ETV Bharat / state

Bengal civic polls 2022 : লিফলেট বিতর্কে তরজা চুঁচুড়া ও আদিসপ্তগ্রামের বিধায়কের - লিফলেট বিতর্ক

লিফলেট নিয়ে বিতর্ক (Leaflet Controversy in Hooghly) হুগলিতে ৷ আর তাই নিয়ে পৌরসভা নির্বাচনের (Bengal Civic Polls 2022) আগে ফের তরজা চুঁচুড়া ও আদিসপ্তগ্রামের বিধায়কের মধ্যে (Rift between Chinsurah and Adisaptagram MLAs)৷

bengal civic polls 2022: rift between Chinsurah and Adisaptagram MLAs over leaflet
লিফলেট বিতর্কে তরজা চুঁচুড়া ও আদিসপ্তগ্রামের বিধায়কের মধ্যে
author img

By

Published : Feb 22, 2022, 2:29 PM IST

Updated : Feb 22, 2022, 9:38 PM IST

হুগলি, 22 ফেব্রুয়ারি : লিফলেট নিয়ে বিতর্ক দুই তৃণমূল বিধায়কের মধ্যে (Bengal Civic Polls 2022)। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আদিসপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয় (Rift between Chinsurah and Adisaptagram MLAs)।

চুঁচুড়ায় বিভিন্ন জায়গায় কিছু লিফলেট (Leaflet Controversy in Hooghly) ছাপিয়ে বিলি করা হয়েছে । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । এতে সরব হন অসিত মজুমদার । তাঁর ও বিদায়ী চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায় (ভজন)-এর বিরুদ্ধে নানা কথা লেখা রয়েছে সেই লিফলেটে । তাতে লেখা আছে গোবিন্দ দাশগুপ্তের পৌরসভার টিকিট ষড়যন্ত্র করে কেটেছে তোলাবাজ বিধায়ক অসিত মজুমদার ও কাটমানিখোর ভজন । লিফলেটে আরও লেখা আছে, হাজার ছেলে মেয়ে নিয়ে এদের গাড়ি ও অফিস ভাঙচুর করা হোক । এরা মিটিং করলে ইট-পাটকেল ছোড়া হোক । মেরে হাত পা ভেঙে দিক বিধায়ক ও বিদায়ী চেয়ারম্যানের ।

আরও পড়ুন: Bengal Civic polls 2022: জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে গৌতম দেব

এই লিফলেট ছড়িয়ে পড়তেই তার বিরুদ্ধে চন্দননগর কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানান বিধায়ক অসিত মজুমদার । তবে এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় আগেই মুখ খুলেছেন তপন দাশগুপ্ত । তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, "আমার কাছে এই লিফলেট এসেছে । বিধায়কের নাম না করে তপন দাশগুপ্ত বলেন, নিজের লোককে দিয়ে পোস্ট করাচ্ছে । আবার নিজেই বলছে । চুঁচুড়ার মানুষ আমায় পঞ্চাশ বছর ধরে জানে ৷ আমি তো বাইরে থেকে উড়ে আসিনি । এলাকায় জন্ম কর্ম, এখানেই সব । জেলা অফিস আমার এখানে । আমি নোংরা রাজনীতি করি না । আমি কারও ক্ষতি করি না । বিধায়কের বিরুদ্ধে বা পৌরসভার বিরুদ্ধে কেউ যদি লেখেন তার জন্য কি আমি দায়ী ? পুলিশকে বলুক তদন্ত করুক । আমিও পুলিশকে তদন্ত করার কথা বলব । গোবিন্দ দাশগুপ্তের নাম এখানে ইচ্ছা করে দেওয়া হয়েছে । যেহেতু গোবিন্দ চুঁচুড়া পৌরসভার মেয়র পারিষদ ছিলেন । ভালো ভাবে কাজ করতেন । তৃণমূলের রাজ্য কমিটি তাঁকে টিকিট দেয়নি । সে টিকিট তো আমি দেব না । যেহেতু তাঁর ওয়ার্ড মহিলা ওয়ার্ড হয়ে গিয়েছে, তাই তিনি টিকিট পাননি । গোবিন্দ এখন তৃণমূলের প্রার্থীর হয়ে প্রচার করছেন । এইসব লিফলেট লিখিয়ে মানুষের সহানুভূতি তৈরি করা যায় না ।"

লিফলেট বিতর্কে তরজা চুঁচুড়া ও আদিসপ্তগ্রামের বিধায়কের

আরও পড়ুন: WB Bye Election 2022 : আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী দুই আইনজীবী

এ প্রসঙ্গে চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার বলেন, "যাঁরা মানসিক ভাবে বিধ্বস্ত, তাঁরাই এ রকম লিফলেট বিলি করেন । এগুলি আমার শিক্ষাগত যোগ্যতায় বাঁধে । যাঁদের শিক্ষাগত যোগ্যতা নেই, তাঁরা এ সব করেন । এটা আমার কালচার নয় । দলকে আমি জানিয়েছি । দল যা ভালো বোঝে করবে ।"

হুগলি, 22 ফেব্রুয়ারি : লিফলেট নিয়ে বিতর্ক দুই তৃণমূল বিধায়কের মধ্যে (Bengal Civic Polls 2022)। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আদিসপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয় (Rift between Chinsurah and Adisaptagram MLAs)।

চুঁচুড়ায় বিভিন্ন জায়গায় কিছু লিফলেট (Leaflet Controversy in Hooghly) ছাপিয়ে বিলি করা হয়েছে । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । এতে সরব হন অসিত মজুমদার । তাঁর ও বিদায়ী চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায় (ভজন)-এর বিরুদ্ধে নানা কথা লেখা রয়েছে সেই লিফলেটে । তাতে লেখা আছে গোবিন্দ দাশগুপ্তের পৌরসভার টিকিট ষড়যন্ত্র করে কেটেছে তোলাবাজ বিধায়ক অসিত মজুমদার ও কাটমানিখোর ভজন । লিফলেটে আরও লেখা আছে, হাজার ছেলে মেয়ে নিয়ে এদের গাড়ি ও অফিস ভাঙচুর করা হোক । এরা মিটিং করলে ইট-পাটকেল ছোড়া হোক । মেরে হাত পা ভেঙে দিক বিধায়ক ও বিদায়ী চেয়ারম্যানের ।

আরও পড়ুন: Bengal Civic polls 2022: জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে গৌতম দেব

এই লিফলেট ছড়িয়ে পড়তেই তার বিরুদ্ধে চন্দননগর কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানান বিধায়ক অসিত মজুমদার । তবে এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় আগেই মুখ খুলেছেন তপন দাশগুপ্ত । তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, "আমার কাছে এই লিফলেট এসেছে । বিধায়কের নাম না করে তপন দাশগুপ্ত বলেন, নিজের লোককে দিয়ে পোস্ট করাচ্ছে । আবার নিজেই বলছে । চুঁচুড়ার মানুষ আমায় পঞ্চাশ বছর ধরে জানে ৷ আমি তো বাইরে থেকে উড়ে আসিনি । এলাকায় জন্ম কর্ম, এখানেই সব । জেলা অফিস আমার এখানে । আমি নোংরা রাজনীতি করি না । আমি কারও ক্ষতি করি না । বিধায়কের বিরুদ্ধে বা পৌরসভার বিরুদ্ধে কেউ যদি লেখেন তার জন্য কি আমি দায়ী ? পুলিশকে বলুক তদন্ত করুক । আমিও পুলিশকে তদন্ত করার কথা বলব । গোবিন্দ দাশগুপ্তের নাম এখানে ইচ্ছা করে দেওয়া হয়েছে । যেহেতু গোবিন্দ চুঁচুড়া পৌরসভার মেয়র পারিষদ ছিলেন । ভালো ভাবে কাজ করতেন । তৃণমূলের রাজ্য কমিটি তাঁকে টিকিট দেয়নি । সে টিকিট তো আমি দেব না । যেহেতু তাঁর ওয়ার্ড মহিলা ওয়ার্ড হয়ে গিয়েছে, তাই তিনি টিকিট পাননি । গোবিন্দ এখন তৃণমূলের প্রার্থীর হয়ে প্রচার করছেন । এইসব লিফলেট লিখিয়ে মানুষের সহানুভূতি তৈরি করা যায় না ।"

লিফলেট বিতর্কে তরজা চুঁচুড়া ও আদিসপ্তগ্রামের বিধায়কের

আরও পড়ুন: WB Bye Election 2022 : আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী দুই আইনজীবী

এ প্রসঙ্গে চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার বলেন, "যাঁরা মানসিক ভাবে বিধ্বস্ত, তাঁরাই এ রকম লিফলেট বিলি করেন । এগুলি আমার শিক্ষাগত যোগ্যতায় বাঁধে । যাঁদের শিক্ষাগত যোগ্যতা নেই, তাঁরা এ সব করেন । এটা আমার কালচার নয় । দলকে আমি জানিয়েছি । দল যা ভালো বোঝে করবে ।"

Last Updated : Feb 22, 2022, 9:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.