । উদ্ধার হয় ছাত্রের দেহ । উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । তবে কীভাবে এই মৃত্যু তা স্পষ্ট নয় । উত্তরপাড়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার বন্ধুকে আটক করেছে ।

অনিরুদ্ধর মা সুমিতা সরফ জানান, "পড়তে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে । কোনওদিনও পুকুরে স্নান করতে যায়নি । আজ বন্ধুদের পাল্লায় পড়ে কী হয়ে গেল বুঝতে পারছি না । কী হয়েছে আমি বুঝতে পারছি না । "

স্থানীয় বাসিন্দা পঙ্কজ রায় বলেন, "ওর বন্ধুরা বলে আমাদের এক বন্ধু জলে ডুবে গিয়েছে । স্থানীয় কিছু মানুষকে দিয়ে নৌকা করে যুবককে উদ্ধার করা হয় । হিন্দ মোটরের কারখানার মধ্যে কীভাবে বাইরে থেকে লোকজন ঘুরে বেড়াচ্ছে । সেটাই বোঝা যাচ্ছে না । হিন্দ মোটর কারখানার মধ্যে বিভিন্ন দু'নম্বরি কাজ হচ্ছে । পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতারা কিছুই দেখছে না । অবশ্যই তদন্ত হওয়া উচিত ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.