ETV Bharat / state

Locket Chatterjee: মুখ্যমন্ত্রীর কাছে সবই সাজানো ঘটনা, ছোট ঘটনা; তীব্র কটাক্ষ লকেটের - লকেট চট্টোপাধ্যায়

অখিল গিরির মন্তব্য প্রসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (BJP MP Locket Chatterjee criticises Mamata Banerjee) ৷

ETV Bharat
locket chatterjee
author img

By

Published : Nov 14, 2022, 9:12 PM IST

বাঁশবেড়িয়া, 14 নভেম্বর: "মুখ্যমন্ত্রীর কাছে সবই সাজানো ঘটনা, ছোট ঘটনা, ছোটখাটো ভুল ৷ উনি এই বলেই সব দৃষ্টি ঘুরিয়ে দিতে চান ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী দেশের রাষ্ট্রপতি এক আদিবাসী মহিলা প্রসঙ্গে যে অপমানজনক মন্তব্য করেছেন তা এরাজ্যের ও দেশের মহিলারা ভুলবেন না ৷" রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির আপত্তিজনক মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নাম করে এভাবেই সমালোচনা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee criticises Mamata Banerjee) ৷

হুগলির বাঁশবেড়িয়ায় এক অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের এক অনুগামীর বিরুদ্ধে ৷ সোমবার সেই মহিলাকে দেখতে যান লকেট (BJP MP Locket Chatterjee) ৷ সেখানেই তিনি অখিল গিরির মন্তব্য প্রসঙ্গে মুখ খোলেন (Locket Chatterjee slams Akhil Giri) ৷ তিনি বলেন, "দেশের রাষ্ট্রপতিকে এভাবে কথা বলবে, অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারবে আবার বলবে কাজ করতে গেলে ভুল হবে । মুখ্যমন্ত্রীর কাছে সব ভুলই ছোট ভুল । না-হলে সাজানো ঘটনা, না-হলে মেয়েটার চরিত্র খারাপ, না-হলে পারিবারিক কিছু ঘটনা আছে । এইসব তিনি আগাগোড়া বলে আসছেন ৷ রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করেছে সেটা যতই শাক দিয়ে ঢাকার চেষ্টা করুক কিছুই করতে পারবে না । তৃণমূল আদিবাসী বিরোধী ও আদিবাসী মহিলা বিরোধী । সবচেয়ে বড় কথা তৃণমূলের রাজনীতি যে ভাষার, সেই ভাষা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীদের মুখে অনর্গল শোনা যায় । তারই পরিণতি হিসেবে রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে । অখিল গিরির কারামন্ত্রী হওয়ার যোগ্যতা নেই । তাকে কারাগারে ঢোকানো উচিত । দিল্লি গিয়ে রাষ্ট্রপতি ভবনের সামনে শুয়ে পড়ে দ্রৌপদী মুর্মুর কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর, হাত জোড় করে ।"

মুখ্যমন্ত্রীর কাছে সবই সাজানো ঘটনা, তীব্র কটাক্ষ লকেটের

আরও পড়ুন: হচ্ছেটা কি! এইরকম গণতন্ত্র ছিল না তো আমাদের, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

আক্রান্ত অন্তঃসত্ত্বা মহিলা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, "বাঁশবেড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অনুগামী রাখালদাস অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরেছে । কাউন্সিলর বলছেন এর সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই । যদি রাজনীতি না-থাকে তাহলে উচিত শিক্ষা দেওয়া উচিত এই রাখালদাসকে । তা না-করে ওই তৃণমূল কর্মীকে সুরক্ষিত করার জন্য পুলিশকে দিয়ে তোলানো হয়েছে । আবার একজন মহিলাকে গ্রেফতার করে তাকে ছেড়েও দেওয়া হয়েছে ।"

বাঁশবেড়িয়া, 14 নভেম্বর: "মুখ্যমন্ত্রীর কাছে সবই সাজানো ঘটনা, ছোট ঘটনা, ছোটখাটো ভুল ৷ উনি এই বলেই সব দৃষ্টি ঘুরিয়ে দিতে চান ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী দেশের রাষ্ট্রপতি এক আদিবাসী মহিলা প্রসঙ্গে যে অপমানজনক মন্তব্য করেছেন তা এরাজ্যের ও দেশের মহিলারা ভুলবেন না ৷" রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির আপত্তিজনক মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নাম করে এভাবেই সমালোচনা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee criticises Mamata Banerjee) ৷

হুগলির বাঁশবেড়িয়ায় এক অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের এক অনুগামীর বিরুদ্ধে ৷ সোমবার সেই মহিলাকে দেখতে যান লকেট (BJP MP Locket Chatterjee) ৷ সেখানেই তিনি অখিল গিরির মন্তব্য প্রসঙ্গে মুখ খোলেন (Locket Chatterjee slams Akhil Giri) ৷ তিনি বলেন, "দেশের রাষ্ট্রপতিকে এভাবে কথা বলবে, অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারবে আবার বলবে কাজ করতে গেলে ভুল হবে । মুখ্যমন্ত্রীর কাছে সব ভুলই ছোট ভুল । না-হলে সাজানো ঘটনা, না-হলে মেয়েটার চরিত্র খারাপ, না-হলে পারিবারিক কিছু ঘটনা আছে । এইসব তিনি আগাগোড়া বলে আসছেন ৷ রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করেছে সেটা যতই শাক দিয়ে ঢাকার চেষ্টা করুক কিছুই করতে পারবে না । তৃণমূল আদিবাসী বিরোধী ও আদিবাসী মহিলা বিরোধী । সবচেয়ে বড় কথা তৃণমূলের রাজনীতি যে ভাষার, সেই ভাষা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীদের মুখে অনর্গল শোনা যায় । তারই পরিণতি হিসেবে রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে । অখিল গিরির কারামন্ত্রী হওয়ার যোগ্যতা নেই । তাকে কারাগারে ঢোকানো উচিত । দিল্লি গিয়ে রাষ্ট্রপতি ভবনের সামনে শুয়ে পড়ে দ্রৌপদী মুর্মুর কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর, হাত জোড় করে ।"

মুখ্যমন্ত্রীর কাছে সবই সাজানো ঘটনা, তীব্র কটাক্ষ লকেটের

আরও পড়ুন: হচ্ছেটা কি! এইরকম গণতন্ত্র ছিল না তো আমাদের, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

আক্রান্ত অন্তঃসত্ত্বা মহিলা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, "বাঁশবেড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অনুগামী রাখালদাস অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরেছে । কাউন্সিলর বলছেন এর সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই । যদি রাজনীতি না-থাকে তাহলে উচিত শিক্ষা দেওয়া উচিত এই রাখালদাসকে । তা না-করে ওই তৃণমূল কর্মীকে সুরক্ষিত করার জন্য পুলিশকে দিয়ে তোলানো হয়েছে । আবার একজন মহিলাকে গ্রেফতার করে তাকে ছেড়েও দেওয়া হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.