ETV Bharat / state

শ্রীরামপুরে খেলা হবে নিয়ে উত্তেজনা, তৃণমূল-বিজেপি সংঘর্ষ - west bengal assembly election 2021

এলাকার এক তৃণমূল নেতা বেশ কিছু লোকজন নিয়ে বাড়ি ভাঙচুর করে । কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে । পাল্টা তৃণমূলের দাবি খেলা হবে গান কে নিয়ে উত্তেজনা হয় । ঘটনায় উত্তেজনা ছড়ালে শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

bjp tmc
bjp tmc
author img

By

Published : Mar 28, 2021, 9:33 PM IST

শ্রীরামপুর, 28 মার্চ : বসন্ত উৎসবের দিন 'খেলা হবে' গান-কে কেন্দ্র করে উত্তেজনা । এরপর বিজেপি-র পতাকা ছেঁড়া নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ । ঘটনায় জখম দুই । ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের মাহেশ কলোনীর ।

দোল উৎসব উপলক্ষে স্থানীয় এক ক্লাবে 'খেলা হবে' গান বাজিয়ে বক্স চালানো হয় । সেই নিয়েই প্রথমে উত্তেজনা বাড়ে এলাকায় । এরপর বিজেপির পতাকা ছেড়া হয় বলে অভিযোগ । বিজেপির অভিযোগ, তাদের পতাকা ছেড়ার প্রতিবাদ করায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয় । বিজেপির দাবি, এলাকার এক তৃণমূল নেতা বেশ কিছু লোকজন নিয়ে বাড়ি ভাঙচুর করে । কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে । ঘটনাস্থানে হাজির হয় শ্রীরামপুর বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস । সেই সঙ্গে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগও করা হয় তৃণমূলের বিরুদ্ধে । পাল্টা তৃণমূলের দাবি খেলা হবে গান কে নিয়ে উত্তেজনা হয় । ঘটনায় উত্তেজনা ছড়ালে শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুন : বাঁকুড়ায় বিজেপির প্রচারে মিঠুন চক্রবর্তী

বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বলেন, মাহেশ কলোনীতে সকালে দোল উৎসবে গিয়েছিলাম । বিকেলে খবর এল তৃণমূলের নেতৃত্বে বিজেপি বাড়ি ভাঙচুর করছে । এক কর্মীকে গলায় তার দিয়ে টিপে ধরা হয়েছিল । শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছি । অন্যদিকে তৃণমূল নেতা সন্তোষ সিং বলেন, "গান চলার সময় বিজেপি কিছু লোকজন চড়াও হয় । এর সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই । বিজেপি টাকা ছড়িয়ে লাল জল নীল জল খেয়ে নিজেরাই উৎপাত করে বাড়ি ভেঙে পতাকা ছিড়ে তৃণমূলের উপর দোষারোপ করছে । এটাই ওদের উদ্দেশ্য ।"

শ্রীরামপুর, 28 মার্চ : বসন্ত উৎসবের দিন 'খেলা হবে' গান-কে কেন্দ্র করে উত্তেজনা । এরপর বিজেপি-র পতাকা ছেঁড়া নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ । ঘটনায় জখম দুই । ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের মাহেশ কলোনীর ।

দোল উৎসব উপলক্ষে স্থানীয় এক ক্লাবে 'খেলা হবে' গান বাজিয়ে বক্স চালানো হয় । সেই নিয়েই প্রথমে উত্তেজনা বাড়ে এলাকায় । এরপর বিজেপির পতাকা ছেড়া হয় বলে অভিযোগ । বিজেপির অভিযোগ, তাদের পতাকা ছেড়ার প্রতিবাদ করায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয় । বিজেপির দাবি, এলাকার এক তৃণমূল নেতা বেশ কিছু লোকজন নিয়ে বাড়ি ভাঙচুর করে । কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে । ঘটনাস্থানে হাজির হয় শ্রীরামপুর বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস । সেই সঙ্গে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগও করা হয় তৃণমূলের বিরুদ্ধে । পাল্টা তৃণমূলের দাবি খেলা হবে গান কে নিয়ে উত্তেজনা হয় । ঘটনায় উত্তেজনা ছড়ালে শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুন : বাঁকুড়ায় বিজেপির প্রচারে মিঠুন চক্রবর্তী

বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বলেন, মাহেশ কলোনীতে সকালে দোল উৎসবে গিয়েছিলাম । বিকেলে খবর এল তৃণমূলের নেতৃত্বে বিজেপি বাড়ি ভাঙচুর করছে । এক কর্মীকে গলায় তার দিয়ে টিপে ধরা হয়েছিল । শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছি । অন্যদিকে তৃণমূল নেতা সন্তোষ সিং বলেন, "গান চলার সময় বিজেপি কিছু লোকজন চড়াও হয় । এর সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই । বিজেপি টাকা ছড়িয়ে লাল জল নীল জল খেয়ে নিজেরাই উৎপাত করে বাড়ি ভেঙে পতাকা ছিড়ে তৃণমূলের উপর দোষারোপ করছে । এটাই ওদের উদ্দেশ্য ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.