পূর্বস্থলী, 14 জুন : ভাগীরথীর ভাঙনে দিশেহারা পূর্বস্থলীর জালুইডাঙা এলাকার বাসিন্দারা । রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, রেল কর্তৃপক্ষ বিষয়টিতে হস্তক্ষেপ না করলে রেললাইন জলের তলায় চলে যাবে । ফলে ব্যান্ডেল-কাটোয়া লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেতে পারে ।
আমফান সহ পরপর প্রাকৃতিক দুর্যোগে ভাগীরথীর পাড় ভাঙতে শুরু করেছে । এরই মাঝে বর্ষা এসে গেছে রাজ্যে । দু'দিন ধরে পূর্ব বর্ধমান জেলা জুড়েও শুরু হয়েছে বৃষ্টি । ওই এলাকায় প্রায় 20টি পরিবার বাস করে । বর্ষা আসতে না আসতেই আশঙ্কায় ভুগতে শুরু করেছে তারা । ইতিমধ্যেই পূর্বস্থলীর জালুইডাঙা থেকে শ্মশানঘাট যাওয়ার রাস্তা ভাগীরথীর ভাঙনে জলের তলায় চলে গেছে । এর ঠিক কিছুটা দূরই রয়েছে ব্যান্ডেল- কাটোয়া রেললাইন।
স্থানীয় বাসিন্দা রামপ্রসাদ দাস বলেন, “বর্ষা আসতে না আসতেই স্থানীয় রাস্তা জলের তলায় চলে গেছে । পাশ দিয়ে গেছে রেললাইন । কোথাও 50 মিটার আবার কোথাও 100 মিটারের মধ্যে দিয়ে গেছে ব্যান্ডেল-কাটোয়া রেললাইন । ফলে যে কোনও দিন রেললাইন জলের তলায় চলে যেতে পারে ।" আর এক বাসিন্দা পার্বতী রাজবংশী বলেন, “নদী আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে । প্রতি বছর পাড় ভাঙায় আমরা আতঙ্কের মধ্যে বাস করি । এখানে 15-20 টি পরিবার বাস করে । কেউ কোনও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।"
স্বপন দেবনাথ বলেন, “পূর্বস্থলী এক নম্বর ব্লকের জালুইডাঙা এলাকার ব্যান্ডেল-কাটোয়া যে রেললাইন আছে তার 20 মিটারের কাছাকাছি ভাঙন চলে এসেছে । কেন্দ্র যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে রেললাইন জলের তলায় চলে যাবে । সেক্ষেত্রে ব্যান্ডেল-কাটোয়া রেল চলাচল বন্ধ হয়ে যাবে।"
ভাগীরথীর পাড় ভাঙায় ব্যান্ডেল-কাটোয়া লাইনে ব্যাহত হতে পারে ট্রেন চলাচল, আশঙ্কায় মন্ত্রী - ভাগীরথীর ভাঙন
ভাগীরথীর পাড় ভাঙছে দ্রুত । এর মধ্যে রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা । এখন থেকে সঠিক পদক্ষেপ না করলে ব্যান্ডেল-কাটোয়া রেললাইন তলিয়ে যেতে পারে জলের নীচে বলে আশঙ্কা মন্ত্রী স্বপন দেবনাথের ।
পূর্বস্থলী, 14 জুন : ভাগীরথীর ভাঙনে দিশেহারা পূর্বস্থলীর জালুইডাঙা এলাকার বাসিন্দারা । রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, রেল কর্তৃপক্ষ বিষয়টিতে হস্তক্ষেপ না করলে রেললাইন জলের তলায় চলে যাবে । ফলে ব্যান্ডেল-কাটোয়া লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেতে পারে ।
আমফান সহ পরপর প্রাকৃতিক দুর্যোগে ভাগীরথীর পাড় ভাঙতে শুরু করেছে । এরই মাঝে বর্ষা এসে গেছে রাজ্যে । দু'দিন ধরে পূর্ব বর্ধমান জেলা জুড়েও শুরু হয়েছে বৃষ্টি । ওই এলাকায় প্রায় 20টি পরিবার বাস করে । বর্ষা আসতে না আসতেই আশঙ্কায় ভুগতে শুরু করেছে তারা । ইতিমধ্যেই পূর্বস্থলীর জালুইডাঙা থেকে শ্মশানঘাট যাওয়ার রাস্তা ভাগীরথীর ভাঙনে জলের তলায় চলে গেছে । এর ঠিক কিছুটা দূরই রয়েছে ব্যান্ডেল- কাটোয়া রেললাইন।
স্থানীয় বাসিন্দা রামপ্রসাদ দাস বলেন, “বর্ষা আসতে না আসতেই স্থানীয় রাস্তা জলের তলায় চলে গেছে । পাশ দিয়ে গেছে রেললাইন । কোথাও 50 মিটার আবার কোথাও 100 মিটারের মধ্যে দিয়ে গেছে ব্যান্ডেল-কাটোয়া রেললাইন । ফলে যে কোনও দিন রেললাইন জলের তলায় চলে যেতে পারে ।" আর এক বাসিন্দা পার্বতী রাজবংশী বলেন, “নদী আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে । প্রতি বছর পাড় ভাঙায় আমরা আতঙ্কের মধ্যে বাস করি । এখানে 15-20 টি পরিবার বাস করে । কেউ কোনও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।"
স্বপন দেবনাথ বলেন, “পূর্বস্থলী এক নম্বর ব্লকের জালুইডাঙা এলাকার ব্যান্ডেল-কাটোয়া যে রেললাইন আছে তার 20 মিটারের কাছাকাছি ভাঙন চলে এসেছে । কেন্দ্র যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে রেললাইন জলের তলায় চলে যাবে । সেক্ষেত্রে ব্যান্ডেল-কাটোয়া রেল চলাচল বন্ধ হয়ে যাবে।"