হুগলি, 14 এপ্রিল : হুগলিতে মিলছে না করোনা ভ্যাকসিন । ফলে বেশিরভাগ হাসপাতালেই অনিদির্ষ্টকালের জন্য বন্ধ প্রতিষেধক দেওয়ার কাজ ৷ নোটিশ ঝুলিয়েছে তা জানিয়ে দেওয়া হয়েছে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে । কোথাও একবারই বন্ধ করা হয়েছে । দ্বিতীয় ডোজ় দেওয়ার ব্যবস্থা করা হলেও, প্রথম ডোজ় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে চুঁচুড়া ও শ্রীরামপুরের হাসপাতালগুলিতে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ভ্যাকসিনের সরবরাহ কম থাকায় এই নোটিশ দেওয়া হয়েছে ।
উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল অথবা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলো, সব জায়গায় একই অবস্থা । কেউ টিকার প্রথম ডোজ় নিতে এসেছেন তো কেউ দ্বিতীয় ডোজ় নিতে লম্বা লাইনে দাঁড়িয়েছেন ৷ তবে ফিরতে হয়েছে খালি হাতে ৷
শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সুপার জয়ন্ত সরকার বলেন, ‘‘সাপ্লাই কম থাকায় এই সমস্যা ৷ এছাড়া আমাদের ভ্যাকসিন দিতে কোনও সমস্যা নেই । সাপ্লাই চেইন ঠিক হয়ে গেলে সবাই টিকা পাবেন । লোক বল আমাদের যথেষ্ট আছে ৷ ছুটির দিন বাদে প্রতিদিনই প্রায় টিকাকরণ করা হয় । যাদের দ্বিতীয় ডোজ় বাকি আছে তাদের টিকা দেওয়া হচ্ছে । সে যেকোনও জায়গাকার মানুষ হোক না কেন । যারা প্রথমবার নেবেন তারা সোমবারের পর যোগাযোগ করলে আশা করা যায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ।’’
বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘‘করোনার টিকা বিজেপি তৈরি করে না ৷ টিকা তৈরি করে সিরাম ও বায়োটেকের মতো ইনস্টিটিউট । মানবিকতার খাতিরে চব্বিশটা দেশকে ভারত এই টিকা পাঠিয়েছে । আমরা জানি এই মুহূর্তে যা প্রোডাকশন হচ্ছে তা আরো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 130 কোটির দেশে এই টিকার চাহিদা থাকবে এটাই স্বাভাবিক ।তৃণমূল রাজনীতি করার জন্য এসব বলছে ।’’