চুঁচুড়া , 11 এপ্রিল : ভোটের চতুর্থ দফায় অশান্ত চুঁচুড়া ৷ দফায় দফায় চলছে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ ভোট পর্ব মিটলেও , অশান্তি মিটছে না সেখানে ৷
বিজেপির অভিযোগ, তাঁরা যখন কলেজিয়েট স্কুলের ক্যাম্প অফিসের বাইরে বসে ছিল, তখন তৃণমূল লকেট চট্টোপাধ্যায়ের নাম করে কটুক্তি করে । যার বিরোধিতা করায় দুই দলের মধ্যে বচসা সৃষ্টি হয় ৷ যা হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায় ৷
আরও পড়ুন :চুঁচুড়া পৌরসভায় কর্মী নিয়োগে দুর্নীতি নিয়ে মুখ খুলতেই পদ হারালেন অমিত রায়
সংঘর্ষে দুই দলের মোট সাত জন কর্মী আহত হয়েছেন ৷ যার মধ্যে তৃণমূলের তিনজন ও বিজেপির দু'জনের মাথায় গুরুতর আঘাত লাগে । ফলে তাঁদেরকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় ৷
বিজেপির আহত কর্মী সপ্তসতী বন্দোপাধ্যায় অভিযোগ করেছেন, তৃণমূল নেতা অমিত রায়ের নেতৃত্বে তাঁদের মারধর করা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমিত রায় ৷ তিনি বলেন, বিজেপি কর্মীরা তৃণমূলের মহিলাদের কটুক্তি করলে প্রতিবাদ করা হয় ৷ তার জেরে বিজেপি কর্মীরা তৃণমূলের তিনজন কর্মীর উপর হামলা চালায় ৷