ETV Bharat / state

বামেদের পর এবার বিজেপির তারকা প্রার্থী যশও মজলেন টুম্পায় - BJP Candidate Yash Dasgupta

আজ হুড খোলা জিপে মনোনয়ন জমা দিতে যান যশ দাশগুপ্ত ৷ ছিল বিজেপি কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছাস ৷ আর ছিল টুম্পা ৷

যশ দাশগুপ্ত
যশ দাশগুপ্ত
author img

By

Published : Mar 20, 2021, 7:51 PM IST

Updated : Mar 20, 2021, 8:39 PM IST

চণ্ডীতলা, 20 মার্চ : টুম্পার প্যারোডিতে হিট বামেরা ৷ ব্রিগেডের ভিড় লাল সেলাম জানিয়েছিল টুম্পার হাত ধরেই ৷ এবার সেই ভিড় ইভিএমে টানতে টুম্পার নতুন প্যারোডিও এনেছে ৷

আর এখব টুম্পাকে হাতিয়ার করল বিজেপিও ৷ চন্ডীতলায় বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত ৷ আজ হুড খোলা জিপে মনোনয়ন জমা দিতে যান ৷ ছিল বিজেপি কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছাস ৷ আর ছিল টুম্পা ৷

যশের মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় টুম্পা সোনা গানে মাতলেন দলের মহিলা কর্মী সমসর্থকদের । হুড খোলা জিপের পিছনে বাজনায় নাচতে নাচতে তাঁরা চলতে থাকেন বিজেপির প্রার্থীর সঙ্গে

যশ দাশগুপ্তের মনোনয়ন দেওয়ার পথেও টুম্পা গান

চণ্ডীতলার চন্ডী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে বেরোন বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত । একদিকে তারকা প্রার্থীকে একবার ছুঁয়ে দেখা, তাঁর সঙ্গে সেলফি নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় কর্মী ও সমর্থকদের মধ্যে । ফুল-মালায় বরণ করে নেন অনুরাগীরাও ।

আরও পড়ুন : ভোট দিতে পথে টুম্পা, বামেদের নতুন প্যারোডি

চন্ডী মন্দির থেকে বেরিয়ে চন্ডীতলা মোড়ে নেতাজির মূর্তিতে মালা দেন যশ । তারপর কৈলাস বিজয়বর্গীয় আর অভিনেত্রী পূজা বসুকে নিয়ে শ্রীরামপুরের উদ্যেশ্যে বেরিয়ে যান ৷

চণ্ডীতলা, 20 মার্চ : টুম্পার প্যারোডিতে হিট বামেরা ৷ ব্রিগেডের ভিড় লাল সেলাম জানিয়েছিল টুম্পার হাত ধরেই ৷ এবার সেই ভিড় ইভিএমে টানতে টুম্পার নতুন প্যারোডিও এনেছে ৷

আর এখব টুম্পাকে হাতিয়ার করল বিজেপিও ৷ চন্ডীতলায় বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত ৷ আজ হুড খোলা জিপে মনোনয়ন জমা দিতে যান ৷ ছিল বিজেপি কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছাস ৷ আর ছিল টুম্পা ৷

যশের মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় টুম্পা সোনা গানে মাতলেন দলের মহিলা কর্মী সমসর্থকদের । হুড খোলা জিপের পিছনে বাজনায় নাচতে নাচতে তাঁরা চলতে থাকেন বিজেপির প্রার্থীর সঙ্গে

যশ দাশগুপ্তের মনোনয়ন দেওয়ার পথেও টুম্পা গান

চণ্ডীতলার চন্ডী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে বেরোন বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত । একদিকে তারকা প্রার্থীকে একবার ছুঁয়ে দেখা, তাঁর সঙ্গে সেলফি নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় কর্মী ও সমর্থকদের মধ্যে । ফুল-মালায় বরণ করে নেন অনুরাগীরাও ।

আরও পড়ুন : ভোট দিতে পথে টুম্পা, বামেদের নতুন প্যারোডি

চন্ডী মন্দির থেকে বেরিয়ে চন্ডীতলা মোড়ে নেতাজির মূর্তিতে মালা দেন যশ । তারপর কৈলাস বিজয়বর্গীয় আর অভিনেত্রী পূজা বসুকে নিয়ে শ্রীরামপুরের উদ্যেশ্যে বেরিয়ে যান ৷

Last Updated : Mar 20, 2021, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.