ETV Bharat / state

Agnimitra Paul Detain Car with Cattles: আবারও গরুবোঝাই ট্রাক আটকালেন অগ্নিমিত্রা, গরুপাচারের অভিযোগ বিধায়িকার - গরুবোঝাই ট্রাক আটকালেন অগ্নিমিত্রা

গরুবোঝাই ট্রাক আটকালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) ৷ তাঁর অভিযোগ, গরুগুলি পাচার করার চেষ্টা হচ্ছিল।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 26, 2023, 9:51 PM IST

গরুবোঝাই ট্রাক আটকালেন অগ্নিমিত্রা পল

চণ্ডীতলা (হুগলি), 26 ফেব্রুয়ারি: গরুপাচার সন্দেহে ট্রাক আটকালেন বিজেপির অগ্নিমিত্রা পল (BJP MLA Agnimitra Paul Detain A Car with Cattles)। তিনি হুগলির চণ্ডীতলা থানার কাপাসারিয়া এলাকায় দুর্গাপুর রোডের উপর গরুবোঝাই ট্রাক আটকান। কলকাতার দিকে যাওয়ার সময় ওই গরুবোঝাই গাড়ি দাঁড় করিয়ে কাগজপত্র চাওয়াতে গাড়ি ছেড়ে পালায় চালক-সহ বাকিরা। এভাবেই গরু পাচার হচ্ছে বলে অভিযোগ করেন অগ্নিমিত্রা পল।

বিজেপি বিধায়িকার দাবি, পুলিশের সামনেই এই নির্মমভাবে গরু পাচার চলতে পারে না। পুলিশ যতক্ষণ না-আসছে গাড়ি আটকে তিনি এদিন ওই রাস্তায় দাঁড়িয়ে থাকেন। পরে ঘটনাস্থলে আসে চণ্ডীতলা থানার পুলিশ। পুলিশের সামনে ক্ষোভ উগরে দেন তিনি। বিজেপির হুগলির সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার-সহ অন্যান্য কর্মী-সমর্থকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ৷ জেলা সভাপতি নির্দেশ দেন এই গরুবোঝাই ট্রাকের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে। সেইমতো লিখিত অভিযোগ করা হয় বিজেপির তরফে।

গরুবোঝাই ট্রাকটিকে পুলিশ আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, গরুবোঝাই ট্রাকটি বর্ধমানের দিক থেকে আসছিল। পুলিশ চালক ও মালিকের সন্ধান চালাচ্ছে। গরুগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার বৈধ কাগজ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের দাবি, ঝাড়খণ্ড থেকে ট্রাকবোঝাই গরু আসছে আর পুলিশ কিছু জানে না তা হতে পারে না। সব সেটিং করা আছে। এর পিছনে আরেকটি ট্রাক ছিল। এটা ধরা মাত্র পুলিশ ইশারা করে অন্য ট্রাকটিকে পাঠিয়ে দেয়। পুলিশ, চোর-ডাকাত ধরে না ৷ সে জায়গায় তাদের কাজ তোলা আদায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জবাব দিতে হবে। বারবার এটা হচ্ছে কেন। গরুর কোনও কাগজপত্র জমা দিতে পারেনি ট্রাক চালক। এটা অবৈধভাবে হচ্ছে। তৃণমূল গরু, বালি, পাথর, কয়লা সব কিছু থেকে টাকা খাচ্ছে। পুলিশ মন্ত্রীকে এর জবাব দিতে হবে।"

আরও পড়ুন: জাতীয় সড়কে গরু বোঝাই ট্রাক আটকালেন অগ্নিমিত্রা, পাচারের অভিযোগ

পালটা তৃণমূলের হুগলি সাংগঠনিক জেলার যুব সভানেত্রী রুনা খাতুন বলেন, "অগ্নিমিত্রা পল কবে থেকে ট্রাফিক হলেন জানি না। উনি তো আসানসোলের বিধায়ক ৷ চণ্ডীতলায় কী করছিলেন। আর যদি ধরেও নিই গরু গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে বেআইনিভাবে তিনি তো পুলিশকে খবর দিতে পারতেন ৷ গাড়ির নম্বর বলে দিতে পারতেন ৷ তা না-করে শুধু রাজনীতি করছেন। আর যেভাবে অঙ্গভঙ্গি করছেন তা কোনও বিধায়কের শোভা পায় না। আইন হাতে তুলে না-নিয়ে তা রক্ষা করার জন্য মানুষ আপনাকে ভোট দিয়েছে। তার মর্যাদা রাখতে শিখুন।"

গরুবোঝাই ট্রাক আটকালেন অগ্নিমিত্রা পল

চণ্ডীতলা (হুগলি), 26 ফেব্রুয়ারি: গরুপাচার সন্দেহে ট্রাক আটকালেন বিজেপির অগ্নিমিত্রা পল (BJP MLA Agnimitra Paul Detain A Car with Cattles)। তিনি হুগলির চণ্ডীতলা থানার কাপাসারিয়া এলাকায় দুর্গাপুর রোডের উপর গরুবোঝাই ট্রাক আটকান। কলকাতার দিকে যাওয়ার সময় ওই গরুবোঝাই গাড়ি দাঁড় করিয়ে কাগজপত্র চাওয়াতে গাড়ি ছেড়ে পালায় চালক-সহ বাকিরা। এভাবেই গরু পাচার হচ্ছে বলে অভিযোগ করেন অগ্নিমিত্রা পল।

বিজেপি বিধায়িকার দাবি, পুলিশের সামনেই এই নির্মমভাবে গরু পাচার চলতে পারে না। পুলিশ যতক্ষণ না-আসছে গাড়ি আটকে তিনি এদিন ওই রাস্তায় দাঁড়িয়ে থাকেন। পরে ঘটনাস্থলে আসে চণ্ডীতলা থানার পুলিশ। পুলিশের সামনে ক্ষোভ উগরে দেন তিনি। বিজেপির হুগলির সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার-সহ অন্যান্য কর্মী-সমর্থকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ৷ জেলা সভাপতি নির্দেশ দেন এই গরুবোঝাই ট্রাকের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে। সেইমতো লিখিত অভিযোগ করা হয় বিজেপির তরফে।

গরুবোঝাই ট্রাকটিকে পুলিশ আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, গরুবোঝাই ট্রাকটি বর্ধমানের দিক থেকে আসছিল। পুলিশ চালক ও মালিকের সন্ধান চালাচ্ছে। গরুগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার বৈধ কাগজ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের দাবি, ঝাড়খণ্ড থেকে ট্রাকবোঝাই গরু আসছে আর পুলিশ কিছু জানে না তা হতে পারে না। সব সেটিং করা আছে। এর পিছনে আরেকটি ট্রাক ছিল। এটা ধরা মাত্র পুলিশ ইশারা করে অন্য ট্রাকটিকে পাঠিয়ে দেয়। পুলিশ, চোর-ডাকাত ধরে না ৷ সে জায়গায় তাদের কাজ তোলা আদায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জবাব দিতে হবে। বারবার এটা হচ্ছে কেন। গরুর কোনও কাগজপত্র জমা দিতে পারেনি ট্রাক চালক। এটা অবৈধভাবে হচ্ছে। তৃণমূল গরু, বালি, পাথর, কয়লা সব কিছু থেকে টাকা খাচ্ছে। পুলিশ মন্ত্রীকে এর জবাব দিতে হবে।"

আরও পড়ুন: জাতীয় সড়কে গরু বোঝাই ট্রাক আটকালেন অগ্নিমিত্রা, পাচারের অভিযোগ

পালটা তৃণমূলের হুগলি সাংগঠনিক জেলার যুব সভানেত্রী রুনা খাতুন বলেন, "অগ্নিমিত্রা পল কবে থেকে ট্রাফিক হলেন জানি না। উনি তো আসানসোলের বিধায়ক ৷ চণ্ডীতলায় কী করছিলেন। আর যদি ধরেও নিই গরু গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে বেআইনিভাবে তিনি তো পুলিশকে খবর দিতে পারতেন ৷ গাড়ির নম্বর বলে দিতে পারতেন ৷ তা না-করে শুধু রাজনীতি করছেন। আর যেভাবে অঙ্গভঙ্গি করছেন তা কোনও বিধায়কের শোভা পায় না। আইন হাতে তুলে না-নিয়ে তা রক্ষা করার জন্য মানুষ আপনাকে ভোট দিয়েছে। তার মর্যাদা রাখতে শিখুন।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.