ETV Bharat / state

BJP Leader Threatens TMC MLA: 'তুই বাঁচবি তো', সাংসদ অপরূপাকে হুমকির অভিযোগে ধৃত বিজেপি নেতা - শুভেন্দু অধিকারী

সাংসদ অপরূপা পোদ্দারকে হোয়াটসঅ্যাপ মেসেজে হুমকির অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার হয়েছে এক বিজেপি নেতা ৷ তদন্ত করছে পুলিশ ৷

TMC MLA Aparupa Poddar
তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার
author img

By

Published : Apr 19, 2023, 2:38 PM IST

সাংসদ অপরূপাকে হুমকির অভিযোগে ধৃত বিজেপি নেতা

হুগলি, 19 এপ্রিল: আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে হুমকি ৷ গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা অম্লান দত্ত । মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ সাংসদের হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে একটি মেসেজ আসে বলে জানা গিয়েছে ৷ তাতে লেখা ছিল, 'তুই বাঁচবি তো' ৷ সাংসদ বুধবার শ্রীরামপুর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন । এরপরই চন্দননগর পুলিশ কমিশনারেট ঘটনার তদন্ত শুরু করে ওই বিজেপি নেতাকে আটক করে ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে বাড়ি ধৃত বিজেপি নেতার। পৌরসভা ভোটে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচন লড়েছেন তিনি বলে সূত্রের খবর ।

প্রসঙ্গত, আরামবাগের সাংসদ রাজ্যের বিরোধী দলনেতাকে জুতো দেখিয়ে আক্রমণ করেন । সেই কারণে ওই বিজেপি নেতা এই হুমকি দিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে । যদিও সাংসদ অপরূপার আক্রমণকে তেমন গুরুত্ব দেননি শুভেন্দু অধিকারী । সেটা মঙ্গলবার সিঙ্গুরে এসে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি । তবে বিজেপির তরফে ব্যক্তি আক্রমণকে সমর্থন না-করলেও তাদের প্রশ্ন সামান্য কথার জন্য রাজনৈতিক নেতাকে গ্রেফতার করবে কেন পুলিশ।

তবে সাংসদ অপরূপা পোদ্দার হুমকির বিষয়টিকে ভালো চেখে দেখেননি ৷ তিনি পুলিশে অভিযোগ জানিয়েছেন ৷ এদিন গোঘাটে এক দলীয় অনুষ্ঠানে গিয়ে ঘটনায় সরব হন অপরূপা ৷ তিনি বলেন, "বিজেপি এই অম্লান দত্তের মাধ্যমে আমাকে ধমকাবে, আমি পরোয়া করি না । আইন আইনের মতো ব্যবস্থা নেবে । কেনও হুমকি দিয়েছে সেটা অম্লান দত্ত বলতে পারবে । আমাকে যা বলেছে, তা নিয়ে আমি পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি । আমি কাউকে ভয় করি না । আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে লড়াই করা শিখেছি । বিজেপি অন্যায় করছে ভারতবর্ষের বুকে, মানুষকে বঞ্চিত করছে । আমি মরার শেষ দিন পর্যন্ত লড়াই করব । শুভেন্দু অধিকারী মমতাদির ছত্রছায়ায় ফুলে ফেঁপে উঠেছিল। দিদি ছিল বলে শুভেন্দু তৈরি হয়েছিল। আর তিনি সোশাল মিডিয়ায় টুইট করতে বেশি ভালোবাসেন । উনি বাপের ব্যাটা নন, যে প্রকাশ্যে এসে ডিবেট করতে পারে।"

শ্রীরামপুর চুঁচুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন জানান, বিজেপি ও আরএসএসের সঙ্গে সরাসরি যুক্ত অম্লান দত্ত ওরফে শঙ্কু । তিনি দশ নম্বর ওয়ার্ড থেকে পৌরসভার বিজেপির প্রার্থী হয়েছিলেন। একজন স্থানীয় নেতা সাংসদকে হুমকি দিচ্ছে ৷ এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, বিজেপি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। যেটাতে সারা ভারতবর্ষের মানুষ আতঙ্কিত । সাংসদকে যদি এভাবে মেসেজ পাঠাতে পারে ৷ সাধারণ মানুষ তাহলে কী করবে । পুলিশ প্রশাসনের এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে । কিন্তু বিজেপি, আরএসএস মানুষকে ভয় দেখাতে চাইছে । আর এই ভয় দেখিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিজেপি ।

শ্রীরামপুরে বিজেপির জেলা সভাপতি মোহন আদক জানান, পশ্চিমবাংলার পুলিশ বিরোধীদের জন্য অতি সক্রিয় ৷ আর শাসকদের জন্য নিষ্ক্রিয় হয়ে আছে। কাউকে ব্যক্তিগত আক্রমণ ও হুমকি দেওয়ার সমর্থন তিনি করছেন না । কিন্তু পুলিশকে যখন শাসকদলের নেতারা মারার হুমকি দেয় তখন চুপ থাকে। আর বিরোধীদের ক্ষেত্রে পুলিশ সক্রিয় হয়ে ওঠে। এই রাজ্যের পুলিশ কোনও নিরপেক্ষতা বজায় রাখে না। তবে এই মেসেজে মনে হয় না এরকম কোনও বিষয় রয়েছে । সামান্য কথার জন্য গ্রেফতার করতে হবে এটাও মানা যায় না । আসলে পশ্চিমবাংলায় শাসন বলে কিছু নেই ।

আরও পড়ুন: শাহকে মমতার ফোন নিয়ে শুভেন্দুর দাবি মিথ্যা, টুইট কুণালের

চন্দননগর কমিশনারেটের ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ বলেন, "আরামবাগের সাংসদকে হুমকির মেসেজ পাঠানোর জন্য 57 বছর বয়সি অম্লান দত্তকে গ্রেফতার করা হয়েছে । এই ব্যক্তি কেনও হুমকি দিয়েছেন পুলিশ তার তদন্ত শুরু করেছে । তিনি একজন সক্রিয় রাজনৈতিক সদস্য ।"

সাংসদ অপরূপাকে হুমকির অভিযোগে ধৃত বিজেপি নেতা

হুগলি, 19 এপ্রিল: আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে হুমকি ৷ গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা অম্লান দত্ত । মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ সাংসদের হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে একটি মেসেজ আসে বলে জানা গিয়েছে ৷ তাতে লেখা ছিল, 'তুই বাঁচবি তো' ৷ সাংসদ বুধবার শ্রীরামপুর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন । এরপরই চন্দননগর পুলিশ কমিশনারেট ঘটনার তদন্ত শুরু করে ওই বিজেপি নেতাকে আটক করে ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে বাড়ি ধৃত বিজেপি নেতার। পৌরসভা ভোটে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচন লড়েছেন তিনি বলে সূত্রের খবর ।

প্রসঙ্গত, আরামবাগের সাংসদ রাজ্যের বিরোধী দলনেতাকে জুতো দেখিয়ে আক্রমণ করেন । সেই কারণে ওই বিজেপি নেতা এই হুমকি দিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে । যদিও সাংসদ অপরূপার আক্রমণকে তেমন গুরুত্ব দেননি শুভেন্দু অধিকারী । সেটা মঙ্গলবার সিঙ্গুরে এসে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি । তবে বিজেপির তরফে ব্যক্তি আক্রমণকে সমর্থন না-করলেও তাদের প্রশ্ন সামান্য কথার জন্য রাজনৈতিক নেতাকে গ্রেফতার করবে কেন পুলিশ।

তবে সাংসদ অপরূপা পোদ্দার হুমকির বিষয়টিকে ভালো চেখে দেখেননি ৷ তিনি পুলিশে অভিযোগ জানিয়েছেন ৷ এদিন গোঘাটে এক দলীয় অনুষ্ঠানে গিয়ে ঘটনায় সরব হন অপরূপা ৷ তিনি বলেন, "বিজেপি এই অম্লান দত্তের মাধ্যমে আমাকে ধমকাবে, আমি পরোয়া করি না । আইন আইনের মতো ব্যবস্থা নেবে । কেনও হুমকি দিয়েছে সেটা অম্লান দত্ত বলতে পারবে । আমাকে যা বলেছে, তা নিয়ে আমি পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি । আমি কাউকে ভয় করি না । আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে লড়াই করা শিখেছি । বিজেপি অন্যায় করছে ভারতবর্ষের বুকে, মানুষকে বঞ্চিত করছে । আমি মরার শেষ দিন পর্যন্ত লড়াই করব । শুভেন্দু অধিকারী মমতাদির ছত্রছায়ায় ফুলে ফেঁপে উঠেছিল। দিদি ছিল বলে শুভেন্দু তৈরি হয়েছিল। আর তিনি সোশাল মিডিয়ায় টুইট করতে বেশি ভালোবাসেন । উনি বাপের ব্যাটা নন, যে প্রকাশ্যে এসে ডিবেট করতে পারে।"

শ্রীরামপুর চুঁচুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন জানান, বিজেপি ও আরএসএসের সঙ্গে সরাসরি যুক্ত অম্লান দত্ত ওরফে শঙ্কু । তিনি দশ নম্বর ওয়ার্ড থেকে পৌরসভার বিজেপির প্রার্থী হয়েছিলেন। একজন স্থানীয় নেতা সাংসদকে হুমকি দিচ্ছে ৷ এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, বিজেপি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। যেটাতে সারা ভারতবর্ষের মানুষ আতঙ্কিত । সাংসদকে যদি এভাবে মেসেজ পাঠাতে পারে ৷ সাধারণ মানুষ তাহলে কী করবে । পুলিশ প্রশাসনের এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে । কিন্তু বিজেপি, আরএসএস মানুষকে ভয় দেখাতে চাইছে । আর এই ভয় দেখিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিজেপি ।

শ্রীরামপুরে বিজেপির জেলা সভাপতি মোহন আদক জানান, পশ্চিমবাংলার পুলিশ বিরোধীদের জন্য অতি সক্রিয় ৷ আর শাসকদের জন্য নিষ্ক্রিয় হয়ে আছে। কাউকে ব্যক্তিগত আক্রমণ ও হুমকি দেওয়ার সমর্থন তিনি করছেন না । কিন্তু পুলিশকে যখন শাসকদলের নেতারা মারার হুমকি দেয় তখন চুপ থাকে। আর বিরোধীদের ক্ষেত্রে পুলিশ সক্রিয় হয়ে ওঠে। এই রাজ্যের পুলিশ কোনও নিরপেক্ষতা বজায় রাখে না। তবে এই মেসেজে মনে হয় না এরকম কোনও বিষয় রয়েছে । সামান্য কথার জন্য গ্রেফতার করতে হবে এটাও মানা যায় না । আসলে পশ্চিমবাংলায় শাসন বলে কিছু নেই ।

আরও পড়ুন: শাহকে মমতার ফোন নিয়ে শুভেন্দুর দাবি মিথ্যা, টুইট কুণালের

চন্দননগর কমিশনারেটের ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ বলেন, "আরামবাগের সাংসদকে হুমকির মেসেজ পাঠানোর জন্য 57 বছর বয়সি অম্লান দত্তকে গ্রেফতার করা হয়েছে । এই ব্যক্তি কেনও হুমকি দিয়েছেন পুলিশ তার তদন্ত শুরু করেছে । তিনি একজন সক্রিয় রাজনৈতিক সদস্য ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.