শ্রীরামপুর, 19 ফেব্রুয়ারি: তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে রবিবার কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা-কর্মীরা ৷ এর পালটা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের কথা ভাবছে বিজেপি ৷ এই প্রস্তাবে কার্যত একমত হয়েছেন বঙ্গ বিজেপির তিন শীর্ষ নেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ ৷
রবিবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গলাতেই প্রথম শোনা গিয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের কথা (agitation in front of Abhishek Banerjee house) ৷ তিনি জানান, ভবিষ্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িও ঘেরাও হতে পারে ৷ সুকান্তর এই প্রস্তাবকে সমর্থন করেন বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh) ৷ এদিন বিধাননগরে অন্য একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, "যদি ওরা মনে করেন আমার নেতা-মন্ত্রী, সাংসদ-বিধায়কের বাড়ি ঘেরাও করবে তাহলে আমরাও পারি ৷ অভিষেক কেন মুখ্যমন্ত্রীর বাড়িও ঘেরাও করব আমরা ৷"
একই পথে হেঁটে অভিষেকের বাড়ি ঘেরাওয়ের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) ৷ শ্রীরামপুরে এদিন শুভেন্দু বলেন, "রাজ্য সভাপতি যখন বলেছেন নিশ্চিত ভেবেচিন্তেই বলেছেন । মডেল তা তো ভালোই ৷ ইট মারলে তো পাটকেল খেতেই হয় ৷ তবে কবে, কীভাবে হবে, কে করবে, কতজনের অংশগ্রহণ হবে তা দলের রাজ্য সভাপতিই জানাবেন ৷" তৃণমূলের তরফে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচিতে 1200 লোকও হয়নি বলে কটাক্ষ করেছেন শুভেন্দু ৷ জানিয়েছেন, তাঁর একটা অঞ্চল মিটিংয়েও এর থেকে বেশি লোক হয় ৷
আরও পড়ুন: 'শুধু অভিষেক কেন ? মুখ্যমন্ত্রীর বাড়িও ঘেরাও করব', পালটা হুঁশিয়ারি দিলীপের
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী এদিন বলেন,"আমার সঙ্গে কংগ্রেস প্রার্থীর ছবি এবং একটি অডিও শুনিয়ে অভিযোগ করেছেন বিজেপি-কংগ্রেস আঁতাতের । ভাইপোকে বলব দম থাকলে ছবির সাল ও তারিখ বলুক । যখন প্রাইমারি স্কুলে পড়ে আমি তখন থেকে তৃণমূল করি । আমি একুশ বছর ওর পিসির পার্টির সঙ্গে জড়িত ছিলাম । বায়রন বিশ্বাস নয় আমার 5 হাজার ছবি আছে ওর পিসির সঙ্গে । ভাইপোর সঙ্গেও শতাধিক ছবি আছে । ও যতদিন তৃণমূল করছে তার থেকে অনেক বেশি দিন আমি তৃণমূল করেছি ।"
শুভেন্দু এদিন আরও বলেন, "আমি ভাইপোকে বলব, আপনার সঙ্গে কুন্তল ঘোষের ছবি যদি আমি সাগরদিঘিতে প্রকাশ করি । বিরোধী দলের প্রার্থী, কর্মীদের সাগরদিঘিতে বলব আমার সঙ্গে বায়রনের যেমন ছবি দেখাচ্ছে । ভাইপোর সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, সাহিদ ইমামদের ছবিও দেখান আপনারা । হুগলি জেলার সবচেয়ে বড় চোর ডাকাত ও কালেক্টরের ছবি বাড়ি বাড়ি গিয়ে দেখানোর আবেদন সকল বিরোধীকে কর্মীকে ।"