ETV Bharat / state

পাণ্ডুয়ায় দুটি সমবায়ে প্রশাসক বসানো নিয়ে দুর্নীতির অভিযোগ বিজেপির - Pandua TMC

পাণ্ডুয়ার বেড়েলা ও কোচমালি বোড়াগড়ি দুটি সমবায়ের ম্যানেজার সেই অভিযোগ স্বীকার করে নেন । দাবি তাঁদের অন্ধকারে রেখেই সই জাল করে প্রশাসক বসানো হয়েছে । তাঁরা অবশ্য বিষয়টি এআরসিএস দপ্তরে জানিয়েছেন ।

Pandua
পাণ্ডুয়া
author img

By

Published : Dec 27, 2020, 10:26 AM IST

পাণ্ডুয়া, 27 ডিসেম্বর : ম্যানেজারের সই জাল করে সমবায়ে প্রশাসক বসানোর অভিযোগ । তারই প্রতিবাদে সমবায়ের সামনে বিজেপির বিক্ষোভ প্রতিবাদ ৷ হুগলির পাণ্ডুয়া এলাকার ঘটনা ৷ পাণ্ডুয়া ব্লকে দুটি সমবায় বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায় আগেই ৷ নিয়ম অনুযায়ী ভোট করানো উচিত ৷ কিন্তু, বিজেপির অভিযোগ ভোট না করিয়ে শাসকদলের কিছু লোকজন নিজেদের লোকজন বসানোর ব্যবস্থা করে ৷ নিজেদের ইচ্ছা মতো লোককে এআরসিএস দ্বারা অনুমোদন দিয়ে সমবায় চালানো ব্যবস্থা করে । আর সেখানেই সমবায় বোর্ড পরিচালনার জন্য ম্যানেজারের সই জাল করার অভিযোগ তোলে বিজেপি ।

সই জালের অভিযোগ মানছেন বেড়েলা সমবায়ের ম্যানেজারও । তাঁর দাবি, তাঁকে অন্ধকারে রেখেই সই জাল করে প্রশাসক বসানো হয়েছে । তিনি অবশ্য বিষয়টি এআরসিএস দপ্তরে জানিয়েছেন । তৃণমূলের পাণ্ডুয়া সভাপতি বলেন, ভোটের আগে প্রশাসক বসানো হয় । বিজেপি জানে না । নিয়ম মাফিক নির্দিষ্ট সময়ই ভোট করা হবে । অপরদিকে বিজেপির নেতা নবকুমার পাল বলেন, " দীর্ঘদিন হল বেড়েলা ও গড়াগড়ি সমবায় সমিতি মেয়াদ ফুরিয়ে গেছে ৷ বর্তমানে এআরসিএস থেকে অফিসার নিয়োগ করে বোর্ড চালানো হচ্ছে ৷ গত দুই তিন দিন ধরে শোনা যাচ্ছে অনৈতিকভাবে তৃণমূল মনোনীত প্রার্থী দিয়ে পরিচালনা করা হবে ৷ এই সমবায়তে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে । এরা দুর্নীতিগ্রস্ত সমবায় সমিতিকে আবার চালাবার পরিকল্পনা করছে ৷ বিধানসভা নির্বাচনের আগে ভোট না করে নিজেরা প্রশাসক বসিয়ে দুর্নীতি করতে চাইছে ৷ আমরা চাই ভোট হোক । এখানে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে তৃণমূল ৷ হাইকোর্টে পর্যন্ত আমরা কেস করেছি ৷ কিন্তু সরকার সবকিছু চেপে এগিয়ে এসব করছে ।"

ভিডিয়োতে শুনুন বিজেপি নেতার বক্তব্য

বেড়েলা সমবায়ের ম্যানেজার জয়দেব সিনহা বলেন, "আমার কাছে বোর্ড গঠন করার যে চিঠিটা এসেছে, তাতে ওই চিঠিতে সই আমার নয় । আগের বোর্ড মেয়াদ শেষ হওয়ার দরুন স্টাফ কমিটির বোর্ড করা হয়েছিল । এআরসিএস থেকে নমিনেশন করে বোর্ড করে দেওয়া হয়েছে । এখানে আমার কিছু বলার নেই । সরকার যা মনে করবে তাই হবে ।" তৃণমূলের পাণ্ডুয়ার ব্লক সভাপতি অসিত চ্যাটার্জি বলেন, "সই জালের ঘটনা ঘটেছে আমার মনে হয় না । সমবায় বোর্ড শেষ হওয়ার পর নমিনেটেড বোর্ড তৈরি করা হয় । যতক্ষণ না ভোট হচ্ছে এখানেও সরকারি বৈধতা নিয়ে বোর্ড তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বিজেপির জানা উচিত ছিল মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন হয় না । যদি বিজেপি মনে করে অন্যায় হয়েছে তাহলে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে তাঁরা । এআরসিএস-কে বলতে পারে, ডিআরসিএস-কে বলতে পারে । বিজেপি অশান্তি সৃষ্টি করে রাজনীতি করতে চাইছে । আমরা অবশ্যই ভোট চাইছি । কিন্তু গোটা পশ্চিমবাংলায় অন্তর্বর্তীকালীন বোর্ড সব জায়গাতেই তৈরি হয়েছে । গোটা ভারতে এবং পশ্চিমবাংলায় এই আইন আছে ।"

পাণ্ডুয়া, 27 ডিসেম্বর : ম্যানেজারের সই জাল করে সমবায়ে প্রশাসক বসানোর অভিযোগ । তারই প্রতিবাদে সমবায়ের সামনে বিজেপির বিক্ষোভ প্রতিবাদ ৷ হুগলির পাণ্ডুয়া এলাকার ঘটনা ৷ পাণ্ডুয়া ব্লকে দুটি সমবায় বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায় আগেই ৷ নিয়ম অনুযায়ী ভোট করানো উচিত ৷ কিন্তু, বিজেপির অভিযোগ ভোট না করিয়ে শাসকদলের কিছু লোকজন নিজেদের লোকজন বসানোর ব্যবস্থা করে ৷ নিজেদের ইচ্ছা মতো লোককে এআরসিএস দ্বারা অনুমোদন দিয়ে সমবায় চালানো ব্যবস্থা করে । আর সেখানেই সমবায় বোর্ড পরিচালনার জন্য ম্যানেজারের সই জাল করার অভিযোগ তোলে বিজেপি ।

সই জালের অভিযোগ মানছেন বেড়েলা সমবায়ের ম্যানেজারও । তাঁর দাবি, তাঁকে অন্ধকারে রেখেই সই জাল করে প্রশাসক বসানো হয়েছে । তিনি অবশ্য বিষয়টি এআরসিএস দপ্তরে জানিয়েছেন । তৃণমূলের পাণ্ডুয়া সভাপতি বলেন, ভোটের আগে প্রশাসক বসানো হয় । বিজেপি জানে না । নিয়ম মাফিক নির্দিষ্ট সময়ই ভোট করা হবে । অপরদিকে বিজেপির নেতা নবকুমার পাল বলেন, " দীর্ঘদিন হল বেড়েলা ও গড়াগড়ি সমবায় সমিতি মেয়াদ ফুরিয়ে গেছে ৷ বর্তমানে এআরসিএস থেকে অফিসার নিয়োগ করে বোর্ড চালানো হচ্ছে ৷ গত দুই তিন দিন ধরে শোনা যাচ্ছে অনৈতিকভাবে তৃণমূল মনোনীত প্রার্থী দিয়ে পরিচালনা করা হবে ৷ এই সমবায়তে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে । এরা দুর্নীতিগ্রস্ত সমবায় সমিতিকে আবার চালাবার পরিকল্পনা করছে ৷ বিধানসভা নির্বাচনের আগে ভোট না করে নিজেরা প্রশাসক বসিয়ে দুর্নীতি করতে চাইছে ৷ আমরা চাই ভোট হোক । এখানে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে তৃণমূল ৷ হাইকোর্টে পর্যন্ত আমরা কেস করেছি ৷ কিন্তু সরকার সবকিছু চেপে এগিয়ে এসব করছে ।"

ভিডিয়োতে শুনুন বিজেপি নেতার বক্তব্য

বেড়েলা সমবায়ের ম্যানেজার জয়দেব সিনহা বলেন, "আমার কাছে বোর্ড গঠন করার যে চিঠিটা এসেছে, তাতে ওই চিঠিতে সই আমার নয় । আগের বোর্ড মেয়াদ শেষ হওয়ার দরুন স্টাফ কমিটির বোর্ড করা হয়েছিল । এআরসিএস থেকে নমিনেশন করে বোর্ড করে দেওয়া হয়েছে । এখানে আমার কিছু বলার নেই । সরকার যা মনে করবে তাই হবে ।" তৃণমূলের পাণ্ডুয়ার ব্লক সভাপতি অসিত চ্যাটার্জি বলেন, "সই জালের ঘটনা ঘটেছে আমার মনে হয় না । সমবায় বোর্ড শেষ হওয়ার পর নমিনেটেড বোর্ড তৈরি করা হয় । যতক্ষণ না ভোট হচ্ছে এখানেও সরকারি বৈধতা নিয়ে বোর্ড তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বিজেপির জানা উচিত ছিল মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন হয় না । যদি বিজেপি মনে করে অন্যায় হয়েছে তাহলে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে তাঁরা । এআরসিএস-কে বলতে পারে, ডিআরসিএস-কে বলতে পারে । বিজেপি অশান্তি সৃষ্টি করে রাজনীতি করতে চাইছে । আমরা অবশ্যই ভোট চাইছি । কিন্তু গোটা পশ্চিমবাংলায় অন্তর্বর্তীকালীন বোর্ড সব জায়গাতেই তৈরি হয়েছে । গোটা ভারতে এবং পশ্চিমবাংলায় এই আইন আছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.