ETV Bharat / state

খানাকুলে কাল 12 ঘণ্টা বনধের ডাক BJP-র

দলীয় কর্মী খুনের প্রতিবাদে আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক অবরোধ করে BJP । দলের দুই সাংসদ জানান, আগামীকাল খানাকুলে 12 ঘণ্টার বনধ ডাকা হয়েছে ।

BJP worker killed in khanakul
খানাকুলে BJP কর্মী খুন
author img

By

Published : Aug 15, 2020, 8:06 PM IST

Updated : Aug 16, 2020, 10:10 AM IST

খানাকুল, 15 অগাস্ট : দলীয় কর্মী খুনের প্রতিবাদ ৷ কাল খানাকুলে 12 ঘণ্টার বনধ ডাকল BJP । দলের দুই সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ও সৌমিত্র খাঁ আজ এই কথা জানান ৷

স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সকাল থেকে রণক্ষেত্র খানাকুলের নতিবপুর । তৃণমূল ও BJP-র সংঘর্ষে গেরুয়া শিবিরের এক কর্মী সুদর্শন প্রামাণিকের মৃত্যু হয় । শাসকদল তাঁকে খুন করেছে বলে অভিযোগ করে BJP । খুনের প্রতিবাদে গৌড়হাটি মোড়ে মৃতদেহ রাস্তায় রেখে আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক অবরোধ করেন BJP নেতৃত্ব । সেখান থেকেই বনধের ঘোষণা করা হয় ৷

মুখ্যমন্ত্রী ও পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেন সৌমিত্র খাঁ ৷ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দুষ্কৃতীরা আমাদের এক কর্মীকে খুন করেছে । বলছে BJP করতে দেবে না । পুলিশও তৃণমূলের গুন্ডা । পতাকা উত্তোলনের জন্য অনুমতি চাইতে হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় নরখাদক । তিনি নিজের ভাইপোকে ছাড়া আর কাউকে বোঝেন না । এখানকার পুলিশ আধিকারিককে বদলি করতে হবে । আমরা এই ঘটনার CBI তদন্ত চাই ।"

এই সংক্রান্ত খবর : পতাকা উত্তোলন ঘিরে খানাকুলে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ, মৃত BJP কর্মী

অন্যদিকে হুগলি গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু বলেন, "দুই দলের মধ্যে পতাকা তোলা নিয়ে ঝামেলা হয় । তা বড় আকার নেয় । একজন BJP কর্মীর মৃত্যু হয়েছে । পরিস্থিতি সামলাতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে । এখনও পর্যন্ত 11 জনকে আটক করেছে । পতাকা উত্তোলনের জন্য কোনও অনুমতি চায়নি কেউ । যে কেউ পতাকা তুলতে পারে ।"

খানাকুল, 15 অগাস্ট : দলীয় কর্মী খুনের প্রতিবাদ ৷ কাল খানাকুলে 12 ঘণ্টার বনধ ডাকল BJP । দলের দুই সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ও সৌমিত্র খাঁ আজ এই কথা জানান ৷

স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সকাল থেকে রণক্ষেত্র খানাকুলের নতিবপুর । তৃণমূল ও BJP-র সংঘর্ষে গেরুয়া শিবিরের এক কর্মী সুদর্শন প্রামাণিকের মৃত্যু হয় । শাসকদল তাঁকে খুন করেছে বলে অভিযোগ করে BJP । খুনের প্রতিবাদে গৌড়হাটি মোড়ে মৃতদেহ রাস্তায় রেখে আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক অবরোধ করেন BJP নেতৃত্ব । সেখান থেকেই বনধের ঘোষণা করা হয় ৷

মুখ্যমন্ত্রী ও পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেন সৌমিত্র খাঁ ৷ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দুষ্কৃতীরা আমাদের এক কর্মীকে খুন করেছে । বলছে BJP করতে দেবে না । পুলিশও তৃণমূলের গুন্ডা । পতাকা উত্তোলনের জন্য অনুমতি চাইতে হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় নরখাদক । তিনি নিজের ভাইপোকে ছাড়া আর কাউকে বোঝেন না । এখানকার পুলিশ আধিকারিককে বদলি করতে হবে । আমরা এই ঘটনার CBI তদন্ত চাই ।"

এই সংক্রান্ত খবর : পতাকা উত্তোলন ঘিরে খানাকুলে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ, মৃত BJP কর্মী

অন্যদিকে হুগলি গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু বলেন, "দুই দলের মধ্যে পতাকা তোলা নিয়ে ঝামেলা হয় । তা বড় আকার নেয় । একজন BJP কর্মীর মৃত্যু হয়েছে । পরিস্থিতি সামলাতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে । এখনও পর্যন্ত 11 জনকে আটক করেছে । পতাকা উত্তোলনের জন্য কোনও অনুমতি চায়নি কেউ । যে কেউ পতাকা তুলতে পারে ।"

Last Updated : Aug 16, 2020, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.