গোঘাট, 6 এপ্রিল : শুরু হয়েছে রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহন ৷ সকাল থেকেই একাধিক এলাকায় বিক্ষিপ্ত ঘটনার খবর আসছে ৷ তবে এছাড়া এখনও পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোটাধিকার প্রযোগ করছেন সাধারণ মানুষ ৷ তবে এর মধ্যেই হুগলির গোঘাটে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠল ৷
গোঘাট বিধানসভা কেন্দ্রের শ্যামবাজার এলাকায় বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে ৷ বেলডিহা শ্যামবাজার প্রাথমিক বিদ্যালয়ের বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে ৷ বিজেপি এজেন্ট সহ তিন ভারতীয় জনতা পার্টির সমর্থককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ এমনকী আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও বাধা দেওয়া হয় বলে অভিযোগ ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷
এর আগে আরামবাগের এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ৷ ভাঙচুর করা হয় তৃণমূল ব্লক সভাপতির গাড়িও ৷ ঘটনাটি ঘটে আরামবাগের গৌরহাটি এলাকায় ৷ তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগও উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ৷