ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : সংস্কারের অভাবে মজে ডানকুনি ও সরস্বতী খাল, বারোমাস জলযন্ত্রণা পৌর এলাকায় - Water Logging Problem in Dunkuni Due to Garbage Dumping in Canal

ডানকুনি পৌরসভা এলাকার ডানকুনি খাল ও সরস্বতী খাল ৷ বহু বছর সংস্কারের অভাবে পুরোপুরি মজে গিয়েছে খাল দু’টি (Water Logging Problem in Dunkuni Due to Garbage Dumping in Canal) ৷ ফল, বারো মাসের জলযন্ত্রণা অধিকাংশ ওয়ার্ডে ৷ তার উপর দোসর হয়েছে, ডানকুনি খালের ধারে বেআইনিভাবে গজিয়ে ওঠা খাটাল ৷ সেখানকার আবর্জনা এবং গোবর পড়ে খাল আরও মজে যাচ্ছে বলে অভিযোগ ৷

Bengal Civic Polls 2022 Water Logging Problem in Dunkuni Due to Garbage Dumping in Canal
Bengal Civic Polls 2022 Water Logging Problem in Dunkuni Due to Garbage Dumping in Canal
author img

By

Published : Feb 26, 2022, 9:44 PM IST

ডানকুনি, 26 ফেব্রুয়ারি : ডানকুনি পৌরসভায় (Bengal Civic Polls 2022) দু’টি খাল দীর্ঘদিন ধরে সংস্কারের হয় না বলে অভিযোগ ৷ ডানকুনি খাল ও সরস্বতী খালকে নিকাশি ব্যবস্থার প্ৰধান মাধ্যম বলা যায় ৷ খাল দু’টি মজে যাওয়ার কারণে এবং দিনের পর দিন নিকাশি নিয়ে সমস্যা বেড়েই চলেছে (Water Logging Problem in Dunkuni Due to Garbage Dumping in Canal) ৷ অভিযোগ একটু বর্ষাতেই ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ড ভেসে যায় ৷ সাধারণ মানুষ বাড়ি থেকে বেরতে পারে না । স্থানীয় মানুষ ও বিরোধীদের অভিযোগ দীর্ঘদিন ধরে সংস্কারের করা হয় না এই খাল দু’টির ।

খাল সংস্কার না হওয়ার পাশাপাশি আরেকটি বড় সমস্যা হল ডানকুনি খালের পারে রয়েছে কয়েকশো গবাদি পশুর খাটাল ৷ সেই খাটালের নোংরা জল ও গোবর পড়ে আরও মজে যাচ্ছে খাল দু’টি । প্রশাসনকে বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ ৷ পৌরভোটে তাই বিরোধীরা এই ইস্যুকেই প্রধান হাতিয়ার করতে চলেছে ৷ তবে, পৌরসভার তরফে জানানো হয়েছে, খাটাল সমস্যা নিয়ে আলোচনায় বসা হয়েছিল ৷ ডানকুনি খাল ও সরস্বতী খালের সংস্কারও করা হয়েছিল ৷ কিন্তু সংস্কারের জন্য যে টাকার প্রয়োজন, তা কখনই পাওয়া যায়নি ৷ পৌরসভার তরফে জানানো হয়েছে, বিপুল সরকারি আর্থিক সহায়তা না হলে খালের প্রয়োজনীয় সংস্কার সম্ভব নয় ৷

আরও পড়ুন : Saraswati River : অসাধু চক্রের দখলদারি, অবলুপ্তির পথে সরস্বতী নদী

ডানকুনি পৌরসভায় সরস্বতী খালা কালীপুর থেকে 21 নম্বর ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত ৷ আর ডানকুনি খাল কোল কমপ্লেক্স থেকে বন্দেরবিল পযর্ন্ত বয়ে গেছে ৷ তার মধ্যে ডানকুনি খালের প্রায় পাঁচ কিলোমিটার মতো মজে গিয়েছে । আর এই এলাকার মধ্যে খালের পাড়ে রয়েছে 400’র উপর খাটাল ৷ সেখানে গোবর ফেলে আরও বুজিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ পৌরসভার তরফে নানা পরিকল্পনা নিয়ে খাটাল মালিকদের সঙ্গে কথাও হয়েছে বলে জানা গিয়েছে । তবে, আখেরে সেগুলি বাস্তব রূপ নেয়নি ৷

আর সরস্বতী খালে জল না থাকায়, সহজেই মজে গিয়েছে ৷ অভিযোগ আবর্জনায় ভর্তি হয়ে যাচ্ছে খালটি ৷ তাই একটু বর্ষা হতেই খাল উপচে গিয়ে বন্যার আকার নেয় ডানকুনি শহর জুড়ে ৷ পৌরসভা পাম্পিং স্টেশনগুলি নিকাশির কাজ করলেও তাতে সমস্যা মেটে না বলে অভিযোগ । তাই প্রায় সারা বছরই জলজন্ত্রনায় ভুগতে হয় পৌরসভার বাসিন্দাদের ৷ অবশ্য পুজোর আগে প্রায় 10 লক্ষ টাকা সংস্কারের কাজে খরচ করা হয়েছিল ৷ কিন্তু, তা কখনই পর্যাপ্ত নয় বলে দাবি করেছেন প্রাক্তন পৌরপ্রশাসক ৷

সংস্কারের অভাবে মজে ডানকুনি ও সরস্বতী খাল, বারোমাস জলযন্ত্রণা পৌর এলাকায়

আরও পড়ুন : Mayor Of Chandannagar : নাগরিক পরিষেবায় জোর, চন্দননগরের মেয়র পদে হ্যাটট্রিক করে বললেন রাম

11নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুকান্ত মাঝি বলেন, ‘‘দশ বছর হয়ে গেল তৃণমূলের পৌরসভা রয়েছে ৷ এই খালে নোংরা আবর্জনা ও খাটালের গোবর পরে মজে যাচ্ছে ৷ এই খালগুলি পরিষ্কার হলে জল নিকাশি ব্যবস্থার উন্নতি হয় । ডানকুনি পৌরসভায় 14টি ওয়ার্ড জলের তলায় তলিয়ে যায় বৃষ্টি হলেই । নর্দমা তো নেই বললেই চলে ৷ খাল সংস্কার করা থাকলে মানুষ কিছু সুরাহা পেত ৷ পৌরসভায় যারা বসে আছেন, এ ব্যাপারে কোনও চিন্তাভাবনা করে না ৷ আবাসন তৈরি করে শুধু টাকা নিচ্ছে ৷ মানুষকে দেখানোর জন্য ভ্যাসেল নামিয়ে কিছুদিন কাজ করে দায় সেরেছে মাত্র । ভোটের সময় মানুষকে প্রতিশ্রুতি দেয় কেবলমাত্র ৷’’

ডানকুনি পৌরসভার প্রাক্তন চেয়ারপার্সন হাসিনা শবনম বলেন, ‘‘খাল সংস্কার আমরা অবশ্যই চাইছি । মাস্টার প্ল্যান তৈরি হয়েছে । ভোট মিটলেই কাজ শুরু হবে । খাটাল সমস্যার জন্য আমরা গোবর গ্যাস প্লান্ট করতে পারি ৷ এতে দূষণ হবে না ৷ বহু মানুষ উপকৃত হবে । খাটালের গোবর নিয়ে গোবর গ্যাস করার পরিকল্পনা করা হয়েছিল । কিন্তু, এই বেআইনি খাটালগুলির মালিকদের মধ্যে সম্পূর্ণ অনিহা রয়েছে ৷ আমরা আবারও বোঝাবো ৷ গোবর গ্যাস প্রকল্প হলে বহু বেকারের চাকরি হবে ৷ ভবিষ্যতে আমরা সর্বতভাবে চেষ্টা করব, যাতে এর সমাধান হয় ৷’’

ডানকুনি, 26 ফেব্রুয়ারি : ডানকুনি পৌরসভায় (Bengal Civic Polls 2022) দু’টি খাল দীর্ঘদিন ধরে সংস্কারের হয় না বলে অভিযোগ ৷ ডানকুনি খাল ও সরস্বতী খালকে নিকাশি ব্যবস্থার প্ৰধান মাধ্যম বলা যায় ৷ খাল দু’টি মজে যাওয়ার কারণে এবং দিনের পর দিন নিকাশি নিয়ে সমস্যা বেড়েই চলেছে (Water Logging Problem in Dunkuni Due to Garbage Dumping in Canal) ৷ অভিযোগ একটু বর্ষাতেই ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ড ভেসে যায় ৷ সাধারণ মানুষ বাড়ি থেকে বেরতে পারে না । স্থানীয় মানুষ ও বিরোধীদের অভিযোগ দীর্ঘদিন ধরে সংস্কারের করা হয় না এই খাল দু’টির ।

খাল সংস্কার না হওয়ার পাশাপাশি আরেকটি বড় সমস্যা হল ডানকুনি খালের পারে রয়েছে কয়েকশো গবাদি পশুর খাটাল ৷ সেই খাটালের নোংরা জল ও গোবর পড়ে আরও মজে যাচ্ছে খাল দু’টি । প্রশাসনকে বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ ৷ পৌরভোটে তাই বিরোধীরা এই ইস্যুকেই প্রধান হাতিয়ার করতে চলেছে ৷ তবে, পৌরসভার তরফে জানানো হয়েছে, খাটাল সমস্যা নিয়ে আলোচনায় বসা হয়েছিল ৷ ডানকুনি খাল ও সরস্বতী খালের সংস্কারও করা হয়েছিল ৷ কিন্তু সংস্কারের জন্য যে টাকার প্রয়োজন, তা কখনই পাওয়া যায়নি ৷ পৌরসভার তরফে জানানো হয়েছে, বিপুল সরকারি আর্থিক সহায়তা না হলে খালের প্রয়োজনীয় সংস্কার সম্ভব নয় ৷

আরও পড়ুন : Saraswati River : অসাধু চক্রের দখলদারি, অবলুপ্তির পথে সরস্বতী নদী

ডানকুনি পৌরসভায় সরস্বতী খালা কালীপুর থেকে 21 নম্বর ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত ৷ আর ডানকুনি খাল কোল কমপ্লেক্স থেকে বন্দেরবিল পযর্ন্ত বয়ে গেছে ৷ তার মধ্যে ডানকুনি খালের প্রায় পাঁচ কিলোমিটার মতো মজে গিয়েছে । আর এই এলাকার মধ্যে খালের পাড়ে রয়েছে 400’র উপর খাটাল ৷ সেখানে গোবর ফেলে আরও বুজিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ পৌরসভার তরফে নানা পরিকল্পনা নিয়ে খাটাল মালিকদের সঙ্গে কথাও হয়েছে বলে জানা গিয়েছে । তবে, আখেরে সেগুলি বাস্তব রূপ নেয়নি ৷

আর সরস্বতী খালে জল না থাকায়, সহজেই মজে গিয়েছে ৷ অভিযোগ আবর্জনায় ভর্তি হয়ে যাচ্ছে খালটি ৷ তাই একটু বর্ষা হতেই খাল উপচে গিয়ে বন্যার আকার নেয় ডানকুনি শহর জুড়ে ৷ পৌরসভা পাম্পিং স্টেশনগুলি নিকাশির কাজ করলেও তাতে সমস্যা মেটে না বলে অভিযোগ । তাই প্রায় সারা বছরই জলজন্ত্রনায় ভুগতে হয় পৌরসভার বাসিন্দাদের ৷ অবশ্য পুজোর আগে প্রায় 10 লক্ষ টাকা সংস্কারের কাজে খরচ করা হয়েছিল ৷ কিন্তু, তা কখনই পর্যাপ্ত নয় বলে দাবি করেছেন প্রাক্তন পৌরপ্রশাসক ৷

সংস্কারের অভাবে মজে ডানকুনি ও সরস্বতী খাল, বারোমাস জলযন্ত্রণা পৌর এলাকায়

আরও পড়ুন : Mayor Of Chandannagar : নাগরিক পরিষেবায় জোর, চন্দননগরের মেয়র পদে হ্যাটট্রিক করে বললেন রাম

11নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুকান্ত মাঝি বলেন, ‘‘দশ বছর হয়ে গেল তৃণমূলের পৌরসভা রয়েছে ৷ এই খালে নোংরা আবর্জনা ও খাটালের গোবর পরে মজে যাচ্ছে ৷ এই খালগুলি পরিষ্কার হলে জল নিকাশি ব্যবস্থার উন্নতি হয় । ডানকুনি পৌরসভায় 14টি ওয়ার্ড জলের তলায় তলিয়ে যায় বৃষ্টি হলেই । নর্দমা তো নেই বললেই চলে ৷ খাল সংস্কার করা থাকলে মানুষ কিছু সুরাহা পেত ৷ পৌরসভায় যারা বসে আছেন, এ ব্যাপারে কোনও চিন্তাভাবনা করে না ৷ আবাসন তৈরি করে শুধু টাকা নিচ্ছে ৷ মানুষকে দেখানোর জন্য ভ্যাসেল নামিয়ে কিছুদিন কাজ করে দায় সেরেছে মাত্র । ভোটের সময় মানুষকে প্রতিশ্রুতি দেয় কেবলমাত্র ৷’’

ডানকুনি পৌরসভার প্রাক্তন চেয়ারপার্সন হাসিনা শবনম বলেন, ‘‘খাল সংস্কার আমরা অবশ্যই চাইছি । মাস্টার প্ল্যান তৈরি হয়েছে । ভোট মিটলেই কাজ শুরু হবে । খাটাল সমস্যার জন্য আমরা গোবর গ্যাস প্লান্ট করতে পারি ৷ এতে দূষণ হবে না ৷ বহু মানুষ উপকৃত হবে । খাটালের গোবর নিয়ে গোবর গ্যাস করার পরিকল্পনা করা হয়েছিল । কিন্তু, এই বেআইনি খাটালগুলির মালিকদের মধ্যে সম্পূর্ণ অনিহা রয়েছে ৷ আমরা আবারও বোঝাবো ৷ গোবর গ্যাস প্রকল্প হলে বহু বেকারের চাকরি হবে ৷ ভবিষ্যতে আমরা সর্বতভাবে চেষ্টা করব, যাতে এর সমাধান হয় ৷’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.