গুড়াপ , 31 অগাস্ট : BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে বিক্ষোভ দলীয় কর্মীদের ৷ পাণ্ডুয়ার বৈঁচি থেকে যাচ্ছিলেন লকেট ৷ সেই সময় দলের পতাকা নিয়ে গুড়াপ ভাস্তারা রোডে বিক্ষোভ দেখাতে থাকেন দলের কর্মীরা ৷
চিনা বাসুদেবপুরের প্রায় 2 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল ৷ অন্যদিকে হাতনি স্বাস্থ্য কেন্দ্রেরও অবস্থা প্রায় এক ৷ সেই কারণেই সাংসদকে অভিযোগ জানাতে চায় তাঁরা ৷ কিন্তু, তাদের বাধা দেয় পুলিশ ৷ প্রতিবাদে তারা লকেটের গাড়ি আটকে রেখে বিক্ষোভ শুরু করে ৷ এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, এলাকার বিধায়করা কাজ করেনি । সে জন্য রাস্তা ও হাসপাতালের অবস্থার এতটা অবনতি হয়েছে ৷
অন্যদিকে , বুথ সভাপতি সুরজ বাগচি বলেন, "এর আগেও এই সংক্রান্ত বিষয়ে আমরা পথ অবরোধ করেছিলাম ৷ BDO, SDO কেও জানিয়েছিলাম , তাঁদের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কোনও লাভ হয়নি ৷ আমরা চেয়েছিলাম আমাদের সাংসদ লকেট চট্টোপাধ্যায় জেতার পর এই রাস্তা পাশাপাশি হাসপাতালটি কী অবস্থায় আছে তা দেখাতে ৷ কিন্তু আমাদের ব্লক নেতাদের বিষয়টি পছন্দ হয়নি ৷ সভাপতি হেমন্ত ঘোষকেও হেনস্থা করা হয় ৷ আমাদের অভিযোগ দিদি শুনেছেন৷ শীর্ষনেতা সঙ্গেই আমাদের মূল বিরোধ হয় ৷ "
আরও পড়ুন : দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদ, সেন্ট্রাল অ্যাভেনিউতে গ্রেপ্তার 30