ETV Bharat / state

তৃণমূল কংগ্রেস কর্মীর দোকান ভাঙচুর, প্রতিবাদে পথ অবরোধ - assembly election 2021

তৃণমূল কংগ্রেস কর্মী বিকাশ সিংহরায়ের দোকান ভাঙচুর ও লুটপাট চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। তারই প্রতিবাদে আজ সকালে আরামবাগ - বন্দর সড়কের মনসাতলা এলাকায় পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা।

ransacked
ভাঙচুর করা হয়েছে দোকান
author img

By

Published : Apr 1, 2021, 1:44 PM IST

আরামবাগ, 1 এপ্রিল : তৃণমূল কংগ্রেস কর্মীর দোকান-ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ৷ ঘটনার প্রতিবাদে পথ অবরোধ তৃণমূল কর্মীদের। ঘটনাটি আরামবাগ শহরের মনসাতলা এলাকার।

তৃণমূল কর্মীদের অভিযোগ, গতরাতে তৃণমূল কংগ্রেস কর্মী বিকাশ সিংহরায়ের দোকান ভাঙচুর ও লুটপাট চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তারই প্রতিবাদে আজ সকালে আরামবাগ - বন্দর সড়কের মনসাতলা এলাকায় পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভে নেতৃত্ব দেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন নন্দী ।

TMC
পথ অবরোধ তৃণমূলের

আরও পড়ুন- পুজোর পর দেশে প্রথম দৈনিক সংক্রমণ 72 হাজার ছাড়াল

স্বপনবাবু বলেন, "তৃণমূল কংগ্রেস কর্মী বিকাশ সিংহরায়ের দোকান বিজেপি কর্মীরা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে ৷ আগে ওঁকে অনেকবার হুমকি দিয়েছে বিজেপি কর্মীরা ৷ আমরা প্রশাসনকে জানিয়েছি ,তারপরও কোনও ব্যবস্থা না নেওয়ায় আমরা পথ অবরোধ করেছি।" বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন তৃণমূল কর্মীরা। যদিও বিজেপির তরফে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

আরামবাগ, 1 এপ্রিল : তৃণমূল কংগ্রেস কর্মীর দোকান-ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ৷ ঘটনার প্রতিবাদে পথ অবরোধ তৃণমূল কর্মীদের। ঘটনাটি আরামবাগ শহরের মনসাতলা এলাকার।

তৃণমূল কর্মীদের অভিযোগ, গতরাতে তৃণমূল কংগ্রেস কর্মী বিকাশ সিংহরায়ের দোকান ভাঙচুর ও লুটপাট চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তারই প্রতিবাদে আজ সকালে আরামবাগ - বন্দর সড়কের মনসাতলা এলাকায় পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভে নেতৃত্ব দেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন নন্দী ।

TMC
পথ অবরোধ তৃণমূলের

আরও পড়ুন- পুজোর পর দেশে প্রথম দৈনিক সংক্রমণ 72 হাজার ছাড়াল

স্বপনবাবু বলেন, "তৃণমূল কংগ্রেস কর্মী বিকাশ সিংহরায়ের দোকান বিজেপি কর্মীরা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে ৷ আগে ওঁকে অনেকবার হুমকি দিয়েছে বিজেপি কর্মীরা ৷ আমরা প্রশাসনকে জানিয়েছি ,তারপরও কোনও ব্যবস্থা না নেওয়ায় আমরা পথ অবরোধ করেছি।" বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন তৃণমূল কর্মীরা। যদিও বিজেপির তরফে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.