পুরশুড়া, 9 এপ্রিল : ভোট মিটলেও মিলল না শান্তি ৷ একাধিক জেলায় বিচ্ছিন্ন হিংসার ঘটনা তারই প্রমাণ ৷ গতকাল হুগলির পুরশুড়ায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে পুরশুড়া বিধানসভার অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতর কাবিলপুর এলাকায় । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷ মৃত তৃণমূল কর্মীর নাম কানু দোলুই।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় ৷ সদ্য শেষ হয়েছে পুরশুড়া বিধানসভা এলাকার ভোটগ্রহণ ৷ মৃতের পরিবারের অভিযোগ, হঠাৎ সন্ধ্যায় একদল বিজেপি কর্মী চড়াও হয় সক্রিয় তৃণমূল কর্মী কানু দলুইয়ের উপর ৷ বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷
পুলিশকে খবর দেয় তৃণমূল কর্মীরা ৷ কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসতে দেরি করে বলে অভিযোগ ৷ ঘটনার পর আক্রান্তকে হাওড়া জেলার হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে একদিন থাকার পর গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর ৷ মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান পুরশুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ যাদব ৷ তিনি বলেন , "বিজেপি কর্মীরা এলাকায় সন্ত্রাস চালানোর জন্য এধরনের ঘটনা ঘটিয়েছে ৷ ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করছি ।"
যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ জানান, " তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করেছে ৷ এই ঘটনার সঙ্গে বিজেপি কোনওভাবে জড়িত না ৷ "
আরও পড়ুন : শিশির অধিকারীকে ফোনে খুনের হুমকির অভিযোগ , গ্রেফতার 1