ETV Bharat / state

Mamata Dares Centre: মহারাষ্ট্রের মতোই বাংলাতেও সরকার ফেলতে চাইছে বিজেপি: মমতা

শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Dares Centre)৷ তাঁর অভিযোগ, এজেন্সিকে দিয়ে সরকারকে হেনস্থা করে তারা মহারাষ্ট্রের মতোই বাংলার সরকারকেও ভাঙতে চাইছে (BJP wants to topple Bengal Govt)৷

BJP wants to topple Bengal Govt like Maharashtra, says Mamata Banerjee
মহারাষ্ট্রের মতোই বাংলাতেও সরকার ফেলতে চাইছে বিজেপি: মমতা
author img

By

Published : Jul 27, 2022, 2:42 PM IST

Updated : Jul 27, 2022, 3:26 PM IST

উত্তরপাড়া, 27 জুলাই: শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে ফের কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Dares Centre)৷ বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, এজেন্সিকে দিয়ে সরকারকে হেনস্থা করে তারা মহারাষ্ট্রের মতোই বাংলার সরকারকেও ফেলে দিতে চাইছে ৷

গত কয়েকদিন নিয়োগ দুর্নীতি সম্পর্কে বলতে গিয়ে বারবার মুখ্যমন্ত্রী বলছেন রাইট টু ব্লান্ডারের কথা । এ দিন উত্তরপাড়াতেও একই প্রসঙ্গ তুললেন মমতা । বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, একটা বড় প্রতিষ্ঠান চালাতে গেলে কারও কখনও ভুল হতেই পারে । ভুল করাটাও একটা রাইট টু মেক ব্লান্ডার । নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছিলেন । ভুল কি কারও হয় না ! যদি কেউ ভুল করে তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে । ভুল করার পর যদি আইনত প্রমাণিত হয় নিশ্চয়ই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

তবে জায়গায় জায়গায় ইডি হানা নিয়ে প্রশ্ন তুলে তিনি (BJP wants to topple Bengal Govt) বলেন, "একটা বড় প্রতিষ্ঠান চালাতে গেলে ভুল হতে পারে । কেউ কোনও ভুল করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । দোষ প্রমাণিত হলে শাস্তি হবে । একুশে জুলাইয়ের পর বাইশ তারিখেই কেন পদক্ষেপ ? যেখানে প্রয়োজন আছে সেখানে কেন্দ্রীয় এজেন্সিতে আপত্তি নেই ৷ কিন্তু তিন-চারটে এজেন্সিকে দিয়ে সরকারকে কেন হেনস্থা করা হচ্ছে ? ওরা ভাবছে, মহারাষ্ট্র ভেঙেছি বাংলাকেও ভাঙব ৷ বাংলাকে ভাঙা এত সহজ নয় ৷ এই রাজ্যে ভাঙন ধরার আগে বিজেপিকে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখোমুখি হতে হবে ।"

মমতার কথায়, "21 তারিখের জমায়েতের পর 22 তারিখে কোনও ঘটনা ঘটলে নিশ্চয়ই আপনি অবাক হবেন । প্রশ্ন মধ্যরাতে কেন ? ভোর পাঁচটায় কেন ? এত গুলো সব একদিনে পেয়ে গেলেন ! কখনও ভেঙে পড়বেন না, কখনও ভয় করবেন না ৷ মনে রাখবেন লড়াই যত আসবে, ঔজ্জ্বল্য তত বাড়বে ।" মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, যত চেষ্টাই করুক, 2024 সালে বিজেপি এই রাজ্যে জিততে পারবে না ।

আরও পড়ুন: দুর্নীতিকে সমর্থন করি না, পার্থর থেকে কি দূরত্ব বাড়ালেন মমতা ?

এ দিন সংবাদমাধ্যমকে একহাত নিয়ে তিনি বলেন, "মিডিয়া ক্যাঙ্গারুর ভূমিকা পালন করছে ৷ আমরা মিডিয়া ট্রায়ালের বিরোধী ৷ কিন্তু এখন মিডিয়া ট্রায়াল যেভাবে চলছে তাতে আদালতের রায়ের আগেই মানুষকে দোষী সাব্যস্ত করে দেওয়া হচ্ছে ৷"

শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডের তদন্তে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে বিরোধীরা ৷ রাজ্য সরকারের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার প্রদানের মঞ্চে দাঁড়িয়ে এই নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সে দিন তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, দুর্নীতিকে তিনি সমর্থন করেন না ৷ কেউ দোষী প্রমাণিত হলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷

উত্তরপাড়া, 27 জুলাই: শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে ফের কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Dares Centre)৷ বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, এজেন্সিকে দিয়ে সরকারকে হেনস্থা করে তারা মহারাষ্ট্রের মতোই বাংলার সরকারকেও ফেলে দিতে চাইছে ৷

গত কয়েকদিন নিয়োগ দুর্নীতি সম্পর্কে বলতে গিয়ে বারবার মুখ্যমন্ত্রী বলছেন রাইট টু ব্লান্ডারের কথা । এ দিন উত্তরপাড়াতেও একই প্রসঙ্গ তুললেন মমতা । বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, একটা বড় প্রতিষ্ঠান চালাতে গেলে কারও কখনও ভুল হতেই পারে । ভুল করাটাও একটা রাইট টু মেক ব্লান্ডার । নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছিলেন । ভুল কি কারও হয় না ! যদি কেউ ভুল করে তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে । ভুল করার পর যদি আইনত প্রমাণিত হয় নিশ্চয়ই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

তবে জায়গায় জায়গায় ইডি হানা নিয়ে প্রশ্ন তুলে তিনি (BJP wants to topple Bengal Govt) বলেন, "একটা বড় প্রতিষ্ঠান চালাতে গেলে ভুল হতে পারে । কেউ কোনও ভুল করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । দোষ প্রমাণিত হলে শাস্তি হবে । একুশে জুলাইয়ের পর বাইশ তারিখেই কেন পদক্ষেপ ? যেখানে প্রয়োজন আছে সেখানে কেন্দ্রীয় এজেন্সিতে আপত্তি নেই ৷ কিন্তু তিন-চারটে এজেন্সিকে দিয়ে সরকারকে কেন হেনস্থা করা হচ্ছে ? ওরা ভাবছে, মহারাষ্ট্র ভেঙেছি বাংলাকেও ভাঙব ৷ বাংলাকে ভাঙা এত সহজ নয় ৷ এই রাজ্যে ভাঙন ধরার আগে বিজেপিকে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখোমুখি হতে হবে ।"

মমতার কথায়, "21 তারিখের জমায়েতের পর 22 তারিখে কোনও ঘটনা ঘটলে নিশ্চয়ই আপনি অবাক হবেন । প্রশ্ন মধ্যরাতে কেন ? ভোর পাঁচটায় কেন ? এত গুলো সব একদিনে পেয়ে গেলেন ! কখনও ভেঙে পড়বেন না, কখনও ভয় করবেন না ৷ মনে রাখবেন লড়াই যত আসবে, ঔজ্জ্বল্য তত বাড়বে ।" মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, যত চেষ্টাই করুক, 2024 সালে বিজেপি এই রাজ্যে জিততে পারবে না ।

আরও পড়ুন: দুর্নীতিকে সমর্থন করি না, পার্থর থেকে কি দূরত্ব বাড়ালেন মমতা ?

এ দিন সংবাদমাধ্যমকে একহাত নিয়ে তিনি বলেন, "মিডিয়া ক্যাঙ্গারুর ভূমিকা পালন করছে ৷ আমরা মিডিয়া ট্রায়ালের বিরোধী ৷ কিন্তু এখন মিডিয়া ট্রায়াল যেভাবে চলছে তাতে আদালতের রায়ের আগেই মানুষকে দোষী সাব্যস্ত করে দেওয়া হচ্ছে ৷"

শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডের তদন্তে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে বিরোধীরা ৷ রাজ্য সরকারের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার প্রদানের মঞ্চে দাঁড়িয়ে এই নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সে দিন তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, দুর্নীতিকে তিনি সমর্থন করেন না ৷ কেউ দোষী প্রমাণিত হলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷

Last Updated : Jul 27, 2022, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.