ETV Bharat / state

বিজেপির মুখ্যমন্ত্রী কে, কটাক্ষ কাঞ্চনের - তৃণমূল

উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী বলেন, ‘‘যদি এই বছর বিজেপি ক্ষমতায় আসে তাহলে আমায় একজনের নাম বলুন, যিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য ৷ আমি এক্ষুণি তাহলে এখান থেকে নমস্কার করে চলে যাব ৷

এই ভোট বিজেপির বিরুদ্ধে নয় বাংলার নারীদের সন্মান রক্ষার ভোট: কাঞ্চন
এই ভোট বিজেপির বিরুদ্ধে নয় বাংলার নারীদের সন্মান রক্ষার ভোট: কাঞ্চন
author img

By

Published : Apr 8, 2021, 5:46 PM IST

Updated : Apr 8, 2021, 11:08 PM IST

উত্তরপাড়া, 8 এপ্রিল: শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী তিনি ৷ ঘুরে বেড়ালেন উত্তরপাড়ার নানা অঞ্চলে ৷ করলেন জনসংযোগ ৷ প্রতিশ্রুতি দিলেন জনগনের পাশে থাকার ৷

এদিন তিনি বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত ৷ উনি আমায় এখানে পাঠিয়েছেন ৷ আমার মনে হয় 2021 রাজনৈতিক দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ বছর ৷ যদি এই বছর বিজেপি ক্ষমতায় আসে তাহলে আমায় একজনের নাম বলুন যিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য ৷ আমি এক্ষুণি তাহলে এখান থেকে নমস্কার করে চলে যাব ৷’’ তাঁর কটাক্ষ, বিজেপি 7জনের নাম দিয়েছে মুখ্যমন্ত্রীর জন্য, আর এদিকে তৃণমূলের একটাই মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন, থাকবেন ৷ আর তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ "

কাঞ্চন জনতার উদ্দেশ্যে বলেন, "বিজেপিকে ভোট দেবার আগে দু’বার ভাবুন ৷ দিলীপ ঘোষ যে কথা একজন নারীকে বলতে পারেন সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বলবেন না ৷ তাহলেই ভাবুন যদি দিলীপ ঘোষ ক্ষমতায় আসেন তাহলে নারীদের কী হবে ? এই ভোট বাংলার নারীদের সন্মান রক্ষার ভোট ৷"

উত্তরপাড়ায় নির্বাচনী প্রচারে কাঞ্চন মল্লিক

আরও পড়ুন : জাঙ্গিপাড়ার 88 নম্বর বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা

উত্তরপাড়া, 8 এপ্রিল: শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী তিনি ৷ ঘুরে বেড়ালেন উত্তরপাড়ার নানা অঞ্চলে ৷ করলেন জনসংযোগ ৷ প্রতিশ্রুতি দিলেন জনগনের পাশে থাকার ৷

এদিন তিনি বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত ৷ উনি আমায় এখানে পাঠিয়েছেন ৷ আমার মনে হয় 2021 রাজনৈতিক দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ বছর ৷ যদি এই বছর বিজেপি ক্ষমতায় আসে তাহলে আমায় একজনের নাম বলুন যিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য ৷ আমি এক্ষুণি তাহলে এখান থেকে নমস্কার করে চলে যাব ৷’’ তাঁর কটাক্ষ, বিজেপি 7জনের নাম দিয়েছে মুখ্যমন্ত্রীর জন্য, আর এদিকে তৃণমূলের একটাই মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন, থাকবেন ৷ আর তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ "

কাঞ্চন জনতার উদ্দেশ্যে বলেন, "বিজেপিকে ভোট দেবার আগে দু’বার ভাবুন ৷ দিলীপ ঘোষ যে কথা একজন নারীকে বলতে পারেন সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বলবেন না ৷ তাহলেই ভাবুন যদি দিলীপ ঘোষ ক্ষমতায় আসেন তাহলে নারীদের কী হবে ? এই ভোট বাংলার নারীদের সন্মান রক্ষার ভোট ৷"

উত্তরপাড়ায় নির্বাচনী প্রচারে কাঞ্চন মল্লিক

আরও পড়ুন : জাঙ্গিপাড়ার 88 নম্বর বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা

Last Updated : Apr 8, 2021, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.