হুগলি, 16 জুলাই: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করে এবার তৃণমূল সাংসদরা হাইকোর্টের বিচারপতিদের আক্রমণে নেমেছেন ৷ বিজেপি হাইকোর্টকে রাজনীতির ক্লাব বানিয়েছে বলে বেনজির আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ অপরূপা পোদ্দার ৷ এমনকী রবিবার বিচারপতিদের উদ্দেশে তিনি টুইটে লিখেছেন, "সেই ক্লাবের মেম্বার এক বিচারপতি ৷"
দু'দিন আগেই হাইকোর্ট এবং বিচারপতিদের একহাত নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ একইভাবে, এবার হাইকোর্ট ও বিচারপতিদের উদ্দেশে আক্রমণ শানালেন তৃণমূলের সাংসদ অপরূপা পোদ্দার ৷ এদিন আরামবাগের তৃণমূলের সাংসদ টুইটে লেখেন, "আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে 100 শতাংশ সমর্থন করি । হাইকোর্টকে বিজেপি রাজনীতি করার ক্লাব বানিয়ে দিয়েছে। আর এই ক্লাবের মেম্বারদের মধ্যে কোনও একজন বিচারপতি আছেন। যিনি হাইকোর্টের ভাবমূর্তি নষ্ট করছেন। বিচার ব্যবস্থার মাধ্যমে কিছু বিচারপতির রায় রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। মনে রাখবেন মানুষের রায়ের উপর কারও রায় হয় না। কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।"
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ব্যক্তিগত রাগ করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এমনটাও জানান অপরূপা। কারণ হিসাবে তাঁর দাবি, সৌমিত্র খাঁ তৃণমূলে আসতে চেয়েছিল ৷ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজি হননি, এটা বিজেপি ভালো করেই জানে। আরামবাগের তৃণমূল সাংসদ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি বলেছেন সেগুলো ঠিক বলেছেন ৷ আমি তাঁকে সমর্থন করি। কারণ উনি যে কথাগুলো বলেছেন সেগুলো গভীরভাবে ভাবতে হবে। বিজেপি হাইকোর্টকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এটা ঠিক না। এতে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে আর বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা উঠে যাচ্ছে ।"
আরও পড়ুন: রাজ্যে তৃণমূল আর পাঁচ মাস, সুকান্তর ঘোষণায় ঘোড়া কেনাবেচার আশংকা তৃণমূলে
তাঁর আরও সংযোজন, "সৌমিত্র খাঁ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন বলে ভুলভাল বকছেন। উনি তৃণমূল কংগ্রেসে আসার চেষ্টা করেছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ওঁর জন্য দরজা খোলেননি। তাই টিভির পর্দায় আসার জন্য এসব বলছেন। আসলে উনি বিজেপি সাংসদ কিন্তু মানুষের জন্য কোনও কাজ করতে পারেননি। বিষ্ণুপুর ওঁর সাংসদ এলাকা, সেখানে ওদের রেলমন্ত্রী থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেওয়া রেলপথ এখনও শেষ করতে পারলেন না।"