ETV Bharat / state

কোরোনায় মৃত্যুর পর দেহ পোঁতা হচ্ছে ভাগাড়ে ! বিক্ষোভ বাসিন্দাদের - ভাগাড়

কোরোনায় মৃত্যুর পর মৃতদেহ ও আক্রান্তদের ব্যবহৃত জিনিস পোঁতা হচ্ছে ভাগাড়ে ৷ এই অভিযোগে উত্তরপাড়ার মাখলায় পৌরসভার বর্জ্য ফেলার গাড়ি আটকে রাখল বাসিন্দারা ৷ পরে পুলিশের হস্তক্ষেপে গেট খোলা হয় ভাগাড়ের ৷

bodies dumped
পৌরসভার গাড়ি আটকে ক্ষোভ
author img

By

Published : Jul 24, 2020, 3:15 AM IST

উত্তরপাড়া, 23 জুলাই : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর সেই মৃতদেহ পোঁতা হচ্ছে ভাগাড়ে ৷ এমনকি কোরোনায় আক্রান্তদের ব্যবহৃত বহু জিনিসও ভাগাড়ে পোঁতা হচ্ছে । এই অভিযোগে পৌরসভার গাড়ি আটকে ক্ষোভ। হাসপাতালে কোনও বর্জ্য ফেলা যাবে না উত্তরপাড়া পৌরসভার মাখলার ভাগাড়ে। কেননা ভাগাড়ের আসে পাশের এলাকার মানুষের কোরোনা ছড়াতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। তাই দীর্ঘক্ষণ বর্জ্য ফেলার গাড়ি আটকে রাখে এলাকার বাসিন্দারা। যতক্ষণ না পৌর প্রশাসক কোনও রকম ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ গাড়ি আটকান থাকবে বলে দাবি করা হয়। খবর দেওয়া হয় পুলিশে।পরে উত্তরপাড়া থানার পুলিশের উপস্থিতিতে গেট খোলা হয় ভাগাড়ের ৷


উত্তরপাড়ার মাখলায় রয়েছে উত্তরপাড়া পৌরসভার ভাগাড়। ভাগারের চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা। ভাগাড়ের পাশেই রয়েছে বসতি। আজ পৌরসভার বর্জ্য ফেলার কয়েকটি গাড়ি ভাগাড়ে ঢুকতে গেলে বাধা দেয় স্থানীয়রা। পৌরসভার সাফাই কর্মীদের সঙ্গে এই নিয়ে বচসা শুরু হয় স্থানীয়দের। খবর পেয়ে চলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, কোরোনা আক্রান্তদের বাড়ির বর্জ্য ভাগাড়ে ফেলা হচ্ছে এখানে।তবে পৌরসভা তরফে জানানো হয়েছে কোনও কোরোনায় মৃত দেহ এখানে ফেলা হয়নি।শুধুমাত্র হাসপাতালে যে বর্জ্য নিয়ম মাফিক পাঁচ ফুট গর্ত করে পুঁতে দেওয়া হচ্ছে।এতে কোরোনা সংক্রমণ হয় না।

পৌরসভার গাড়ি আটকে ক্ষোভ
পৌরসভার সাফাই কর্মী চন্দন সিং জানায়, আমরা এখানেও কোন মৃতদেহ পুঁতে নিই।সরকারি নিয়ম মেনে গর্ত খুঁড়ে হাসপাতালে রোগীদের বর্জ্য পোঁতা হচ্ছে। স্থানীয় বিদায়ী কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষ বলেন,"সাফাই কর্মীরা প্রথম সারির কোরোনা যোদ্ধা। যেসব জায়গায় কোরোনা রোগীরা আছে, সেখানে থেকে বর্জ্যগুলি স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মত কোরোনা আক্রান্ত পরিবারের বর্জ্য পাঁচ ফুট মাটি খুঁড়ে পুতে দেওয়া হচ্ছে।সেই কাজে বাধা দিলে কোরোনার বিরুদ্ধে লড়াই বাধা পাবে। এর সঙ্গে রাজনৈতিক মদতে হচ্ছে।"

উত্তরপাড়া, 23 জুলাই : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর সেই মৃতদেহ পোঁতা হচ্ছে ভাগাড়ে ৷ এমনকি কোরোনায় আক্রান্তদের ব্যবহৃত বহু জিনিসও ভাগাড়ে পোঁতা হচ্ছে । এই অভিযোগে পৌরসভার গাড়ি আটকে ক্ষোভ। হাসপাতালে কোনও বর্জ্য ফেলা যাবে না উত্তরপাড়া পৌরসভার মাখলার ভাগাড়ে। কেননা ভাগাড়ের আসে পাশের এলাকার মানুষের কোরোনা ছড়াতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। তাই দীর্ঘক্ষণ বর্জ্য ফেলার গাড়ি আটকে রাখে এলাকার বাসিন্দারা। যতক্ষণ না পৌর প্রশাসক কোনও রকম ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ গাড়ি আটকান থাকবে বলে দাবি করা হয়। খবর দেওয়া হয় পুলিশে।পরে উত্তরপাড়া থানার পুলিশের উপস্থিতিতে গেট খোলা হয় ভাগাড়ের ৷


উত্তরপাড়ার মাখলায় রয়েছে উত্তরপাড়া পৌরসভার ভাগাড়। ভাগারের চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা। ভাগাড়ের পাশেই রয়েছে বসতি। আজ পৌরসভার বর্জ্য ফেলার কয়েকটি গাড়ি ভাগাড়ে ঢুকতে গেলে বাধা দেয় স্থানীয়রা। পৌরসভার সাফাই কর্মীদের সঙ্গে এই নিয়ে বচসা শুরু হয় স্থানীয়দের। খবর পেয়ে চলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, কোরোনা আক্রান্তদের বাড়ির বর্জ্য ভাগাড়ে ফেলা হচ্ছে এখানে।তবে পৌরসভা তরফে জানানো হয়েছে কোনও কোরোনায় মৃত দেহ এখানে ফেলা হয়নি।শুধুমাত্র হাসপাতালে যে বর্জ্য নিয়ম মাফিক পাঁচ ফুট গর্ত করে পুঁতে দেওয়া হচ্ছে।এতে কোরোনা সংক্রমণ হয় না।

পৌরসভার গাড়ি আটকে ক্ষোভ
পৌরসভার সাফাই কর্মী চন্দন সিং জানায়, আমরা এখানেও কোন মৃতদেহ পুঁতে নিই।সরকারি নিয়ম মেনে গর্ত খুঁড়ে হাসপাতালে রোগীদের বর্জ্য পোঁতা হচ্ছে। স্থানীয় বিদায়ী কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষ বলেন,"সাফাই কর্মীরা প্রথম সারির কোরোনা যোদ্ধা। যেসব জায়গায় কোরোনা রোগীরা আছে, সেখানে থেকে বর্জ্যগুলি স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মত কোরোনা আক্রান্ত পরিবারের বর্জ্য পাঁচ ফুট মাটি খুঁড়ে পুতে দেওয়া হচ্ছে।সেই কাজে বাধা দিলে কোরোনার বিরুদ্ধে লড়াই বাধা পাবে। এর সঙ্গে রাজনৈতিক মদতে হচ্ছে।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.