পান্ডুয়া (হুগলি), 14 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রীর বিদেশযাত্রা নিয়ে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেনে লগ্নি আনতে যাওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘আমি তো ভাবলাম উনি হয়তো ইন্ডিয়া জোটের লোক খুঁজতে গিয়েছেন । কারণ, এখানে মোদিকে হারানোর লোক পাচ্ছেন না ৷ তাই শ্রীলংকার প্রেসিডেন্টকেও জোটে ডেকেছেন । আরেকজন বাড়বে জোটে । স্পেনে গিয়েছেন ভালো কথা ৷ কিন্তু পশ্চিমবঙ্গের যা দুর্দশা, আইনশৃঙ্খলা নেই ৷ এখানে কে আসবে ব্যবসা করতে, কারখানা করতে !’’
অন্যদিকে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ সেই নিয়ে অভিষেকের বক্তব্য যে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটকে ভয় পেয়ে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাঁকে হেনস্তা করছে বিজেপি ৷ এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জোট ছিল না, তখন থেকেই তো ডাক পেয়েছেন । সিপিএম তো ক্ষমতায় ছিল ৷ ওদের কেউ তো ডেকে পাঠান না । কেন ওঁরাই (অভিষেক ও তৃণমূলের অন্য নেতারা) ডাক পান । একটু বাড়ির দিকে তাকান । দেখুন লোক কী চোখে দেখছে ৷ সেটাও দেখে নিন । তাহলেই সব ঠিক হয়ে যাবে ।’’
বৃহস্পতিবার হুগলির পান্ডুয়ার বৈঁচীতে একটি বেসরকারি স্কুলে হুগলি নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে ‘মেরা মাটি মেরি দেশ’ অনুষ্ঠানে যোগ দিতে আসেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । সেখানে মঞ্চে চন্দ্রযান নিয়ে বলতে গিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চন্দ্রাভিযান নিয়ে প্রশ্ন তোলেন ৷
আরও পড়ুন: অভিষেক রাজ্যের সুপার সিএম, তাঁর প্রধান টার্গেট ফিরহাদ; বিস্ফোরক সুকান্ত
তিনি বলেন, ‘‘চন্দ্রযান 3 সফল ভাবে চাঁদের মাটি ছুঁয়েছে ৷ এটা ভারতের কাছে গৌরবের । চন্দ্রযান অনেক দেশ হয়তো পাঠিয়েছে । এখন শোনা যাচ্ছে আমেরিকা যে চন্দ্রযান পাঠিয়েছিল, সেটা পুরোটাই মিথ্যা ছিল । আসলে যায়নি । তাদের দেশের মরুভূমিতে একটা ছবি তুলে দেখিয়ে দিয়েছে । কে দেখতে গিয়েছে! যেখানে ভারত পাঠিয়েছে, সেখানে যেতে বাকিরাও সাহস করে না ।’’
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, একাধিক ইস্য়ুতে মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ অভিষেক বুধবার দাবি করেছিলেন, ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে নারদা মামলায় শুভেন্দু অধিকারী আগে গ্রেফতার হবেন ৷ এই প্রসঙ্গও এ দিন সাংবাদিকরা দিলীপ ঘোষের সামনে তোলেন ৷
এর উত্তরে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, ‘‘আমরা বলছি যত দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গ তথা দেশে, সব তদন্ত হোক ৷ সারদার মতো কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ মানুষের কোটি টাকা লুট হয়েছে । তার সুদ সমেত ফেরত দেওয়া হোক । এবং দোষীদের সাজা দেওয়া হোক ।’’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে বিজেপির নেতারা বিভিন্ন সময় যে পূর্বাভাস দেয়, তা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমরা গ্রেফতারির কথা কেন বলব ? কোর্টের নির্দেশে সিবিআই-ইডি তদন্ত করছে ৷ তারা দেখছেন বিষয়টা । গ্রেফতার হবে কি হবে না, সেটা কোর্টের বিচার্য । উনি অন্যায় করেছেন কি করেননি, গ্রেফতার হবেন কি না, সেটা সিবিআই বা ইডি ঠিক করবে ৷ আমরা বললে হবে না ৷ অন্য কেউ বললেও হবে না ।’’
আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ভয় পাচ্ছেন কেন, উনি কি বিচারক? কটাক্ষ ধর্মেন্দ্র প্রধানের
ইন্ডিয়া জোটকে কি বিজেপি ভয় পাচ্ছে ? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘‘নির্বাচনেই দেখা যাবে কে কাকে ভয় পাচ্ছে ৷ আগে নিজেরা ঠিক করুন কে কী করবেন ।’’