ETV Bharat / state

লকেটের গাড়ি আটকে বিক্ষোভ BJP-র - BJP

BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে বিক্ষোভ দলীয় কর্মীদের ৷ পাণ্ডুয়ার বৈঁচি থেকে যাচ্ছিলেন লকেট ৷ সেই সময় দলের পতাকা নিয়ে গুড়াপ ভাস্তারা রোডে বিক্ষোভ দেখাতে থাকেন দলের কর্মীরা৷

লকেট চ্যাটার্জী
author img

By

Published : Aug 31, 2019, 12:57 PM IST

Updated : Aug 31, 2019, 3:20 PM IST

গুড়াপ , 31 অগাস্ট : BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে বিক্ষোভ দলীয় কর্মীদের ৷ পাণ্ডুয়ার বৈঁচি থেকে যাচ্ছিলেন লকেট ৷ সেই সময় দলের পতাকা নিয়ে গুড়াপ ভাস্তারা রোডে বিক্ষোভ দেখাতে থাকেন দলের কর্মীরা ৷

চিনা বাসুদেবপুরের প্রায় 2 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল ৷ অন্যদিকে হাতনি স্বাস্থ্য কেন্দ্রেরও অবস্থা প্রায় এক ৷ সেই কারণেই সাংসদকে অভিযোগ জানাতে চায় তাঁরা ৷ কিন্তু, তাদের বাধা দেয় পুলিশ ৷ প্রতিবাদে তারা লকেটের গাড়ি আটকে রেখে বিক্ষোভ শুরু করে ৷ এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, এলাকার বিধায়করা কাজ করেনি । সে জন্য রাস্তা ও হাসপাতালের অবস্থার এতটা অবনতি হয়েছে ৷

অন্যদিকে , বুথ সভাপতি সুরজ বাগচি বলেন, "এর আগেও এই সংক্রান্ত বিষয়ে আমরা পথ অবরোধ করেছিলাম ৷ BDO, SDO কেও জানিয়েছিলাম , তাঁদের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কোনও লাভ হয়নি ৷ আমরা চেয়েছিলাম আমাদের সাংসদ লকেট চট্টোপাধ্যায় জেতার পর এই রাস্তা পাশাপাশি হাসপাতালটি কী অবস্থায় আছে তা দেখাতে ৷ কিন্তু আমাদের ব্লক নেতাদের বিষয়টি পছন্দ হয়নি ৷ সভাপতি হেমন্ত ঘোষকেও হেনস্থা করা হয় ৷ আমাদের অভিযোগ দিদি শুনেছেন৷ শীর্ষনেতা সঙ্গেই আমাদের মূল বিরোধ হয় ৷ "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আরও পড়ুন : দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদ, সেন্ট্রাল অ্যাভেনিউতে গ্রেপ্তার 30

গুড়াপ , 31 অগাস্ট : BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে বিক্ষোভ দলীয় কর্মীদের ৷ পাণ্ডুয়ার বৈঁচি থেকে যাচ্ছিলেন লকেট ৷ সেই সময় দলের পতাকা নিয়ে গুড়াপ ভাস্তারা রোডে বিক্ষোভ দেখাতে থাকেন দলের কর্মীরা ৷

চিনা বাসুদেবপুরের প্রায় 2 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল ৷ অন্যদিকে হাতনি স্বাস্থ্য কেন্দ্রেরও অবস্থা প্রায় এক ৷ সেই কারণেই সাংসদকে অভিযোগ জানাতে চায় তাঁরা ৷ কিন্তু, তাদের বাধা দেয় পুলিশ ৷ প্রতিবাদে তারা লকেটের গাড়ি আটকে রেখে বিক্ষোভ শুরু করে ৷ এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, এলাকার বিধায়করা কাজ করেনি । সে জন্য রাস্তা ও হাসপাতালের অবস্থার এতটা অবনতি হয়েছে ৷

অন্যদিকে , বুথ সভাপতি সুরজ বাগচি বলেন, "এর আগেও এই সংক্রান্ত বিষয়ে আমরা পথ অবরোধ করেছিলাম ৷ BDO, SDO কেও জানিয়েছিলাম , তাঁদের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কোনও লাভ হয়নি ৷ আমরা চেয়েছিলাম আমাদের সাংসদ লকেট চট্টোপাধ্যায় জেতার পর এই রাস্তা পাশাপাশি হাসপাতালটি কী অবস্থায় আছে তা দেখাতে ৷ কিন্তু আমাদের ব্লক নেতাদের বিষয়টি পছন্দ হয়নি ৷ সভাপতি হেমন্ত ঘোষকেও হেনস্থা করা হয় ৷ আমাদের অভিযোগ দিদি শুনেছেন৷ শীর্ষনেতা সঙ্গেই আমাদের মূল বিরোধ হয় ৷ "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আরও পড়ুন : দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদ, সেন্ট্রাল অ্যাভেনিউতে গ্রেপ্তার 30

Intro:লকেটের গাড়ি সামনে বিক্ষোভ বিজেপির দলীয় কর্মীদের।দলের পতাকা নিয়ে মহিলারা গুরাপ ভাস্তারা রোডে বিক্ষোভ দেখায়।পান্ডুয়ার বৈঁচিতে থেকে সাংসদ লকেট চ্যাটার্জীর গাড়ি নিয়ে যাচ্ছিলেন।।চিনা বাসুদেবপুরে দু কিমি রাস্তা বেহাল দশা।হাতনি স্বাস্থ্য কেন্দ্রের অবস্থাও তথৈবচ।দলীয় সাংসদের কর্মসূচী ছিলো হরালে।সেখানে যাওয়ার পথে বিজেপি সমর্থকরা লকেটের গাড়ি আটকায়।তারা সাংসদকে তাদের অভিযোগ জানাতে চায়।কিন্তু দলের নেতৃত্ব সমর্থকদের বাধা দেয়।ধাক্কা মেরে সরিয়ে দেয়।প্রতিবাদে তারা সাংসদের গাড়ি আটকে বিক্ষোভ করে।মহিলারা রাস্তা আটকে বসে পরে।পরে লকেট বলেন,বিধায়ক এলাকারা জনপ্রতিনিধিরা কাজ করেনি।রাস্তা ঘাট খারাপ।রাস্তা ও হাসপাতালের অবস্থার অবনতি কারন Body:WB_HGL_LOKET BIKHOV BJP_7203418Conclusion:
Last Updated : Aug 31, 2019, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.