মায়াপুর, 27 মার্চ : রাজ্যে প্রথম দফার ভোট শুরু হলেও , অব্যহত হিংসা-মারামারি-হানাহানির মতো ঘটনা ৷ 6 এপ্রিল হুগলিতে প্রথম দফায় ভোটগ্রহণ ৷ তার আগে তিন বিজেপি কর্মীর বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাস্থানে উপস্থিত হয় আরামবাগ থানার পুলিশ ৷ পাশাপাশি আজ সকালে আরামবাগ বিজেপি প্রার্থী মধুসূদন বাগ ওই এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে দেখা করতে যান। যদিও এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে আরামবাগ তৃণমূল নেতৃত্ব।
আরামবাগের বিজেপি প্রার্থী মধুসূদন বাগ বলেন, " তৃণমূলের দুষ্কৃতীরা ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে ৷ আমরা প্রশাসনের দারস্থ হয়েছি ৷ "
শুধুমাত্র বিজেপি করার কারণেই ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে বলে দাবি আক্রান্ত বিজেপি কর্মীর ৷ মায়াপুর দুই নম্বর অঞ্চলের উপপ্রধান অলোক সাঁতরা বলেন যে ভোটের আগে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বিজেপি । এই ঘটনায় আরামবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন : ভোট দিলেই যাচ্ছে পদ্মে, দক্ষিণ কাঁথির 2 বুথে ইভিএমে কারচুপির অভিযোগ