গুড়াপ, 2 সেপ্টেম্বর : গুড়াপের মাজিনানে কর্মীকে মারধরের ঘটনায় রাস্তা অবরোধ করল BJP । মঙ্গলবার রাতে মাজিনানের তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে BJP-তৃণমূল সংঘর্ষে জখম হয় দুপক্ষের কয়েকজন । BJP কর্মী প্রবীর ঘোষকে গুরুতর জখম অবস্থায় চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয় । স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, জখম দু'জন তাদের দলের সদস্য ৷ এদিকে স্থানীয় BJP নেতৃত্বের দাবি, BJP সদস্য প্রবীর ঘোষকে মারধর করা হয়েছে ৷ পুলিশকে জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷
সদস্যকে মারধরের অভিযোগে BJP সমর্থকরা রাস্তা অবরোধ করে ৷ রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ দেখায় তারা৷ পরিস্থিতি সামলাতে থাকায় ঘটনাস্থানে আসে গুড়াপ থানার পুলিশ , নামানো হয় RAF ৷ মঙ্গলবার রাতে মাজিনানে পার্টি অফিস খোলার জন্য জড়ো হয়েছিলেন কয়েকজন তৃণমূল কর্মী । অভিযোগ, তাঁদের BJP কর্মীরা বাধা দেয় । কাটমানির টাকা ফেরত দিতে বলে কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় । অভিযোগ তখনই BJP কর্মীদের মারধর করা হয় । তৃণমূলের পালটা অভিযোগ, আক্রমণ করেছে BJP আশ্রিত দুষ্কৃতীরা ।
সংঘর্ষ নিয়ে হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি বলেন, " BJP-র ভোট বাড়ায় তৃণমূল আতঙ্কিত হয়ে পড়েছে ৷ তাই আমাদের কর্মীদের উপর চড়াও হচ্ছে তৃণমূল । পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে । বাংলা থেকে 18জন BJP সাংসদ নির্বাচিত হওয়ার পর তৃণমূল মরিয়া হয়ে গেছে ৷ এদের কাছে ভোট আর টাকাই সব । এই সরকারের আর বেশি দিন নেই । 2021 সালের আগেই তৃণমূল সরকারের পতন হবে ৷ "
এদিকে তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন , " গতকাল রাতে BJP-র হামলাকারীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে । আমাদের দু'জন কর্মী জখম হয়েছে । আমরা আমাদের দিকে থেকে শান্তি রক্ষা করার চেষ্টা করছি । BJP বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করার চেষ্টা করছে । মানুষ যেখানে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে, সেখানেই সংঘর্ষ হচ্ছে ৷ "