উত্তরপাড়া, 28 এপ্রিল: ওয়ার্ডে করোনার প্রকোপ ক্রমশই বাড়ছে ৷ তাই করোনার সংক্রমণ রুখতে রাস্তায় বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দিলেন জনপ্রতিনিধি ৷ তাতে যদি খানকটা হলেও স্যোশাল ডিসস্ট্যান্সিং মেনে চলেন বাসিন্দারা ৷ উত্তরপাড়ার কোতরং পুরসভার 13 নম্বর ওয়ার্ডের করোনা ক্রমশই বাড়ছে । ইতিমধ্যে মধ্যেই এই ওয়ার্ডে একের পর এক মৃত্যু হচ্ছে । সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে তাই রাস্তায় বাঁশের ব্যারিকেড দিলেন বিদায়ী কাউন্সিলর ।
বেশ কিছুদিন ধরেই উত্তরপাড়ার নবীনকৃষ্ণবাবু রোডে করোনার প্রকোপ দেখা দিয়েছে । এই এলাকায় দু-তিনজনের মৃত্যু পরই অত্যাধিক বৃদ্ধি পেয়েছে সংক্রমণ । বুধবার বিদায়ী পুর প্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসীরা বাঁশ দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে দেন । রাস্তার দু'পাশেই দেওয়া হয়েছে এই ব্যারিকেড । সেই ব্যারিকেডকেও অগ্রাহ্য করে সাধারণ লোকের মাস্ক ছাড়া যাতায়াত করছেন বলে অভিযোগ । ওই রাস্তার মধ্যে দোকানপাটও বন্ধ করা হয়েছে নিজেদের উদ্যোগে ।
এব্যাপারে পুলিশ-প্রশাসন উদাসীন বলে অভিযোগ বিদায়ী পুর প্রতিনিধি মৌসুমী বিশ্বাসের । তিনি বলেন, নির্বাচন কমিশনের আওয়াত পড়ে যাওয়ায় সব দিক থেকেই সমস্যা পড়েছি । তাই বাধ্য হয়েই এই ভাবনা । কারণ যেভাবে 12 ও 13 নম্বর ওয়ার্ডে করোনা বাড়ছে, বেশির ভাগ বাড়ির মানুষই সংক্রামিত হচ্ছেন ৷ তাই মানুষ যাতে বাড়ি থেকে না বের হন তাই এই ব্যবস্থা করা । পৌর প্রশাসকের সঙ্গে আমি কথাও বলেছি যাতে কিছু ব্যবস্থা করা যায় । করোনা সতর্কতায় আরও সচেতন ও প্রশাসনকে কড়া পদক্ষেপ গ্রহণের দাবী জানালেন বিদায়ী পুরপ্রতিনিধি ।
অবশ্য স্থানীয় এক বাসিন্দা এই প্রসঙ্গে বলেন, দু-একজন করেই মানুষ বেরোচ্ছেন এই এলাকা থেকে । কাজের জন্যই বেরতে হচ্ছে ।
আরও পড়ুন: আরও ভয়ঙ্কর করোনা, রাজ্যে একদিনই মৃত 77 জন