ETV Bharat / state

কোরোনা আতঙ্কে স্কুল ছুটি পৌরভোট পিছানোর কৌশল : সায়ন্তন - চন্দননগর থানায় ডেপুটেশন

পশ্চিমবঙ্গে কোরোনা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই । উনি আতঙ্ক তৈরি করছেন । পৌরভোট পিছিয়ে দেওয়ার জন্য । কিন্তু যখনই ভোট হবে BJP জিতবে ৷ তৃণমূল পরাজিত হবে । চন্দননগর থানায় ডেপুটেশন দেওয়ার সময় এই মন্তব্য করেন BJP নেতা সায়ন্তন বসু ৷

BJP deputation at chandannagar police station
চন্দননগর থানায় ডেপুটেশন দিল BJP নেতৃত্বরা
author img

By

Published : Mar 15, 2020, 9:49 AM IST

চন্দননগর, 15 মার্চ : কোরোনা ভাইরাসের আতঙ্কে স্কুলের ছুটির ঘোষণা আসলে ভোট পিছিয়ে দেওয়ার কৌশল । চন্দননগর থানায় ডেপুটেশন দেওয়ার সময় BJP নেতা সায়ন্তন বসু এভাবেই কটাক্ষ করেন শাসকদলকে ৷ চন্দননগর থানা ঘেরাও কর্মসূচি করে BJP-র হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্ব । উপস্থিত ছিলেন অর্জুন সিং ,সায়ন্তন বসু, লকেট চ্যাটার্জি সহ একাধিক নেতা ।

গতকাল চন্দননগর সার্কাস মাঠ থেকে মিছিল করে থানায় বিক্ষোভ দেখান BJP-র নেতা কর্মীরা । BJP-র অভিযোগ, মিথ্যে গাঁজার কেস দিয়ে কিছুদিন আগে চন্দননগরের বাসিন্দা সজল চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ । এছাড়াও বিভিন্ন কর্মীকে BJP করায় হুমকি দিচ্ছিলেন এক অফিসার । এর প্রতিবাদে চন্দননগর থানায় ডেপুটেশন দেয় BJP ৷

চন্দননগর থানায় ডেপুটেশন দিল BJP নেতৃত্বরা

সেখানেই কোরোনা আতঙ্কে স্কুল ছুটি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সায়ন্তন বসু বলেন, ‘‘ভোটে হেরে যাবেন । সেই জন্য কোরোনা কোরোনা করে যাচ্ছেন । পশ্চিমবঙ্গে কোরোনার কোনও প্রভাব নেই । পশ্চিমবঙ্গে আতঙ্কের কোনও কারণ নেই । উনি আতঙ্ক তৈরি করছেন । পৌরভোট পিছিয়ে দেওয়ার জন্য । কিন্তু যখনই ভোট হবে BJP জিতবে ৷ তৃণমূল পরাজিত হবে ।’’

চন্দননগর, 15 মার্চ : কোরোনা ভাইরাসের আতঙ্কে স্কুলের ছুটির ঘোষণা আসলে ভোট পিছিয়ে দেওয়ার কৌশল । চন্দননগর থানায় ডেপুটেশন দেওয়ার সময় BJP নেতা সায়ন্তন বসু এভাবেই কটাক্ষ করেন শাসকদলকে ৷ চন্দননগর থানা ঘেরাও কর্মসূচি করে BJP-র হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্ব । উপস্থিত ছিলেন অর্জুন সিং ,সায়ন্তন বসু, লকেট চ্যাটার্জি সহ একাধিক নেতা ।

গতকাল চন্দননগর সার্কাস মাঠ থেকে মিছিল করে থানায় বিক্ষোভ দেখান BJP-র নেতা কর্মীরা । BJP-র অভিযোগ, মিথ্যে গাঁজার কেস দিয়ে কিছুদিন আগে চন্দননগরের বাসিন্দা সজল চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ । এছাড়াও বিভিন্ন কর্মীকে BJP করায় হুমকি দিচ্ছিলেন এক অফিসার । এর প্রতিবাদে চন্দননগর থানায় ডেপুটেশন দেয় BJP ৷

চন্দননগর থানায় ডেপুটেশন দিল BJP নেতৃত্বরা

সেখানেই কোরোনা আতঙ্কে স্কুল ছুটি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সায়ন্তন বসু বলেন, ‘‘ভোটে হেরে যাবেন । সেই জন্য কোরোনা কোরোনা করে যাচ্ছেন । পশ্চিমবঙ্গে কোরোনার কোনও প্রভাব নেই । পশ্চিমবঙ্গে আতঙ্কের কোনও কারণ নেই । উনি আতঙ্ক তৈরি করছেন । পৌরভোট পিছিয়ে দেওয়ার জন্য । কিন্তু যখনই ভোট হবে BJP জিতবে ৷ তৃণমূল পরাজিত হবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.