ETV Bharat / state

মাস্টার মশাইয়ের কথা যত কম বলা যায় ততই ভাল, একান্ত সাক্ষাৎকারে বেচারাম - বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য

প্রচারের ফাঁকেই ইটিভি ভারতের প্রতিনিধিকে দিলেন একান্ত সাক্ষাৎকার ৷ সেখানেই বিজেপি প্রার্থী তথা সদ্য তৃণমূল ত্যাগী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে একহাত নিলেন বেচারামবাবু ৷ তাঁর সাক্ষাৎকারে উঠে এল একাধিক প্রসঙ্গ ৷

ভোটের প্রচারে বেচারাম মান্নার সাক্ষাৎকার
ভোটের প্রচারে বেচারাম মান্নার সাক্ষাৎকার
author img

By

Published : Mar 26, 2021, 7:31 PM IST

Updated : Mar 26, 2021, 8:36 PM IST

সিঙ্গুর, 26 মার্চ : সিঙ্গুর, 2011 সালের বাম সাম্রাজ্য পতনের অন্যতম অনুঘটক ৷ সেই সিঙ্গুরেই এবার লড়াই তৃণমূলের বেচারাম মান্না, সদ্য বিজেপিতে যোগ দেওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী সুজন ভট্টাচার্যের মধ্যে ৷ এই এলাকার দীর্ঘদিনের পরিচিত মুখ বেচারাম মান্না ৷ সিঙ্গুরের জমি আন্দোলনে মমতার বিশ্বস্ত সৈনিক ছিলেন৷ ভোটের প্রচারে খামতি রাখতে চাইছেন না বেচারাম ৷

প্রচারের ফাঁকেই ইটিভি ভারতের প্রতিনিধিকে দিলেন একান্ত সাক্ষাৎকার ৷ সেখানেই বিজেপি প্রার্থী তথা সদ্য তৃণমূল ত্যাগী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে একহাত নিলেন বেচারামবাবু ৷ তাঁর সাক্ষাৎকারে উঠে এল একাধিক প্রসঙ্গ ৷

প্রতিদিন হেঁটেই সিঙ্গুর বিধানসভার প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন বেচারাম । জয় নিয়ে আশাবাদী তিনি ৷ তাঁর কথায়, ‘‘এটা পুরানো খেলার মাঠ ৷’’ বিরোধী প্রার্থীদের দুর্বলতাও নিয়েও আত্মপ্রত্যয়ী তিনি ৷ বলছেন, ‘‘ কার কী দুর্বলতা আমার জানা । তাই জিততে কোনও সমস্যা হবে না ।’’

ভোটের প্রচারে বেচারাম মান্নার সাক্ষাৎকার

প্রচার মাধ্যমের হাতিয়ার হিসাবে সোশাল মিডিয়াকেও রাখতে চান ৷ তবে বাড়ি বাড়ি প্রচারে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বলে দাবি করেন ৷ বলেন, ‘‘মানুষের সঙ্গে দেখা করা কথা বলেই জনসংযোগ করছি । তবে সোশাল মিডিয়ায় প্রচারও চলবে ৷’’ দিল্লির কৃষক আন্দোলনের নেতাদের বিজেপির বিরুদ্ধে ভোট না দেওয়ার বার্তা সিঙ্গুরের মানুষের কাছে অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করেন বেচারামবাবু ।

বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে তাঁর মত, ‘‘সিঙ্গুরের মানুষ মাস্টার মশাইকে মানুষ এখন চিনে গিয়েছেনে । আমি দশ বছর আগে চিনেছি । ওঁর বিষয়ে যত কম বলা যায় ততই ভাল ।’’

সিঙ্গুর, 26 মার্চ : সিঙ্গুর, 2011 সালের বাম সাম্রাজ্য পতনের অন্যতম অনুঘটক ৷ সেই সিঙ্গুরেই এবার লড়াই তৃণমূলের বেচারাম মান্না, সদ্য বিজেপিতে যোগ দেওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী সুজন ভট্টাচার্যের মধ্যে ৷ এই এলাকার দীর্ঘদিনের পরিচিত মুখ বেচারাম মান্না ৷ সিঙ্গুরের জমি আন্দোলনে মমতার বিশ্বস্ত সৈনিক ছিলেন৷ ভোটের প্রচারে খামতি রাখতে চাইছেন না বেচারাম ৷

প্রচারের ফাঁকেই ইটিভি ভারতের প্রতিনিধিকে দিলেন একান্ত সাক্ষাৎকার ৷ সেখানেই বিজেপি প্রার্থী তথা সদ্য তৃণমূল ত্যাগী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে একহাত নিলেন বেচারামবাবু ৷ তাঁর সাক্ষাৎকারে উঠে এল একাধিক প্রসঙ্গ ৷

প্রতিদিন হেঁটেই সিঙ্গুর বিধানসভার প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন বেচারাম । জয় নিয়ে আশাবাদী তিনি ৷ তাঁর কথায়, ‘‘এটা পুরানো খেলার মাঠ ৷’’ বিরোধী প্রার্থীদের দুর্বলতাও নিয়েও আত্মপ্রত্যয়ী তিনি ৷ বলছেন, ‘‘ কার কী দুর্বলতা আমার জানা । তাই জিততে কোনও সমস্যা হবে না ।’’

ভোটের প্রচারে বেচারাম মান্নার সাক্ষাৎকার

প্রচার মাধ্যমের হাতিয়ার হিসাবে সোশাল মিডিয়াকেও রাখতে চান ৷ তবে বাড়ি বাড়ি প্রচারে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বলে দাবি করেন ৷ বলেন, ‘‘মানুষের সঙ্গে দেখা করা কথা বলেই জনসংযোগ করছি । তবে সোশাল মিডিয়ায় প্রচারও চলবে ৷’’ দিল্লির কৃষক আন্দোলনের নেতাদের বিজেপির বিরুদ্ধে ভোট না দেওয়ার বার্তা সিঙ্গুরের মানুষের কাছে অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করেন বেচারামবাবু ।

বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে তাঁর মত, ‘‘সিঙ্গুরের মানুষ মাস্টার মশাইকে মানুষ এখন চিনে গিয়েছেনে । আমি দশ বছর আগে চিনেছি । ওঁর বিষয়ে যত কম বলা যায় ততই ভাল ।’’

Last Updated : Mar 26, 2021, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.