আরামবাগ, 8 এপ্রিল :বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও এলাকায় বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি আরামবাগ থানার বাতানল অঞ্চলে চকহাজিতে। ঘটোনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
বিজেপি কর্মীদের অভিযোগ, বুধবার রাতে কয়েকজন তৃণমূল দুষ্কৃতী বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করে ৷ পাশাপাশি কয়েকটি জায়গায় বোমাও ফেলে তারা ৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে 2 টি বোমা উদ্ধার করা হয়েছে এবং বিজেপি কর্মীদের 5 টি বাড়িও ভাঙচুর করা হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে আরামবাগ থানার পুলিশ ৷
খবর পেয়ে রাতেই ওই এলাকায় যান আরামবাগ বিধানসভার বিজেপি প্রার্থী মধুসূদন বাগ। তিনি বলেন," এই এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে বলে ভোটবাজারে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা।"
আরও পড়ুন : করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিলেন প্রধানমন্ত্রী
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷ তাদের দাবি, তৃণমূলকে ফাঁসানোর জন্য বিজেপি কর্মীরাই এরকম ঘটনা ঘটিয়েছে ৷