ETV Bharat / state

তেরঙ্গা নামিয়ে পঞ্চায়েত ভবনে উঠল BJP-র পতাকা ! - tmc

তেরঙ্গা নামিয়ে দলীয় পতাকা তোলার অভিযোগ উঠল BJP কর্মীদের বিরুদ্ধে । ঘটনাটি হুগলির তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার ।

জাতীয় পতাকা তুলে রাখছেন উপপ্রধান
author img

By

Published : Jun 3, 2019, 1:07 AM IST

Updated : Jun 3, 2019, 1:48 AM IST

তারকেশ্বর, 3 জুন : তেরঙ্গা নামিয়ে দলীয় পতাকা তোলার অভিযোগ উঠল BJP কর্মীদের বিরুদ্ধে । ঘটনায় পঞ্চায়েতের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ।

গতকাল হুগলির তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজয় মিছিল করে BJP । পঞ্চায়েত ভবনের মাথায় ছিল জাতীয় পতাকা । অভিযোগ, মিছিল পঞ্চায়েত ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় BJP কর্মীরা জাতীয় পতাকা নামান । তা টেনে ছিঁড়েও ফেলেন । পরে সেই স্থানে BJP-র পতাকা তুলে দেওয়া হয় । ঘটনার কথা শুনেই এলাকায় আসেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান শেখ মণিরুল । তিনি BDO ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ।

dd
জাতীয় পতাকা তুলে রাখছেন উপপ্রধান

মণিরুল বলেন, "বিজয় মিছিলের নামে BJP শ'খানেক লোক নিয়ে এসেছিল । পঞ্চায়েতের সামনে দাঁড়ায় । জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয় । সেই জায়গায় BJP-র পতাকা টাঙিয়ে দেয় । এরপর কোন কোন তৃণমূল নেতাকে খুন করবে তার একটা লিস্ট টাঙিয়ে চলে যায় । আমরা BDO-কে অভিযোগ জানিয়েছি । পুলিশও এসেছে । যারা জাতীয় পতাকার সম্মান করতে পারে না তারা কী করে দেশপ্রেমের কথা বলে ?"

দেখুন ভিডিয়ো

অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় BJP নেতা গণেশ চক্রবর্তী । তিনি বলেন, "BJP-র ছেলেরা জাতীয় পতাকা নামিয়েছে ? আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী । মুখে কিছু বলব না । জনগণ এর উত্তর দেব ।"

তারকেশ্বর, 3 জুন : তেরঙ্গা নামিয়ে দলীয় পতাকা তোলার অভিযোগ উঠল BJP কর্মীদের বিরুদ্ধে । ঘটনায় পঞ্চায়েতের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ।

গতকাল হুগলির তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজয় মিছিল করে BJP । পঞ্চায়েত ভবনের মাথায় ছিল জাতীয় পতাকা । অভিযোগ, মিছিল পঞ্চায়েত ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় BJP কর্মীরা জাতীয় পতাকা নামান । তা টেনে ছিঁড়েও ফেলেন । পরে সেই স্থানে BJP-র পতাকা তুলে দেওয়া হয় । ঘটনার কথা শুনেই এলাকায় আসেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান শেখ মণিরুল । তিনি BDO ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ।

dd
জাতীয় পতাকা তুলে রাখছেন উপপ্রধান

মণিরুল বলেন, "বিজয় মিছিলের নামে BJP শ'খানেক লোক নিয়ে এসেছিল । পঞ্চায়েতের সামনে দাঁড়ায় । জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয় । সেই জায়গায় BJP-র পতাকা টাঙিয়ে দেয় । এরপর কোন কোন তৃণমূল নেতাকে খুন করবে তার একটা লিস্ট টাঙিয়ে চলে যায় । আমরা BDO-কে অভিযোগ জানিয়েছি । পুলিশও এসেছে । যারা জাতীয় পতাকার সম্মান করতে পারে না তারা কী করে দেশপ্রেমের কথা বলে ?"

দেখুন ভিডিয়ো

অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় BJP নেতা গণেশ চক্রবর্তী । তিনি বলেন, "BJP-র ছেলেরা জাতীয় পতাকা নামিয়েছে ? আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী । মুখে কিছু বলব না । জনগণ এর উত্তর দেব ।"

sample description
Last Updated : Jun 3, 2019, 1:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.