ETV Bharat / state

নদীর স্রোতে ভেসে গিয়েছে সাঁকো, বিপাকে খানাকুলবাসী

author img

By

Published : Jun 20, 2021, 8:30 PM IST

ভেঙ্গে যাওয়া সাঁকোটি এলাকায় যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ নদীর জলে তা ভেসে যাওয়ায় অন্যান্য গ্রামের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন খানাকুলবাসী ৷ করতে পারছেন না বাজারহাট ৷ এর আগে সরকারের পক্ষ থেকে কংক্রিটের সেতু তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা হয়নি ৷

নদীর স্রোতে ভেসে গিয়েছে সাঁকো, বিপাকে খানাকুলবাসী
নদীর স্রোতে ভেসে গিয়েছে সাঁকো, বিপাকে খানাকুলবাসী

হুগলি, 20 জুন : লাগাতার চলছে বৃষ্টি, তার উপরে ছাড়া হয়েছে ডিভিসির জল ৷ আর এতেই হুহু করে বেড়ে চলেছে মুন্ডেশ্বরী নদীর জল ৷ নদীর বিপজ্জনক স্রোতের তীব্রতায় ভেসে গিয়েছে খানাকুলের একাধিক গ্রামের যোগাযোগ মাধ্যমের বাঁশের সাঁকোগুলি ৷ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ ৷ ফলে বিপাকে পড়েছেন গ্রামের মানুষ ৷

অন্যদিকে খানাকুল -গড়েরঘাটসহ অন্যান্য রাস্তায় জল উঠে যাওয়ায় বিপজ্জনক ভাবে রাস্তায় যাতায়াত করছেন মানুষজন । সাঁকো ভেঙ্গে যাওয়ার কারণে তাঁরা আসতে পারছেন না দোকান বাজারে। খানাকুলের বালিপুর উদনা এলাকার এই সাঁকো দিয়ে নিত্যদিন হাজার হাজার মানুষ যাতায়াত করতেন । ফলে বাকি গ্রামগুলির সঙ্গে সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ কোথাও আবার নৌকাই একমাত্র ভরসা হয়ে উঠেছে ।

স্থানীয়দের কথায়, ভেঙ্গে যাওয়া সাঁকোটি এলাকায় যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ নদীর জলে তা ভেসে যাওয়ায় অন্যান্য গ্রামের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাঁরা ৷ করতে পারছেন না বাজার-হাট ৷ এর আগে সরকারের পক্ষ থেকে কংক্রিটের সেতু তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা হয়নি ৷ বারবার আবেদন করেও মেলেনি কোনও ফল ৷

মুন্ডেশ্বরী নদীর স্রোতে ভেসে গিয়েছে সাঁকো

আরও পড়ুন : যশের দোসর নিম্নচাপ, হুগলির সবজি চাষিদের মাথায় হাত

স্থানীয়রা আরও জানিয়েছেন, গত বছরের বন্যাতে এই এলাকাতেই নৌকাডুবি হয়েছিল ৷ আর এখন জলের তীব্রতা এতটাই বেশি যে তাঁরা নৌকায় চলাচল করতেও সাহস পাচ্ছেন না ৷ কিন্তু প্রাকৃতিক দুর্যোগকে মেনে নিয়েই তাঁদের বিপজ্জনক অবস্থায় বাস করতে হচ্ছে ৷ এখন তাঁরা তাকিয়ে আছেন সরকারি সাহায্যের দিকে ৷

হুগলি, 20 জুন : লাগাতার চলছে বৃষ্টি, তার উপরে ছাড়া হয়েছে ডিভিসির জল ৷ আর এতেই হুহু করে বেড়ে চলেছে মুন্ডেশ্বরী নদীর জল ৷ নদীর বিপজ্জনক স্রোতের তীব্রতায় ভেসে গিয়েছে খানাকুলের একাধিক গ্রামের যোগাযোগ মাধ্যমের বাঁশের সাঁকোগুলি ৷ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ ৷ ফলে বিপাকে পড়েছেন গ্রামের মানুষ ৷

অন্যদিকে খানাকুল -গড়েরঘাটসহ অন্যান্য রাস্তায় জল উঠে যাওয়ায় বিপজ্জনক ভাবে রাস্তায় যাতায়াত করছেন মানুষজন । সাঁকো ভেঙ্গে যাওয়ার কারণে তাঁরা আসতে পারছেন না দোকান বাজারে। খানাকুলের বালিপুর উদনা এলাকার এই সাঁকো দিয়ে নিত্যদিন হাজার হাজার মানুষ যাতায়াত করতেন । ফলে বাকি গ্রামগুলির সঙ্গে সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ কোথাও আবার নৌকাই একমাত্র ভরসা হয়ে উঠেছে ।

স্থানীয়দের কথায়, ভেঙ্গে যাওয়া সাঁকোটি এলাকায় যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ নদীর জলে তা ভেসে যাওয়ায় অন্যান্য গ্রামের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাঁরা ৷ করতে পারছেন না বাজার-হাট ৷ এর আগে সরকারের পক্ষ থেকে কংক্রিটের সেতু তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা হয়নি ৷ বারবার আবেদন করেও মেলেনি কোনও ফল ৷

মুন্ডেশ্বরী নদীর স্রোতে ভেসে গিয়েছে সাঁকো

আরও পড়ুন : যশের দোসর নিম্নচাপ, হুগলির সবজি চাষিদের মাথায় হাত

স্থানীয়রা আরও জানিয়েছেন, গত বছরের বন্যাতে এই এলাকাতেই নৌকাডুবি হয়েছিল ৷ আর এখন জলের তীব্রতা এতটাই বেশি যে তাঁরা নৌকায় চলাচল করতেও সাহস পাচ্ছেন না ৷ কিন্তু প্রাকৃতিক দুর্যোগকে মেনে নিয়েই তাঁদের বিপজ্জনক অবস্থায় বাস করতে হচ্ছে ৷ এখন তাঁরা তাকিয়ে আছেন সরকারি সাহায্যের দিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.