ETV Bharat / state

বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও বোমাবাজি , অভিযোগ ওড়াল তৃণমূল - arambagh police station

ভোটবাজারে একের পর এক হামলা ও বোমাবাজির ঘটনা ঘটে চলেছে ৷ এবার হুগলির আরামবাগে বিজেপি কর্মীদের 5 টি বাড়ি ও এলাকায় বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ ঘটনার তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ ৷

এলাকায় বোমাবাজি
এলাকায় বোমাবাজি
author img

By

Published : Apr 8, 2021, 10:10 AM IST

আরামবাগ, 8 এপ্রিল :বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও এলাকায় বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি আরামবাগ থানার বাতানল অঞ্চলে চকহাজিতে। ঘটোনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।


বিজেপি কর্মীদের অভিযোগ, বুধবার রাতে কয়েকজন তৃণমূল দুষ্কৃতী বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করে ৷ পাশাপাশি কয়েকটি জায়গায় বোমাও ফেলে তারা ৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে 2 টি বোমা উদ্ধার করা হয়েছে এবং বিজেপি কর্মীদের 5 টি বাড়িও ভাঙচুর করা হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে আরামবাগ থানার পুলিশ ৷

বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও বোমাবাজি , অভিযোগ ওড়াল তৃণমূল

খবর পেয়ে রাতেই ওই এলাকায় যান আরামবাগ বিধানসভার বিজেপি প্রার্থী মধুসূদন বাগ। তিনি বলেন," এই এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে বলে ভোটবাজারে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা।"

আরও পড়ুন : করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিলেন প্রধানমন্ত্রী

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷ তাদের দাবি, তৃণমূলকে ফাঁসানোর জন্য বিজেপি কর্মীরাই এরকম ঘটনা ঘটিয়েছে ৷

আরামবাগ, 8 এপ্রিল :বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও এলাকায় বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি আরামবাগ থানার বাতানল অঞ্চলে চকহাজিতে। ঘটোনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।


বিজেপি কর্মীদের অভিযোগ, বুধবার রাতে কয়েকজন তৃণমূল দুষ্কৃতী বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করে ৷ পাশাপাশি কয়েকটি জায়গায় বোমাও ফেলে তারা ৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে 2 টি বোমা উদ্ধার করা হয়েছে এবং বিজেপি কর্মীদের 5 টি বাড়িও ভাঙচুর করা হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে আরামবাগ থানার পুলিশ ৷

বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও বোমাবাজি , অভিযোগ ওড়াল তৃণমূল

খবর পেয়ে রাতেই ওই এলাকায় যান আরামবাগ বিধানসভার বিজেপি প্রার্থী মধুসূদন বাগ। তিনি বলেন," এই এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে বলে ভোটবাজারে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা।"

আরও পড়ুন : করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিলেন প্রধানমন্ত্রী

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷ তাদের দাবি, তৃণমূলকে ফাঁসানোর জন্য বিজেপি কর্মীরাই এরকম ঘটনা ঘটিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.