ETV Bharat / state

কর্মীকে মারধরের অভিযোগ, গুড়াপে রাস্তা অবরোধ BJP-র - political violance

সদস্যকে মারধরের অভিযোগে BJP সমর্থকরা রাস্তা অবরোধ করে ৷ রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ দেখায় তারা৷ পরিস্থিতি সামলাতে থাকায় ঘটনাস্থানে আসে গুড়াপ থানার পুলিশ , নামানো হয় RAF ৷

গুড়াপ
author img

By

Published : Oct 2, 2019, 7:17 PM IST

গুড়াপ, 2 সেপ্টেম্বর : গুড়াপের মাজিনানে কর্মীকে মারধরের ঘটনায় রাস্তা অবরোধ করল BJP । মঙ্গলবার রাতে মাজিনানের তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে BJP-তৃণমূল সংঘর্ষে জখম হয় দুপক্ষের কয়েকজন । BJP কর্মী প্রবীর ঘোষকে গুরুতর জখম অবস্থায় চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয় । স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, জখম দু'জন তাদের দলের সদস্য ৷ এদিকে স্থানীয় BJP নেতৃত্বের দাবি, BJP সদস্য প্রবীর ঘোষকে মারধর করা হয়েছে ৷ পুলিশকে জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷

সদস্যকে মারধরের অভিযোগে BJP সমর্থকরা রাস্তা অবরোধ করে ৷ রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ দেখায় তারা৷ পরিস্থিতি সামলাতে থাকায় ঘটনাস্থানে আসে গুড়াপ থানার পুলিশ , নামানো হয় RAF ৷ মঙ্গলবার রাতে মাজিনানে পার্টি অফিস খোলার জন্য জড়ো হয়েছিলেন কয়েকজন তৃণমূল কর্মী । অভিযোগ, তাঁদের BJP কর্মীরা বাধা দেয় । কাটমানির টাকা ফেরত দিতে বলে কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় । অভিযোগ তখনই BJP কর্মীদের মারধর করা হয় । তৃণমূলের পালটা অভিযোগ, আক্রমণ করেছে BJP আশ্রিত দুষ্কৃতীরা ।

সংঘর্ষ নিয়ে হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি বলেন, " BJP-র ভোট বাড়ায় তৃণমূল আতঙ্কিত হয়ে পড়েছে ৷ তাই আমাদের কর্মীদের উপর চড়াও হচ্ছে তৃণমূল । পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে । বাংলা থেকে 18জন BJP সাংসদ নির্বাচিত হওয়ার পর তৃণমূল মরিয়া হয়ে গেছে ৷ এদের কাছে ভোট আর টাকাই সব । এই সরকারের আর বেশি দিন নেই । 2021 সালের আগেই তৃণমূল সরকারের পতন হবে ৷ "

ঘটনাস্থানে আসে গুড়াপ থানার পুলিশ , নামানো হয় RAF ৷

এদিকে তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন , " গতকাল রাতে BJP-র হামলাকারীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে । আমাদের দু'জন কর্মী জখম হয়েছে । আমরা আমাদের দিকে থেকে শান্তি রক্ষা করার চেষ্টা করছি । BJP বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করার চেষ্টা করছে । মানুষ যেখানে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে, সেখানেই সংঘর্ষ হচ্ছে ৷ "

গুড়াপ, 2 সেপ্টেম্বর : গুড়াপের মাজিনানে কর্মীকে মারধরের ঘটনায় রাস্তা অবরোধ করল BJP । মঙ্গলবার রাতে মাজিনানের তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে BJP-তৃণমূল সংঘর্ষে জখম হয় দুপক্ষের কয়েকজন । BJP কর্মী প্রবীর ঘোষকে গুরুতর জখম অবস্থায় চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয় । স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, জখম দু'জন তাদের দলের সদস্য ৷ এদিকে স্থানীয় BJP নেতৃত্বের দাবি, BJP সদস্য প্রবীর ঘোষকে মারধর করা হয়েছে ৷ পুলিশকে জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷

সদস্যকে মারধরের অভিযোগে BJP সমর্থকরা রাস্তা অবরোধ করে ৷ রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ দেখায় তারা৷ পরিস্থিতি সামলাতে থাকায় ঘটনাস্থানে আসে গুড়াপ থানার পুলিশ , নামানো হয় RAF ৷ মঙ্গলবার রাতে মাজিনানে পার্টি অফিস খোলার জন্য জড়ো হয়েছিলেন কয়েকজন তৃণমূল কর্মী । অভিযোগ, তাঁদের BJP কর্মীরা বাধা দেয় । কাটমানির টাকা ফেরত দিতে বলে কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় । অভিযোগ তখনই BJP কর্মীদের মারধর করা হয় । তৃণমূলের পালটা অভিযোগ, আক্রমণ করেছে BJP আশ্রিত দুষ্কৃতীরা ।

সংঘর্ষ নিয়ে হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি বলেন, " BJP-র ভোট বাড়ায় তৃণমূল আতঙ্কিত হয়ে পড়েছে ৷ তাই আমাদের কর্মীদের উপর চড়াও হচ্ছে তৃণমূল । পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে । বাংলা থেকে 18জন BJP সাংসদ নির্বাচিত হওয়ার পর তৃণমূল মরিয়া হয়ে গেছে ৷ এদের কাছে ভোট আর টাকাই সব । এই সরকারের আর বেশি দিন নেই । 2021 সালের আগেই তৃণমূল সরকারের পতন হবে ৷ "

ঘটনাস্থানে আসে গুড়াপ থানার পুলিশ , নামানো হয় RAF ৷

এদিকে তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন , " গতকাল রাতে BJP-র হামলাকারীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে । আমাদের দু'জন কর্মী জখম হয়েছে । আমরা আমাদের দিকে থেকে শান্তি রক্ষা করার চেষ্টা করছি । BJP বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করার চেষ্টা করছে । মানুষ যেখানে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে, সেখানেই সংঘর্ষ হচ্ছে ৷ "

Intro:গুরাপের মাজিনানে বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় টায়ার জ্বেলে রাস্তা অবরোধ।গতকাল রাতে মাজিনানের তৃনমূল অফিসের সামনে বিজেপি তৃনমূল সংঘর্ষে আহত হয় দুপক্ষের কয়েকজন।এক বিজেপি কর্মী প্রবীর ঘোষ গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়।তাতে তৃণমূলের দাবি তাদের দুজন আহত হয়েছে।তাই আজ সকাল থেকে বিজেপির কয়েকশো সমর্থক রাস্তায় নামে লাঠিসোটা নিয়ে।তৃনমূল সমর্থকদের কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়।মাজিনানে রাস্তায় টায়ার জ্বেলে অবরোধ করে বিজেপি।ব্যাপক উত্তেজনা থাকায় গুরাপ থানার বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়।মাজিনানে অফিস খোলার জন্য জরো হয়েছিলো কয়েকজন তৃনমূল কর্মী।বিজেপি তাদের বাধা দেয়।কাটমানি সহ দূর্নীতির টাকা ফেরত দিতে বলে।অভিযোগ তখনই বিজেপি কর্মীদের মারধর করা হয়।পাল্টা তৃনমূলের অভিযোগ তাদের উপর আক্রমন করে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা।তার প্রতিরোধ করে তৃনমূল।আহত হয় তাদের দুজন।
সাংসদ লকেট চ্যাটার্জি বক্তব্য তৃণমূল আতঙ্ক থেকেই আমাদের কর্মীর উপর চড়াও হচ্ছে তৃণমূল।পুলিশ কিছুই দেখে না তৃণমূলের হয়ে কাজ করছে।সংসদে 18জন সদস্য এখান থেকে যাওয়ার পরও তৃণমূল মরিয়া হয়ে এসব করছে।এদের কাছে উৎসব কিছু না ভোট ও টাকা পয়সা সব কিছু।এই সরকারের আর বেশি দিন নেই ।এই সরকার 2021 সালের আগেই না চলে যায়।
তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন গতকাল রাতে বিজেপির কিছু দুস্কৃতিরা তৃণমূলের উপর আক্রমণ করে।তারা প্রতিরোধ গড়ে তোলে।তার মধ্যে আমাদের দুজন কর্মী আক্রান্ত হয়েছে।আমরা আমাদের দিকে থেকে রক্ষা করার চেষ্টা করছি।বিজেপি বিশৃঙ্খলা করার চেষ্টা করার চেষ্টা করছে।মানুষ কোথাও কোথাও রুখে দাঁড়ানোর চেষ্টা করছে তাই এই ঘটনা ঘটছে।পুলিশ প্রশাসন কে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে।দল গত ভাবে ও আমি দেখছি।

Body:WB_HGL_GURAP BJP ROAD BLOCK_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.