ETV Bharat / state

পুরশুড়ায় খুন তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি - PURSURAH ASSEMBLY CONSTITUENCY

হুগলির পুরশুড়াতে ভোট মিটেছে মঙ্গলবার ৷ কিন্তু মেটেনি ভোট পরবর্তী হিংসা ৷ পুরশুড়া বিধানসভার কাবিলপুর এলাকায় এক তৃণমূল কর্মীর মৃত্যুতে অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷

পুরশুড়ার বিজেপি ও তৃণমূল প্রার্থী
পুরশুড়ার বিজেপি ও তৃণমূল প্রার্থী
author img

By

Published : Apr 9, 2021, 11:41 AM IST

পুরশুড়া, 9 এপ্রিল : ভোট মিটলেও মিলল না শান্তি ৷ একাধিক জেলায় বিচ্ছিন্ন হিংসার ঘটনা তারই প্রমাণ ৷ গতকাল হুগলির পুরশুড়ায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে পুরশুড়া বিধানসভার অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতর কাবিলপুর এলাকায় । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷ মৃত তৃণমূল কর্মীর নাম কানু দোলুই।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় ৷ সদ্য শেষ হয়েছে পুরশুড়া বিধানসভা এলাকার ভোটগ্রহণ ৷ মৃতের পরিবারের অভিযোগ, হঠাৎ সন্ধ্যায় একদল বিজেপি কর্মী চড়াও হয় সক্রিয় তৃণমূল কর্মী কানু দলুইয়ের উপর ৷ বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷

পুলিশকে খবর দেয় তৃণমূল কর্মীরা ৷ কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসতে দেরি করে বলে অভিযোগ ৷ ঘটনার পর আক্রান্তকে হাওড়া জেলার হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে একদিন থাকার পর গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর ৷ মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান পুরশুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ যাদব ৷ তিনি বলেন , "বিজেপি কর্মীরা এলাকায় সন্ত্রাস চালানোর জন্য এধরনের ঘটনা ঘটিয়েছে ৷ ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করছি ।"

অব্যাহত ভোট পরবর্তী হিংসা, পুরশুড়ায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ জানান, " তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করেছে ৷ এই ঘটনার সঙ্গে বিজেপি কোনওভাবে জড়িত না ৷ "

আরও পড়ুন : শিশির অধিকারীকে ফোনে খুনের হুমকির অভিযোগ , গ্রেফতার 1

পুরশুড়া, 9 এপ্রিল : ভোট মিটলেও মিলল না শান্তি ৷ একাধিক জেলায় বিচ্ছিন্ন হিংসার ঘটনা তারই প্রমাণ ৷ গতকাল হুগলির পুরশুড়ায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে পুরশুড়া বিধানসভার অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতর কাবিলপুর এলাকায় । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷ মৃত তৃণমূল কর্মীর নাম কানু দোলুই।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় ৷ সদ্য শেষ হয়েছে পুরশুড়া বিধানসভা এলাকার ভোটগ্রহণ ৷ মৃতের পরিবারের অভিযোগ, হঠাৎ সন্ধ্যায় একদল বিজেপি কর্মী চড়াও হয় সক্রিয় তৃণমূল কর্মী কানু দলুইয়ের উপর ৷ বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷

পুলিশকে খবর দেয় তৃণমূল কর্মীরা ৷ কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসতে দেরি করে বলে অভিযোগ ৷ ঘটনার পর আক্রান্তকে হাওড়া জেলার হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে একদিন থাকার পর গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর ৷ মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান পুরশুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ যাদব ৷ তিনি বলেন , "বিজেপি কর্মীরা এলাকায় সন্ত্রাস চালানোর জন্য এধরনের ঘটনা ঘটিয়েছে ৷ ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করছি ।"

অব্যাহত ভোট পরবর্তী হিংসা, পুরশুড়ায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ জানান, " তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করেছে ৷ এই ঘটনার সঙ্গে বিজেপি কোনওভাবে জড়িত না ৷ "

আরও পড়ুন : শিশির অধিকারীকে ফোনে খুনের হুমকির অভিযোগ , গ্রেফতার 1

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.