ETV Bharat / state

প্রধান ও পঞ্চায়েত সদস্যরা টাকা আত্মসাৎ করেছে, অভিযোগে শান্তিপুরে বিক্ষোভ BJP-র

author img

By

Published : Jul 1, 2020, 12:16 AM IST

তৃণমূল পরিচালিত বাবলা পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলল BJP ৷ পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধানকে ডেপুটেশন জমা দিল তারা ৷

BJP protests Shantipur
শান্তিপুরে বিক্ষোভ BJP-র ৷

শান্তিপুর, 29 জুন : 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা ও আমফানের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করছে তৃণমূল ৷ এই অভিযোগে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল BJP । নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা । যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বাবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ৷

মঙ্গলবার BJP নেতা-কর্মীরা মিছিল করে এসে বাবলা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন ৷ সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । তাঁদের অভিযোগ, 100 দিনের কাজে পক্ষপাতিত্ব করা হচ্ছে । যারা শাসক দলের ঘনিষ্ট বেছে বেছে তাদেরকেই কাজ দেওয়া হচ্ছে । আবাস যোজনার ঘর বিলির ক্ষেত্রেও রং দেখে তালিকা তৈরি হচ্ছে । আবাস যোজনার সুবিধা যারা পাচ্ছে তাদের থেকে টাকাও নেওয়া হচ্ছে । BJP-র আরও অভিযোগ, আমফান ঝড়ে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা সরকারি সাহায্য পাচ্ছে না । পঞ্চায়েত সদস্যরা শুধু তাঁদের ঘনিষ্ঠদের টাকা পাইয়ে দিচ্ছেন । স্থানীয় BJP কর্মীরা বলেন, যতদিন না প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছে ততদিন আন্দোলন চলবে । আগামী 7 তারিখ যাবতীয় অভিযোগ জানিয়ে প্রধানকে ডেপুটেশন জমা দেওয়া হবে বলে জানান BJP নেতা ব্রজগোপাল দাস ৷

পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ BJP-র ৷

ব্রজগোপালবাবু বলেন, "আমফানের ক্ষতিপূরণের টাকা এসেছে পঞ্চায়েতে ৷ কেন্দ্রীয় সরকার 1 হাজার কোটি টাকা অনুদান দিয়েছে রাজ্য সরকারকে ৷ সেই টাকা আত্মসাৎ করেছে তৃণমূল পঞ্চায়েত প্রধান ও সদস্যরা ৷ 100 দিনের কাজ, আবাস যোজনার টাকাও পাচ্ছে তৃণমূলের লোক ৷ এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে খারাপ ৷ কাজ করছে না পঞ্চায়েত ৷ এর প্রতিবাদে আমাদের বিক্ষোভ ৷ আন্দোলন চলবে ৷"

যদিও বাবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান উন্নতি সর্দার তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন । বলেন, "আমফানের ক্ষতিপূরণের টাকা কিন্তু ওরাও পেয়েছে ৷ প্রকৃত ক্ষতিগ্রস্তরাই টাকা পেয়েছে ।"

শান্তিপুর, 29 জুন : 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা ও আমফানের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করছে তৃণমূল ৷ এই অভিযোগে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল BJP । নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা । যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বাবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ৷

মঙ্গলবার BJP নেতা-কর্মীরা মিছিল করে এসে বাবলা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন ৷ সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । তাঁদের অভিযোগ, 100 দিনের কাজে পক্ষপাতিত্ব করা হচ্ছে । যারা শাসক দলের ঘনিষ্ট বেছে বেছে তাদেরকেই কাজ দেওয়া হচ্ছে । আবাস যোজনার ঘর বিলির ক্ষেত্রেও রং দেখে তালিকা তৈরি হচ্ছে । আবাস যোজনার সুবিধা যারা পাচ্ছে তাদের থেকে টাকাও নেওয়া হচ্ছে । BJP-র আরও অভিযোগ, আমফান ঝড়ে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা সরকারি সাহায্য পাচ্ছে না । পঞ্চায়েত সদস্যরা শুধু তাঁদের ঘনিষ্ঠদের টাকা পাইয়ে দিচ্ছেন । স্থানীয় BJP কর্মীরা বলেন, যতদিন না প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছে ততদিন আন্দোলন চলবে । আগামী 7 তারিখ যাবতীয় অভিযোগ জানিয়ে প্রধানকে ডেপুটেশন জমা দেওয়া হবে বলে জানান BJP নেতা ব্রজগোপাল দাস ৷

পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ BJP-র ৷

ব্রজগোপালবাবু বলেন, "আমফানের ক্ষতিপূরণের টাকা এসেছে পঞ্চায়েতে ৷ কেন্দ্রীয় সরকার 1 হাজার কোটি টাকা অনুদান দিয়েছে রাজ্য সরকারকে ৷ সেই টাকা আত্মসাৎ করেছে তৃণমূল পঞ্চায়েত প্রধান ও সদস্যরা ৷ 100 দিনের কাজ, আবাস যোজনার টাকাও পাচ্ছে তৃণমূলের লোক ৷ এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে খারাপ ৷ কাজ করছে না পঞ্চায়েত ৷ এর প্রতিবাদে আমাদের বিক্ষোভ ৷ আন্দোলন চলবে ৷"

যদিও বাবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান উন্নতি সর্দার তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন । বলেন, "আমফানের ক্ষতিপূরণের টাকা কিন্তু ওরাও পেয়েছে ৷ প্রকৃত ক্ষতিগ্রস্তরাই টাকা পেয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.